• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

ভালোবাসার দিনেই সাতপাক ঘুরলেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী! রইল গায়ে হলুদ থেকে বিয়ের সব ছবি

Published on:

শ্রীতমা রায় চৌধুরী,বাংলা সিরিয়াল,টলিউশ,বিয়ে,রুকমা রায়,sreetama roy Chowdhury,wedding,rooqma roy

জীবনে আসলে ভালো আর মন্দ লুপে ঘুরতে থাকে৷ এই যেমন ২০২২ এর শুরু থেকে খারাপ খবরের যেমন অন্ত নেই তেমনই একেবারেই যে ভালো কিচ্ছু হচ্ছে না তাও কিন্তু নয়। ভালোবাসার মাসেই এবার সাত পাকে বাঁধা পড়লেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রীকে। গত কালকেই বিয়ের পিঁড়িতে চড়েছেন অভিনেত্রী।

তিনি সাত পাক ঘুরেছেন দীর্ঘদিনের প্রেমিক দীপাঞ্জন গঙ্গোপাধ্যায়ের সঙ্গে। দীপাঞ্জন পেশায় একজন নাবিক। শ্রীতমার স্বামী দীপাঞ্জন বিশ্ব সেরা নাবিকের পুরস্কারও জিতে নিয়েছেন।

শ্রীতমা রায় চৌধুরী,বাংলা সিরিয়াল,টলিউশ,বিয়ে,রুকমা রায়,sreetama roy Chowdhury,wedding,rooqma roy

গায়ে হলুদ থেকে বিয়ে পর্যন্ত চোখ ধাঁধানো সাজে ধরা দিয়েছেন টলিপাড়ার এই মিষ্টি অভিনেত্রী। বিয়ের দিন সকালে গায়ে হলুদ পর্বে তিনি সেজেছিলেন হলুদ লেহেঙ্গা আর কাস্টমাইজ ফুলের গয়নায়।

শ্রীতমা রায় চৌধুরী,বাংলা সিরিয়াল,টলিউশ,বিয়ে,রুকমা রায়,sreetama roy Chowdhury,wedding,rooqma roy

প্রাণের বন্ধু শ্রীতমার বিয়েতে এদিন সকাল থেকে উপস্থিত ছিলেন টলিপাড়ার আরও সব সুন্দরী অভিনেত্রীরা।

শ্রীতমা রায় চৌধুরী,বাংলা সিরিয়াল,টলিউশ,বিয়ে,রুকমা রায়,sreetama roy Chowdhury,wedding,rooqma roy

উপস্থিত ছিলেন ‘দেশের মাটির’ মাম্পি ওরফে রুকমা রায়, ছিলেন মন ফাগুনে ঋষির দিদি অর্থাৎ গীতশ্রী রায়, ছিলেন অভিনেত্রী মল্লিকা মজুমদারও৷ শ্রীতমার বিয়ের আগে ব্যাচেলারস’ পার্টিতেও সকলকে দেদার মজা মস্তি করতে দেখা যায়।

শ্রীতমা রায় চৌধুরী,বাংলা সিরিয়াল,টলিউশ,বিয়ে,রুকমা রায়,sreetama roy Chowdhury,wedding,rooqma roy

গায়ে হলুদে চোখে সানগ্লাস পরে, লেহেঙ্গা দুলিয়ে বন্ধুদের সাথে দেদার নেচেছেন নতুন কনে শ্রীতমা৷ এই মুহুর্তে ‘দেবী’ ধারাবাহিকে অভিনয় করছেন শ্রীতমা তার আগে রিমলিতেও দেখা গিয়েছিল তাকে।

শ্রীতমা রায় চৌধুরী,বাংলা সিরিয়াল,টলিউশ,বিয়ে,রুকমা রায়,sreetama roy Chowdhury,wedding,rooqma roy

বিয়ের দিন রাতে শ্রীতমা বেছেছিলেন গোলাপি বেনারসি। সোনার গয়নার বদলে তিনি সেজেছেন ঠাঁসা কুন্দন এবং মুক্তোর গয়নায়। বিয়ের পর নিজের সিঁদূর রাঙা মুখের ছবিও শেয়ার করেছেন অভিনেত্রী। তার বিয়ের ছবি এই মুহুর্তে তুমুল ভাইরাল নেটদুনিয়ায়।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥