• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

ব্যাগে কী বোম থাকবে, আমি নিজেই তো বোমা! ‘জুন আন্টি’র কথা শুনে হাসি থামছে না রচনার, রইল ভিডিও

Published on:

Sremoyee’s June Aunty AKA Ushasie Chakraborty on Didi No.1

বাংলা টেলিভিশনের অন্যতম জনপ্রিয় একটি শো হল ‘দিদি নম্বর ১’ (Didi No. 1)। রচনা বন্দ্যোপাধ্যায় সঞ্চালিত এই শোয়ের জনপ্রিয়তা দেখার মতো। বছরের পর বছর ধরে দর্শকদের আনন্দ দিয়ে আসছে এই শো’টি। নন ফিকশন ঘরানার এই শো’য়ে প্রত্যেকদিন ‘দিদি’রা এসে নিজেদের গল্প শোনান, নানান মজার খেলা খেলেন এবং সুন্দর সুন্দর উপহার বাড়ি নিয়ে যান। মাঝেমধ্যেই বিনোদন দুনিয়ার তারকাদেরও অতিথি হিসেবে আসতে দেখা যায় রচনার শো’য়ে।

তারকা ‘দিদি’ এবং সাধারণ ‘দিদি’দের নিয়ে তৈরি রচনার শোয়ের প্রত্যেকটি পর্ব দেখতেই দর্শকরা খুব ভালোবাসেন। আর সেই কারণেই দিন দিন বাড়ছে শোয়ের জনপ্রিয়তা। এবার যেমন এই জনপ্রিয় শো’য়ে খেলতে এসেছিলেন বাংলা টেলিভিশনের বেশ কিছু পরিচিত মুখেরা।

Didi No. 1

স্টার জলসায় সম্প্রচারিত একসময়ের জনপ্রিয় সিরিয়াল ‘শ্রীময়ী’র জুন আন্টি থেকে শুরু করে জি বাংলার ‘জগদ্ধাত্রী’ ধারাবাহিকের শকুন্তলা হয়ে ‘গাঁটছড়া’র পারমিতা প্রত্যেকে এসেছিলেন ‘দিদি নম্বর ১’এ খেলতে। ঊষসী চক্রবর্তী (Ushasie Chakraborty), কাঞ্চনা মৈত্রদের নিয়ে একেবারে জমজমাট ছিল সেই পর্ব।

পর্দায় হাড় জ্বালানো খলনায়িকার চরিত্রে অভিনয় করলেও ঊষসী, কাঞ্চনা প্রত্যেকেই খুব মজার। রচনার শোয়ে ল্যাটা মাছ ধরা-সহ নানান মজার খেলা খেলার সঙ্গেই নিজেদের জীবনের নানান অজানা কাহিনীও শেয়ার করেছেন বাংলা টেলিভিশনের জনপ্রিয় খলনায়িকারা। ‘জুন আন্টি’ও ব্যতিক্রম নন।

June Aunty Ushasie Chakraborty's funny video at Didi no 1

‘শ্রীময়ী’ অভিনেত্রী ঊষসী জানান, একবার নাকি সুইডেন বিমানবন্দরে তাঁকে ১৫ মিনিট মতো আটকে রাখা হয়েছিল। নিরাপত্তা কর্মী দের অভিযোগ ছিল, তাঁর ব্যাগে নাকি বিস্ফোরক পদার্থ আছে। একথা শুনে নাকি কপালে হাত দেওয়ার মতো অবস্থা হয়েছিল বঙ্গ তনয়ার। ঊষসীর কথা সম্পূর্ণ হওয়ার আগেই পাশ থেকে ঊষসীকে দেখিয়ে কাঞ্চনা বলে ওঠেন, ‘আমি নিজেই বিস্ফোরক পদার্থ, ব্যাগে কী থাকবে!’।

‘জগদ্ধাত্রী’র শকুন্তলার কথা শুনে জুন আন্টি হাসতে হাসতে বলেন, ‘এটাই আমারবলা উচিত ছিল আমি নিজের বিস্ফোরক পদার্থ’। প্রত্যুত্তরে ফের কাঞ্চনা ঊষসীকে ইঙ্গিত করে বলে ওঠেন, ‘আমি নিজেই তো বোমা’। দুই তারকার শুনে হা হা করে হাসতে থাকেন সঞ্চালিকা রচনা বন্দ্যোপাধ্যায়। ‘দিদি নম্বর ১’এ ঊষসী-কাঞ্চনার কথোপকথন দেখে হাসি থামছে না নেটিজেনদেরও।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥