• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

শেক্সপিয়ারের নাটকের লেডি ম্যাকবেথ এবার মিথিলা! সৃজিত পত্নীর চোখ ধাঁধানো লুক ভাইরাল নেটপাড়ায়

টলিউডের বিখ্যাত পরিচালক সৃজিত মুখার্জী (Srijit Mukherjee)। বাংলা ইন্ডাস্ট্রিতে দীর্ঘদিন ধরে কাজ করছেন সৃজিত আর দুর্দান্ত সমস্ত ছবি উপহার দিয়েছেন দর্শকদের। বাংলার এক পরিচালক বিয়ে করেছেন ওপর বাংলার অর্থাৎ বাংলাদেশের মেয়ে রাফিয়াত রশিদ মিথিলাকে (Rafiath Rashid Mithila)। মিথিলার একটি মেয়েও রয়েছে স্ত্রীর পাশাপাশি তার মেয়েকেও আপন করে নিয়েছেন সৃজিত। ২০১৯ সালে মিথিলা সুন্দরীকে বিয়ে করেন সৃজিত। বিয়ের পর থেকেই বেশ চর্চিত সৃজিত মিথিলার জুটি।

সৃজিতের ঘরণী হওয়ার পর থেকেই বাংলা এবং বাংলাদেশ উভয় জায়গাতেই তুমুল চর্চিত মিথিলা৷ এছাড়াও বাংলাদেশের নামকরা অভিনেত্রী হওয়ার দরুণ মিথিলার একটি নির্দিষ্ট ফ্যানবেস আগে থেকেই রয়েছে বাংলাদেশে, এখন তা দুই বাংলাতেই বিস্তৃত। এছাড়াও অভিনেত্রী হওয়ার পাশাপাশি মিথিলা একজন মডেল, গায়িকা, সঞ্চালক, লেখক এবং সমাজকর্মী। মিথিলার লেখা শর্ট ফিল্ম সবক্ষেত্রেই সমাদৃত হয়েছিল।

   

Srijit Mukherjee,Rafiath Rashid Mithila,Bangladesh,সৃজিত মুখার্জি,রাফিয়াত রশিদ মিথিলা,টলিউড,ম্যাকবেথ,লেডি ম্যাকবেথ,Macbeth,lady Macbeth

এবার টলিউডের পা রাখতে চলেছেন সৃজিত পত্নী। জানা যাচ্ছে, পরিচালক রাজর্ষি দে’র ছবি ‘মায়া’তে লেডি ম্যাকবেথের (Lady Macbeth) চরিত্রে দেখা যাবে মিথিলাকে। পরনে কালো আলখাল্লা, বোহেমিয়ান ভারী গয়না, চোখে গাঢ় কাজল, রুদ্রাক্ষের মালা, এবং জটাধারী চুলে মিথিলার লুকে চমকে গিয়েছেন সকলেই৷

Srijit Mukherjee,Rafiath Rashid Mithila,Bangladesh,সৃজিত মুখার্জি,রাফিয়াত রশিদ মিথিলা,টলিউড,ম্যাকবেথ,লেডি ম্যাকবেথ,Macbeth,lady Macbeth

এই প্রথম রাজর্ষি দের হাত ধরে কলকাতায় প্রথম বাংলা ছবি করতে চলেছেন মিথিলা। মায়া ছবিটির গল্প শেক্সপিয়ারের বিখ্যাত নাটক ম্যাকবেথের অনুসরণে তৈরি। যদিও এই বিষয়ে মিথিলার মত, ‘ছবিটি মায়ার অনুকরণে তৈরি হলেও গল্প হুবুহু এক নয়৷ ম্যাকবেথের সমস্ত চরিত্রই এখানে রয়েছে তবে এই ছবিটিতে একটি মেয়ের দৃষ্টিভঙ্গি থেকে পুরো গল্পটি তুলে ধরা হয়েছে। ‘

Srijit Mukherjee,Rafiath Rashid Mithila,Bangladesh,সৃজিত মুখার্জি,রাফিয়াত রশিদ মিথিলা,টলিউড,ম্যাকবেথ,লেডি ম্যাকবেথ,Macbeth,lady Macbeth

নিজের চরিত্র প্রসঙ্গে বলতে গিয়ে মিথিলা বলেন, ”গল্পে একটা সময় দেখানো হয়েছে। যেখানে ১৭-১৮ বছর বয়সের মায়াকে যেমন দেখা যাবে তেমনই দেখা যাবে ৩০ বছর বয়সের মায়াকে। পরে আবারও যখন তাঁকে দেখা গেল, সেটা তাঁর পরিণত বয়স, ৫০-এর আশেপাশে। মায়া হল সংখ্যালঘু সম্প্রদায়ের একজন মহিলা, যাঁকে জীবনে অনেক প্রতিকূলতার মধ্যে দিয়ে যেতে হয়েছে। তবে সে কখনও মাথানত করেনি। সে তাঁর লক্ষ্যে স্থির ছিল, লক্ষ্যে পৌঁছতে বাকি চরিত্রগুলিতে প্রভাবিত করেছে। এখানে বিভিন্ন সময়, বিভিন্ন লুকে মায়াকে দেখা যাবে, যে বিভিন্ন ভাষায় কথা বলেছে।” জানা যাচ্ছে, এই ছবিতে ডানকানের আদলে তৈরি চরিত্রে অভিনয় করবেন কমলেশ্বর মুখোপাধ্যায়।