বাংলা টেলিভিশন (Television) দুনিয়ার অত্যন্ত পরিচিত মুখ হলেন শ্রেয়া ভট্টাচার্য (Sreya Bhattacharya), রোশনি ভট্টাচার্য (Roshni Bhattacharya) এবং শ্বেতা মিশ্র (Sweta Mishra)। দর্শকমহলে এই তিন অভিনেত্রীর (Actress) পরিচিতি অবশ্য টিকলি, রোহিণী এবং ময়ূরী হিসেবেই বেশি। শ্রেয়া এই মুহূর্তে স্টার জলসার ‘মেয়েবেলা’ ধারাবাহিকে অভিনয় করছেন। নায়ক ডোডোর খুড়তুতো বোনের চরিত্রে দেখা যাচ্ছে তাঁকে। পার্শ্বচরিত্রে হলেও আলাদাভাবে নজর কেড়েছেন শ্রেয়া।
‘মেয়েবেলা’ ধারাবাহিকটি যারা দেখেন তাঁরা জানেন, টিকলি একজন স্বাধীনচেতা মেয়ে। তবে তাঁর জীবনে রয়েছে একটি অন্ধকার অধ্যায়। মাত্র ৭ বছর বয়সে নিজের বড় পিসেমশাইয়ের হাতে হেনস্থার শিকার হয়েছিল সে। অতীতের সেই ঘটনা মনে পড়লেই একেবারে গুটিয়ে যায় সে। একইসঙ্গে টিকলি চরিত্রের নানান শেড খুব সুন্দরভাবে পর্দায় ফুটিয়ে তুলছেন শ্রেয়া।
অপরদিকে রোশনিকে দেখা যাচ্ছে স্টার জলসারই ‘গোধূলি আলাপ’ সিরিয়ালে। সেখানে খলনায়িকা রোহিণীর চরিত্রে অভিনয় করছেন তিনি। যদিও এই প্রথম নয়, এর আগেও একাধিক জনপ্রিয় সিরিয়ালে তাঁকে দেখেছেন দর্শকরা। রোশনির মতো শ্বেতাকেও এই মুহূর্তে খলচরিত্রেই দেখা যাচ্ছে।
স্টার জলসার ‘ধুলোকণা’ ধারাবাহিকে চড়ুইয়ের ভূমিকায় অভিনয় করে জনপ্রিয়তা আদায় করার পর এখন জি বাংলার ‘ইচ্ছে পুতুল’এ খলনায়িকা ময়ূরীর ভূমিকায় অভিনয় করছেন শ্বেতা। এবার বাংলার টেলি দুনিয়ার এই তিন অভিনেত্রীই একসঙ্গে পা রাখলেন বলিউডে (Bollywood)। ইতিমধ্যেই প্রকাশ্যে এসে গিয়েছে সেই ছবির ট্রেলার।
শ্রেয়া-শ্বেতা এবং রোশনিকে দেখা যাবে বলিউডের নামী নায়িকা রাধিকা আপ্তে (Radhika Apte) অভিনীত ‘মিসেস আন্ডারকভার’ (Mrs Undercover) ছবিটিতে। জি৫ অরিজিনালসের সিনেমা এটি। থ্রিলার ঘরানার এই সিনেমায় রাধিকার সঙ্গে স্ক্রিন শেয়ার করতে দেখা যাবে বাংলার তিন প্রতিভাবান মেয়েকে।
‘মিসেস আন্ডারকভার’এ একজন বাংলাদেশি মেয়ের ভূমিকায় দেখা যাবে শ্বেতাকে। অপরদিকে শ্রেয়াকে দেখা যাবে রাধিকার সহযোগী হিসেবে। রোশনিকে অবশ্য সাধারণ মেয়ের চরিত্রেই দেখা যাবে। যদিও শুধুমাত্র শ্রেয়া-শ্বেতা-রোশনিই নয়, রাধিকার এই ছবিতে বাংলার আরও বহু কলাকুশলী অভিনয় করেছেন। লাবনী সরকার, রাজেশ শর্মা, বিশ্বজিৎ চট্টোপাধ্যায়, সাহেব চট্টোপাধ্যায়ের মতো টলিউডের নামী তারকাদের দেখা যাবে এই সিনেমায়।