• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

শ্রীদেবী থেকে ঐশর্য, বলিউডে হুবহু একই দেখতে এই ৭ সুন্দরীদের লুকলাইককে

হুবহু একই দেখতে মানুষ যে পৃথিবীতে আছে একথার প্রমাণ মিলেছে আগেও। বলা হয় পৃথিবীর নানা প্রান্তে একই রকম দেখতে মানুষ রয়েছে ছড়িয়ে ছিটিয়ে। ব্যতিক্রম নন বলিউডের  সেলিব্রেটি অভিনেত্রীরাও। শ্রীদেবী থেকে শুরু করে ঐশ্বর্য রায় সোনাক্ষি সিনহা থেকে ক্যাটরিনা কাইফ এমনকি তালিকায় রয়েছে মাধুরী দীক্ষিতও। সব মিলিয়ে বলিউড সেলিব্রিটিদের হামসাকালের তালিকাটা কিন্তু বেশ লম্বা। তাদের মধ্যে আবার  এমন অনেক অভিনেত্রী রয়েছেন যারা সময়ের সাথে সাথে হারিয়ে গিয়েছেন ইন্ডাস্ট্রি থেকে। আজ বং ট্রেন্ডের  পাতায় থাকছে বলিউডের  এমনই পাঁচ জন সেলিব্রেটি অভিনেত্রীদের তালিকা।

১) শ্রীদেবী এবং দিব্যা ভারতী (Shreedevi & Divya Bharti)

   

শ্রীদেবী,Shreedevi,দিব্যা ভারতী,Divya Bharti,জিনাত আমান,Zeenat Aman,পারভিন ববি,Parveen Babi,টুইংকেল খান্না,Twinkle Khanna,রবীনা ট্যান্ডন,Ravena Tandon,ক্যাটরিনা কাইফ,Katrina Kaif,জারিন খান,Zareen Khan,ঐশ্বর্য রাই,Aishwariya Rai,স্নেহা উল্লাল,Sneha Ullal,সোনাক্ষি সিনহা,Sonakshi Sinha,রিনা রায়,Reena Roy,মাধুরি দীক্ষিত,Madhuri Dixit,ফারহিন,Farheen

এই তালিকায় প্রথমেই রয়েছেন শ্রীদেবী এবং দিব্যা ভারতী যাদের দেখে অনেকেই গুলিয়ে ফেলেন ফেলতেন কে শ্রীদেবী কি শ্রীদেবী দিব্যা ভারতী। যে তাদের দেখে অনেক সময় গুলিয়ে ফেলেন অনেকেই প্রসঙ্গত ১৯ ৭৯ সালে চলবা সাবান সিনেমার হাত ধরে প্রথম বলিউডে পা রেখেছিলেন শ্রীদেবী শিশু শিল্পী শ্রীদেবী দিব্যা ভারতী ১৯৯২ সালে বিশ্ব আত্মা ছবির মধ্যে দিয়ে শুরু করেছিলেন অভিনয় আর অদ্ভুতভাবে মুখের মিল ছাড়া একটা অদ্ভুত বিষয় হলো এই অভিনেত্রী আজ প্রয়াত

২) পারভিন ববি এবং জিনাত আমান (Parveen Babi & Zeenat Aman)

শ্রীদেবী,Shreedevi,দিব্যা ভারতী,Divya Bharti,জিনাত আমান,Zeenat Aman,পারভিন ববি,Parveen Babi,টুইংকেল খান্না,Twinkle Khanna,রবীনা ট্যান্ডন,Ravena Tandon,ক্যাটরিনা কাইফ,Katrina Kaif,জারিন খান,Zareen Khan,ঐশ্বর্য রাই,Aishwariya Rai,স্নেহা উল্লাল,Sneha Ullal,সোনাক্ষি সিনহা,Sonakshi Sinha,রিনা রায়,Reena Roy,মাধুরি দীক্ষিত,Madhuri Dixit,ফারহিন,Farheen

হুবহু একই রকম দেখতে বলিউড অভিনেত্রীদের এই তালিকায় রয়েছেন সত্তরের দশকের দুই জনপ্রিয় অভিনেত্রী জিনাত আমান এবং পারভিন ববি। একথা স্বীকার করবেন যে কেউ। এই দুই অভিনেত্রী পর্দায় একসাথে আসলে হামেশাই গুলিয়ে যেত তাদের আসল পরিচয়। তাদের মুখের এই মিল দেখে রীতিমতো ধন্দে পড়ে যেতে অনেক সাধারণ মানুষ থেকে শুরু করে সেলিব্রেটি সকলে। পারভিন ববি ১৯৭৩ সালে ‘চরিত্র’ সিনেমা দিয়ে পা রেখেছিলেন বলিউডে।  অন্যদিকে জিনাত আমান-এর বলিউড কেরিয়ার শুরু হয়েছিল সত্তরের দশকে ‘দ্যা ইভিল উইথ ইন’ সিনেমা দিয়ে।

৩) ঐশ্বর্য রাই এবং স্নেহা উল্লাল (Aishwariya Rai & Sneha Ullal)

শ্রীদেবী,Shreedevi,দিব্যা ভারতী,Divya Bharti,জিনাত আমান,Zeenat Aman,পারভিন ববি,Parveen Babi,টুইংকেল খান্না,Twinkle Khanna,রবীনা ট্যান্ডন,Ravena Tandon,ক্যাটরিনা কাইফ,Katrina Kaif,জারিন খান,Zareen Khan,ঐশ্বর্য রাই,Aishwariya Rai,স্নেহা উল্লাল,Sneha Ullal,সোনাক্ষি সিনহা,Sonakshi Sinha,রিনা রায়,Reena Roy,মাধুরি দীক্ষিত,Madhuri Dixit,ফারহিন,Farheen

এই তালিকায় রয়েছেন বলিউড অভিনেত্রী ঐশ্বর্য রাই এবং স্নেহা উল্লাল।  আসলে যখন বলিউডের ভাইজান সালমান খানের সাথে ঐশ্বর্যের ব্রেকআপ হয়েছিল তখনই ‘লাকি নো টাইম ফর লাভ’ ছবিতে হুবহু ঐশ্বর্য রায়ের মতোই দেখতে অভিনেত্রী স্নেহা উল্লালকে লঞ্চ করেছিলেন সালমান। যদিও একটা ছবি করার পরেই ইন্ডাস্ট্রি থেকে হঠাৎ করে উধাও হয়ে গিয়েছেন স্নেহা।

৪) টুইংকেল খান্না এবং রবীনা ট্যান্ডন (Twinkle Khanna & Ravena Tandon)

শ্রীদেবী,Shreedevi,দিব্যা ভারতী,Divya Bharti,জিনাত আমান,Zeenat Aman,পারভিন ববি,Parveen Babi,টুইংকেল খান্না,Twinkle Khanna,রবীনা ট্যান্ডন,Ravena Tandon,ক্যাটরিনা কাইফ,Katrina Kaif,জারিন খান,Zareen Khan,ঐশ্বর্য রাই,Aishwariya Rai,স্নেহা উল্লাল,Sneha Ullal,সোনাক্ষি সিনহা,Sonakshi Sinha,রিনা রায়,Reena Roy,মাধুরি দীক্ষিত,Madhuri Dixit,ফারহিন,Farheen

এই তালিকায় রয়েছেন আশির দশকের জনপ্রিয় অভিনেত্রী টুইংকেল খান্না এবং রবীনা ট্যান্ডন।  রাজেশ খান্নার মেয়ের সাথে রবীনা ট্যান্ডনের মুখের এত মিল দেখে একসময় বোকা বনে যেতেন যে কেউ।

৫) ক্যাটরিনা কাইফ এবং জারিন খান (Katrina Kaif & Zareen Khan)

শ্রীদেবী,Shreedevi,দিব্যা ভারতী,Divya Bharti,জিনাত আমান,Zeenat Aman,পারভিন ববি,Parveen Babi,টুইংকেল খান্না,Twinkle Khanna,রবীনা ট্যান্ডন,Ravena Tandon,ক্যাটরিনা কাইফ,Katrina Kaif,জারিন খান,Zareen Khan,ঐশ্বর্য রাই,Aishwariya Rai,স্নেহা উল্লাল,Sneha Ullal,সোনাক্ষি সিনহা,Sonakshi Sinha,রিনা রায়,Reena Roy,মাধুরি দীক্ষিত,Madhuri Dixit,ফারহিন,Farheen

এই তালিকায় রয়েছেন বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ এবং জারিন খানও।  ২০০৩ সালে বুম সিনেমা দিয়ে বলিউডে আত্মপ্রকাশ হয়েছিল বিদেশি সুন্দরী ক্যাটরিনা কাইফ। পরবতীতে সালমান তার সুপারহিট সিনেমা বীর -এর মাধ্যমে লঞ্চ করেছিলেন জারিন খানকে। প্রসঙ্গত  জারিন কিন্তু ক্যাটরিনার লুক লাইক হলেও অল্পদিনেই ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিলেন ইন্ডাস্ট্রিতে।

৬) সোনাক্ষি সিনহা এবং রিনা রায় (Sonakshi Sinha & Reena Roy)

শ্রীদেবী,Shreedevi,দিব্যা ভারতী,Divya Bharti,জিনাত আমান,Zeenat Aman,পারভিন ববি,Parveen Babi,টুইংকেল খান্না,Twinkle Khanna,রবীনা ট্যান্ডন,Ravena Tandon,ক্যাটরিনা কাইফ,Katrina Kaif,জারিন খান,Zareen Khan,ঐশ্বর্য রাই,Aishwariya Rai,স্নেহা উল্লাল,Sneha Ullal,সোনাক্ষি সিনহা,Sonakshi Sinha,রিনা রায়,Reena Roy,মাধুরি দীক্ষিত,Madhuri Dixit,ফারহিন,Farheen

এই তালিকায় রয়েছেন বলিউড অভিনেত্রী সোনাক্ষি সিনহা এবং অভিনেত্রী রিনা রায়। মিডিয়া রিপোর্ট  অনুযায়ী খবর রিনা রায় হলেন সোনাক্ষির বাবা শত্রুঘ্ন সিনহার প্রাক্তন। একসময় তাদের ৭ বছরের সম্পর্ক ছিল। সেই থেকেই জল্পনা তৈরী হয় এই রিনাই হলেন সোনাক্ষির আসল মা।

৭) মাধুরি দীক্ষিত এবং ফারহিন (Madhuri Dixit & Farheen)

শ্রীদেবী,Shreedevi,দিব্যা ভারতী,Divya Bharti,জিনাত আমান,Zeenat Aman,পারভিন ববি,Parveen Babi,টুইংকেল খান্না,Twinkle Khanna,রবীনা ট্যান্ডন,Ravena Tandon,ক্যাটরিনা কাইফ,Katrina Kaif,জারিন খান,Zareen Khan,ঐশ্বর্য রাই,Aishwariya Rai,স্নেহা উল্লাল,Sneha Ullal,সোনাক্ষি সিনহা,Sonakshi Sinha,রিনা রায়,Reena Roy,মাধুরি দীক্ষিত,Madhuri Dixit,ফারহিন,Farheen

বলিউড অভিনেত্রীদের এই তালিকায় রয়েছেন মাধুরি দীক্ষিত এবং ফারহিনও। তাদের একসাথে দেখে অনেকেই চিনতে পারেন না। যদি অনেকদিন আগেই বিয়ে করে বলিউড থেকে আলাদা হয়ে গিয়েছেন ফারহিন। অপরদিকে এই বয়সে এখনো বলিউডের নতুন  অভিনেত্রীদেরও  টেক্কা দেওয়ার ক্ষমতা রাখেন মাধুরি দীক্ষিত।