বিনোদনভিডিওসিরিয়াল

আমাকে কি মেরে ফেরতে চাও! পর্দার মতোই বাস্তবেও কি শ্বেতাকে ভুল বুঝল ‘সৃজন’ রুবেল?

বাংলা টেলি দুনিয়ার সেলিব্রেটি জুটি গুলির মধ্যে এই মুহূর্তে  জনপ্রিয় ‘পাওয়ার কাপল’ হলেন রুবেল দাস এবং শ্বেতা  ভট্টাচার্য (Rubel Das & Sweta Bhattacharya)। এক সময় যমুনা ঢাকি সিরিয়ালে অভিনয়ের সূত্রেই তাঁদের  পর্দার প্রেম গড়িয়েছিল  বাস্তবে। প্রথমে সম্পর্কটা সবার আড়ালে রাখলেও এখন কোনো লুকোচুরি ছাড়াই খুল্লাম  খুল্লাই  প্রেম করছেন তাঁরা। তবে এই মুহূর্তে রুবেল সাথে শ্বেতা একসাথে কোন সিরিয়াল করছেন না।

কিছুদিন আগেই টেলিভিশনের পর্দায় শেষ হয়েছে শ্বেতার মেগা সিরিয়াল ‘সোহাগ জল’। এই ধারাবাহিকে দর্শক তাঁকে জুঁই চরিত্রে অভিনয় করতে দেখেছেন। অন্যদিকে রুবেলকে বর্তমানে দেখা যাচ্ছে জি বাংলার জনপ্রিয় মেগা সিরিয়াল ‘নিম ফুলের মধু’তে সৃজন চরিত্রে। সদ্য অর্থ্যাৎ ৫ সেপ্টেম্বর গিয়েছে রুবেলের জন্মদিন। জন্মদিনে তাঁকে সারপ্রাইজ দিয়ে ভালোবাসায় ভরিয়ে দিয়েছিলেন প্রেমিকা শ্বেতা ভট্টাচার্য।

বাংলা সিরিয়াল,Bengali Serial,জি বাংলা,Zee Bangla,সৃজন,Srijan,রুবেল দাস,Rubel Das,শ্বেতা ভট্টাচার্য,Sweta Bhattcharya,যমুনা ঢাকি,Jamuna Dhaki,ভাইরাল ভিডিও,Viral Video

সঙ্গে হাজির ছিলেন রুবেলের গোটা পরিবার সহ শ্বেতার মা-বাবাও। এত সুন্দর একটা জন্মদিন কাটিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন রুবেল নিজেও। সেকথা জানিয়েই সোশ্যাল মিডিয়ায় শ্বেতার  উদ্দেশ্যে রুবেল লিখেছিলেন এক আবেগপ্রবণ বার্তা। কিন্তু জন্মদিন মিটতেই ৩৬০ ডিগ্রি ঘুরে গেল তাঁদের সম্পর্কের সমীকরণ! আচমকাই শ্বেতার  কাছে রুবেলের প্রশ্ন তাকে মেরে ফেলতে চান কি না?

এমনটা শুনে সবাই নিশ্চয়ই ভাবছেন টেলিপাড়ার এই লাভ বার্ডসদের মধ্যে আবার হঠাৎ কি হল? তবে চিন্তার কোন কারণ নেই। আসলে এটা ছিল রুবেলের প্রশংসা। এদিন ইনস্টাগ্রামে একটি ট্রেন্ডিং গানের রিল ভিডিও শেয়ার করেছেন শ্বেতা।  সেখানে সিঁথি ভর্তি সিঁদুর আর সোনার গয়নায় শ্বেতার অপরূপ রূপ দেখে মুগ্ধ হয়ে গিয়ে রুবেল লিখেছেন ‘মার হি ডালোগি কেয়া?’ যার বাংলা করলে দাঁড়ায় ‘আমাকে কি মেরেই ফেলবে?’

প্রিয় অভিনেত্রীর কিউটনেস দেখে ফিদা তাঁর অসংখ্য অনুরাগীরাও। তাই কেউ লিখেছেন ‘আহা কী সুন্দর’। তো কেউ আবার জানতে চেয়েছেন, এটা অভিনেত্রীর নতুন কোনও সিরিয়ালের লুক কিনা। উল্লেখ্য কিছুদিন আগেই শ্বেতা জানিয়েছিলেন   এই মুহূর্তে তিনি কোনও ধারাবাহিকের কাজ করতে চাইছেন না। তাই শ্বেতা ভক্তদের অপেক্ষা করতে হবে আরও কিছুদিন।

Back to top button