যে যতই বলুক না কেন এখনকারদিনে কিন্তু দর্শকদের রোজকার বিনোদনের অন্যতম অঙ্গ হয়ে উঠেছে মেগা সিরিয়াল। দর্শকদের চাহিদার কথা মাথায় রেখেই একের পর এক আসছে নিত্যনতুন সিরিয়াল। এই তালিকায় জি বাংলার নতুন সংযোজন ‘নিম ফুলের মধু’ (Nim Fuler Modhu)। শুরু থেকে দর্শকদের আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে এই মেগা সিরিয়াল।
এতদিনে দর্শকরা সকলেই জেনে গিয়েছেন এই সিরিয়ালের নায়ক সৃজন তার মায়ের অন্ধভক্ত। যাকে বলে ‘মাম্মাস বয়’। ঠিক হোক বা ভুল সৃজনের কাছে তার মায়ের কথাই শেষ কথা। তাছাড়া এখনকার দিনে দাঁড়িয়েও দত্তবাড়ির এমন মধ্যযুগীয় ধ্যানধারণার মানুষজন দেখে মাঝেমধ্যেই নায়িকা পর্ণা তার জগু দাদার কাছে বলতে থাকে ‘এ কোথায় এনে ফেললে আমায়’!

তবে শুধু পর্ণা এক নয় বিরক্ত হয়ে যান দর্শকরাও। বিশেষ করে সৃজনের মা আর জেঠুকে দেখে রাগে গা জ্বলে যাচ্ছে দর্শকদের। বিয়ে করে নতুন বৌ পর্ণা দত্ত বাড়িতে পা রাখতে না রাখতেই তার প্রতি শাশুড়ির আচরণ দেখে এমনিতেই পছন্দ নয় দর্শকদের। যদিও দর্শকদের একটা বড় অংশের দাবিএটাই বাস্তব। কারণ এখনও অনেকের ঘরে ঘরে রোজকার এই অশান্তিটাই দেখা যায়।
দর্শকদের একাংশের কথায় সেই বাস্তব জীবনের আয়নাই হয়ে উঠেছে এই সিরিয়াল। তাই একেবারে নতুন এই সিরিয়াল নিয়ে শুরুতেই দর্শকমহলে দেখা গিয়েছে মিশ্র প্রতিক্রিয়া। ধারাবাহিকে নায়ক সৃজনের (Srijan) চরিত্রে অভিনয় করছেন জনপ্রিয় টেলি অভিনেতা রুবেল দাস (Rubel Das) আর নায়িকা পর্ণার (Parna) চরিত্রে অভিনয় করছেন পর্দার জবা অভিনেত্রী পল্লবী শর্মা (Pallabi Sharma)।

তবে এই সিরিয়ালের যারা নিয়মিত দর্শক তারা সকলেই জানেন সৃজনের বাড়ির লোকজন পুরনো ধ্যান-ধারণার অধিকারী হলেও পর্ণার বাড়ির লোকজন তুলনামূলক ভাবে অনেক বেশি হাসিখুশি খোলামেলা মনের মানুষজন। সিরিয়ালে ইতিমধ্যেই মায়ের অনেক কড়া কড়া নিয়ম মেনে অনেক কষ্ট করে তবেই পর্ণার সাথে তার বাপের আসার অনুমতি পেয়েছে সৃজন।অন্যদিকে শশুরবাড়ি এসে শশুড়, শাশুড়ি, শালাবাবু সহ ভাই বোন এবং অবশ্যই স্ত্রী পর্ণার সাথে নাচে গানে একেবারে মেতে উঠেছিল সৃজন।
সেই পর্বের একটি ছোট ভিডিও ক্লিপিংস শেয়ার করা হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সেখানে দেখা যাচ্ছে সৃজন একবার বৌয়ের হাত ধরে তো একবার শাশুড়ির হাত ধরে নাচে-গানে মেতে উঠেছে। আর বাড়ির খোলা দরজা দিয়ে তা দেখে চোখ একেবারে ছানাবড়া হয়ে গিয়েছে সৃজনের মায়ের। শশুরবাড়ি এসে ছেলের এই কান্ডকারখানা দেখে তিনি ‘বাবু’ বলে ডাক দিতেই একেবারে চমকে ওঠে সৃজনসহ উপস্থিত সকলেই। এই ভিডিও দেখেই সৃজনের মাকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে ব্যাপক ট্রোলিং।














