• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

ধাক্কা না খেলে মানুষ শেখে না! খারাপ সময় পেরিয়েই অভিনেত্রী হতে পেরেছি, সাক্ষাৎকারে অকপট শ্রীতমা

বাংলা সিরিয়ালের (Bengali Serial) জনপ্রিয় অভিনেত্রী হলেন শ্রীতমা ভট্টাচার্য (Sritama Bhattacharya )। যদিও আজও ছোট পর্দার দর্শকদের কাছে ঝিলিক নামে বেশি পরিচিত তিনি। স্টার জলসার কালজয়ী সিরিয়াল ‘তোমায় ছাড়া ঘুম আসেনা মা’ সিরিয়ালে ঝিলিকের বড় বেলার চরিত্রে অভিনয় করেছিলেন শ্রীতমা। সেই থেকে দর্শকমহলে আজও সিরিয়াল শেষ হয়ে যাওয়ার এতদিন পরেও ঝিলিক (Jhilik) নামে পরিচিত অভিনেত্রী।

দীর্ঘদিনের অভিনয় জীবনে আজ পর্যন্ত পজিটিভ থেকে শুরু করে নেগেটিভ উভয় চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছে তাঁকে। একজন ভার্সাটাইল  অভিনেত্রীর মতোই শ্রীতমা অভিনয় করেছেন ভিন্ন স্বাদের একাধিক চরিত্রে। এই যেমন কিছুদিন আগেই জি বাংলার পর্দায় শেষ হয়েছে শ্রীতমা অভিনীত জনপ্রিয় ধারাবাহিক ‘লালকুঠি’।

   

বাংলা সিরিয়াল,Bengali Serial,শ্রীতমা ভট্টাচার্য,Sritama Bhattacharya,সোহাগ জল,Sohag Jol,অঙ্কিতা,Ankita,অভিজ্ঞতা,Experience,অজানা কথা,Unknown Fact

এই সিরিয়াল শেষ হতে না হতেই অভিনেত্রী সুযোগ পেয়ে গিয়েছেন জি বাংলার নতুন সিরিয়াল ‘সোহাগ জল’-এ।  এই সিরিয়ালে অঙ্কিতা চরিত্রে অভিনয় করছেন শ্রীতমা। অভিনেত্রীর কথায় এই চরিত্রটি তার খুবই পছন্দের একটি চরিত্র। পর্দার মিষ্টি মিশুকে অঙ্কিতার সাথে বাস্তব জীবনেও বেশ কিছুটা মিল রয়েছে শ্রীতমার নিজের। সম্প্রতি ইউটিউব চ্যানেল ‘টলি টাইম’ এর সাথে একান্ত সাক্ষাৎকারে হাজির হয়েছিলেন অভিনেত্রী।

সেখানে তিনি জানিয়েছেন পর্দার অঙ্কিতা যেমন সারাক্ষণ হৈ হৈ করে সবার সাথে মিলেমিশে থাকতে ভালোবাসে বাস্তব জীবনে শ্রীতমারও ঠিক তেমনি বাড়িতে মানুষ জন আসা থেকে শুরু করে সবার সাথে কথা বলে মিলেমিশে থাকতে ভালোবাসেন তিনিও। প্রসংঙ্গত দীর্ঘদিনের অভিনয় জীবনের সকলের মতোই ভালো খারাপ নানা অভিজ্ঞতার মধ্য দিয়ে গিয়েছেন শ্রীতমা। তবে নিজের সম্পর্কে কোন খারাপ কথা শুনলে বরাবরই সেটা মজার ছলেই নিয়ে থাকেন অভিনেত্রী।

বাংলা সিরিয়াল,Bengali Serial,শ্রীতমা ভট্টাচার্য,Sritama Bhattacharya,সোহাগ জল,Sohag Jol,অঙ্কিতা,Ankita,অভিজ্ঞতা,Experience,অজানা কথা,Unknown Fact

এছাড়া তিনি মনে করেন তার সম্পর্কে সবাই অনেক খারাপ কথা বললেও তিনি সেসব কথা গায়ে মাখেন না। কারণ তিনি জানেন তিনি তার নিজের মানুষগুলোর কাছে সঠিক। আর এটাই তার কাছে যথেষ্ট। তাছাড়া অভিনেত্রী মনে করেন ‘ধাক্কা না খেলে মানুষ শিখতে পারে না’। কারোর বিরুদ্ধে কোন অভিযোগ না করেই নিজের মনের সব পাওয়া না পাওয়ার কথাগুলো গুছিয়ে বলতে দেখে অভিনেত্রীর প্রশংসায় পঞ্চমুখ তাঁর  অনুরাগীরা।

প্রসঙ্গত একটা সময় মুখ্য চরিত্রের অভিনয় করতে দেখা যেত শ্রীতমাকে তবে এখন বেশিরভাগ সময় বিভিন্ন ধরনের পার্শ্বর চরিত্রে অভিনয় করেন তিনি। তবে নায়িকা না হতে পেরে কোন আফসোস নেই তাঁর। কারণ তিনি অভিনেত্রী হতে চেয়েছিলেন তাই অভিনয় করাটাই তার কাছে আসল। তবে সেইসাথে এদিন শ্রীতমা স্পষ্ট জানিয়েছেন তিনি যদি কোন সুযোগ পান তবে অবশ্যই নায়িকা চরিত্রে অভিনয় করবেন।

এছাড়া এদিন সিরিয়ালের নায়িকা হওয়ার প্রসঙ্গে শ্রীতমা জানান এখনকার দিনের বেশিরভাগ নায়িকাই ভীষণ ফিগার কনসাস। কিন্তু তিনি নিজে ভীষণ খেতে ভালোবাসেন। তাই তথাকথিত নায়িকাদের মত ফিনফিনে ফিগার না হলেও নতুন বছরে অভিনেত্রীর রেজলিউশন  এখনকার গোলুমোলু চেহারা থেকে একটু হলেও রোগা হবেন তিনি।

site