টলিউডের বিখ্যাত পরিচালক সৃজিত মুখার্জী। বাংলা ইন্ডাস্ট্রিতে দীর্ঘদিন ধরে কাজ করছেন সৃজিত আর দুর্দান্ত সমস্ত ছবি উপহার দিয়েছেন দর্শকদের। বাংলার এক পরিচালক বিয়ে করেছেন ওপর বাংলার অর্থাৎ বাংলাদেশের মেয়ে রাফিয়াত রশিদ মিথিলাকে। মিথিলার একটি মেয়েও রয়েছে স্ত্রীর পাশাপাশি তার মেয়েকেও আপন করে নিয়েছেন সৃজিত। ২০১৯ সালে মিথিলা সুন্দরীকে বিয়ে করেন সৃজিত। বিয়ের পর থেকেই বেশ চর্চিত সৃজিত মিথিলার জুটি।
মিথিলা সোশ্যাল মিডিয়াতে বেশ সক্রিয়, সেখানে নিজের ২০ লক্ষেরও অধিক অনুগামীদের কিভাবে মাতিয়ে রাখতে হয় তা বেশ ভালোই জানেন অভিনেত্রী। মাঝে মধ্যেই নিজের ও কাজের ছবি থেকে শুরু করে ভিডিও শেয়ার করেন মিথিলা। আর শেয়ার হবার পর সেই ছবি, ভিডিও হতে বেশি দেরি লাগে না।
সম্প্রতি পার্টির আয়োজন করেছিলেন দুজনে, সেই পার্টিতে একেঅপরকে ভালোবাসার আলিঙ্গনে মুড়ে দিলেন সৃজিত মিথিলা। পার্টিতে সুইমিং পুলে জলকোলিতে চরম রোমান্টিক মুহূর্তে দেখে গিয়েছে সৃজিত মিথিলাকে। সুইমিং পুলের একগুচ্ছ ছবি সোশ্যাল মিডিয়াতে শেয়ার হতেই ব্যাপক ভাইরাল হয়ে পড়েছিল।
ছবিতে সুইমিং পুলে একেঅপরকে জড়িয়ে ধরে থাকতে দেখা যাচ্ছে সৃজিত ও মিথিলাকে। সেখানে রোমান্টিক মুডে স্ত্রী মিথিলার গালে চুমু দিয়ে ভরিয়ে দিয়েছেন সৃজিত। যা দেখে রীতিমত চোখ আটকে গিয়েছে নেটিজনদের।
আবার একটি ছবিতে স্ত্রী মিথিলার সাথে তার মেয়েকে নিয়েও হাসি মুখে দেখা যাচ্ছে সৃজিৎবাবুকে। পুলে স্ত্রীর সাথে জল নিয়ে খেলায় মেতেছিলেন বলি পরিচালক। অবশ্য মিথিলার মেয়ে আইরাও ছিল পুলে। তার সাথেও বেশ মজা করতে দেখা গিয়েছি সৃজিতকে।
তাহলেই বুঝুন এই বয়সেও এতটা রোমান্টিক সৃজিত। আর সৃজিত মিথিলার এই রোমান্টিক ছবিগুলি এখন তুমুল ভাইরাল সোশ্যাল মিডিয়াতে।