বাংলা ইন্ডাস্ট্রির অন্যতম জনপ্রিয় পরিচালক হলেন সৃজিত মুখার্জি (Srijit Mukharji)। বর্তমানে বাংলার পাশাপাশি বলিউড ইন্ডাস্ট্রিতেও চুটিয়ে কাজ করছেন ইন্ডাস্ট্রির এই ব্যস্ততম পরিচালক। তবে ব্যস্ততাকেও দারুন উপভোগ করেন সৃজিত। এপ্রসঙ্গে সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেছেন ‘কাজের চাপ তো ভালই। আর পরিচালক সৃজিত তো লাজুক প্রকৃতির পর্দানশীন নয়! অথবা এমনও নয় যে সূর্যের আলোয় এক্সপোজ হয়ে গেলে প্রবলেম। সে কাজ করতে ভালবাসে, কাজই করছে। এটাই তো স্বাভাবিক।’
বাংলার বিখাত সাহিত্যিক সুনীল গঙ্গোপাধ্যায়ের (Sunil Ganguly)জনপ্রিয় কাকাবাবু সিরিজ অবলম্বনে এই নিয়ে তিন নম্বর সিনেমা বানাতে চলেছেন সৃজিত। ২০১৭ সালের পর ফের একবার পর্দায় ফিরছেন কাকাবাবু। ‘মিশর রহস্য’,‘ইয়েতি অভিযান’-এর পর এবার আসছে ‘কাকাবাবুর প্রত্যাবর্তন’ (Kakababur Protyaborton)। সুনীল গঙ্গোপাধ্যায়ের ‘জঙ্গলের মধ্যে এক হোটেল’ কাহিনি অবলম্বনেই তৈরি হচ্ছে এই সিনেমা।
আর কাহিনীটিকেই বেছে নেওয়ার কারণ হিসাবে পরিচালক বলেছেন ‘জঙ্গলই আমার প্রিয়। মাসাইমারাতে গিয়ে শুটিং করা আমার কাছে ছিল স্বপ্নের মতো। কেনিয়া, দক্ষিণ আফ্রিকার জঙ্গলে শুট করেছি। অসম্ভব আনন্দ পেয়েছি।’ আফ্রিকার জঙ্গলের মতো গহিন অরণ্যে সম্পূর্ণ নিজের রিস্কে শ্যুটিং করার নানান অভিজ্ঞতার কথা জানিয়ে পরিচালক বলেছেন ‘এই প্রথম কোনও বাংলা সিনেমায় এর রিয়্যাল জীব-জন্তু দেখা যাবে।’
আফ্রিকার জঙ্গলের নানান দুঃসাহসিক অভিজ্ঞতার কথা জানিয়ে সৃজিত বলছেন এমন অনেক দৃশ্য রয়েছে যেখানে পেশাদার কোনো হ্যান্ডলার ছিল না। বুনো গণ্ডারের মাঝে বুম্বাদা এবং আরিয়ানের শুটিং থেকে শুরু করে সাপের সঙ্গে সিন পরিচালকের কথায় সবটাই দারুন রোমহর্ষক। এছাড়া সৃজিত জানান ‘হায়নার সঙ্গে একটি দৃশ্য রয়েছে। হায়নারা খুবই হিংস্র হয়। সেই সময় কেউ কোনও দায়িত্ব নেননি। বলেছিলেন, আপনারা নিজের রিস্কে শুট করবেন।’
সম্প্রতি এই একান্ত সাক্ষাৎকারে দীর্ঘ দিনের বন্ধু যীশু সেনগুপ্তের প্রসঙ্গ উঠতেই তা সযত্নে এড়িয়ে যান সৃজিত। আসলে কাকাবাবুর প্রত্যাবর্তন’-এর পাশাপাশি মুক্তি পেতে চলেছে যীশু অভিনীত ‘বাবা বেবি ও…’। এ প্রসঙ্গে সৃজিতের স্পষ্ট জবাব ‘বাবা বেবি ও…’র বিষয়ে আমি জানি না।’ প্রসঙ্গত শুরু থেকেই সৃজিত বলে এসেছেন কাকাবাবুর মতো সিনেমা বড় পর্দায় মুক্তির দাবি রাখে। আর সিনেমাটি যেহেতু বাচ্চাদের কথা মাথায় রেখে তৈরি তাই করোনা আবহে বাচ্চারা আদৌ হলমুখো হবে কিনা তা নিয়ে সন্দেহ রয়েছে।