বলিউড মানেই স্টার কিডদের রমরমা। গতবছর থেকেই কানাঘুষো শোনা যাচ্ছে খুব শিগগিরই বিটাউনে পা রাখেতে চলেছেন একঝাঁক তারকা সন্তান। তালিকাটা বেশ লম্বা। এই তালিকায় একদিকে রয়েছেন শাহরুখ-কন্যা সুহানা, শ্রীদেবী-কন্যা খুশি কাপুর এবং অমিতাভ বচ্চনের নাতি অগস্ত্য নন্দা। শ্রীদেবীর বড় মেয়ে জাহ্নবী ইতিমধ্যেই পা রেখেছেন বলিউডে।
অল্প কয়েকদিনের অভিনয় জীবনেই ইন্ডাস্ট্রি অত্যন্ত পরিচিত মুখ হয়ে উঠেছেন তিনি। সূত্রের খবর এবার আর কানাঘুষো নয় এই খবরে পাকাপাকিভাবে শিলমোহর দিয়েছেন স্বয়ং শ্রীদেবীর স্বামী বনি কাপুর। উল্লেখ্য আজ থেকে ৪ বছর আগেই ২০১৮ সালে ‘ধড়ক’ সিনেমার হাত ধরেই বলিউডে হাতেখড়ি হয়েছিল শ্রীদেবীর বড় মেয়ে জাহ্নবীর।
মেয়ের প্রথম সিনেমা দেখে যেতে পারেননি বলিউডের চাঁদনি। এবার মা আর দিদির দেখানো পথেই হাটছেন খুশি। শোনা যাচ্ছে বলিউডের খ্যাতনামা পরিচালক জোয়া আখতারের হাত ধরেই বলিউডে এন্ট্রি নেবেন শ্রীদেবীর ছোট মেয়ে। এতদিন এ প্রসঙ্গে মুখ না খুললেও সম্প্রতি সংবাদমাধ্যমে এই খবরে শিলমোহর দিয়েছেন তার বাবা স্বয়ং বনি কাপুর।
জানা যাচ্ছে চলতি বছরের আগামী এপ্রিল মাস থেকেই শুরু হয়ে যাবে এই ছবির শ্যুটিং। এ প্রসঙ্গে এক সাক্ষাৎকারে বনি বলেছেন, ‘ খুশি অভিনেত্রী হিসেবে বলিউডে যাত্রা শুরু করবে। ব্যাস! এখনই এর থেকে বেশি কিছু বলতে পারব না আমি।’ তবে তাঁর প্রযোজিত কোনও ছবিতে যে তাঁর মেয়ের অভিষেক হচ্ছে না, সেকথা আগেই জানিয়েছিলেন বনি।
সূত্রের খবর বিখ্যাত কমিকস আর্চির সিনেমাটিক ভার্সন বানাতে চলেছেন জোয়া আখতার। ভারতের প্রেক্ষাপটে আর্চি বেটি ও ভেরোনিকার কাহিনী অবলম্বনে তৈরি এই সিনেমায় দেখা যাবে্ শ্রীদেবী-কন্যা খুশি কাপুরকে। এখানেই শেষ নয় বিটাউনে জোর গুঞ্জন, প্রধান ভূমিকায় নাকি দেখা যেতে পারে শাহরুখ-কন্যা সুহানা, এবং অমিতাভ বচ্চনের নাতি অগস্ত্য নন্দা-কেও!