• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

শ্রীময়ীতে গা জ্বালানো অভিনয়! এবার স্টার জলসায় বৌমার হাড় জ্বলাতে ফিরছে জুন আন্টির ‘মাসিইইই’

Published on:

Sreemoyee's mother in law chitra sen coming in meyebela serial

বাংলা টেলিভিশনে সম্প্রচারিত অত্যন্ত জনপ্রিয় একটি ধারাবাহিক (Bengali Mega Serial) ছিল ‘শ্রীময়ী’ (Sreemoyee)। ইন্দ্রাণী হালদার, সপ্তর্ষি মৌলিক, ঊষসী চক্রবর্তী অভিনীত এই ধারাবাহিকটির জনপ্রিয়তা ছিল দেখার মতো। এই ধারাবাহিকেই ‘শ্রীময়ী’র শাশুড়ির  চরিত্রে অভিনয় করে নজর কেড়েছিলেন বর্ষীয়ান অভিনেত্রী চিত্রা সেন (Chitra Sen)।

সারাক্ষণ শ্রীময়ীর পিছনে লাগা এবং তাঁকে অপমান করাই ছিল তাঁর শাশুড়ির একমাত্র কাজ। শ্রীময়ীর শাশুড়ি পত্রলেখার চরিত্রে অভিনয় করে দর্শকদের ভালোই মাথা গরম করিয়েছেন তিনি। এবার নতুন বছরে ফের নতুন রূপে পর্দায় ফিরতে চলেছেন চিত্রাদেবী।

Sreemoyee's mother in law

শ্রীময়ীর শাশুড়ি এবং জুন আন্টির মাসি বিনোদন দুনিয়ার পরিচিত মুখ। জাঁদরেল শাশুড়ি হোক বা স্নেহময়ী ঠাকুমা-দিদিমা, সব চরিত্রেই নজর কেড়েছেন তিনি। তবে ‘শ্রীময়ী’ ধারাবাহিকে জাঁদরেল শাশুড়ির ভূমিকাতেই তাঁকে দেখেছেন দর্শকরা।

এবার ‘শ্রীময়ী’র পর ফের একবার নতুনরূপে পর্দায় ফিরতে চলেছেন চিত্রাদেবী। কয়েকদিন পর থেকে স্টার জলসায় শুরু হচ্ছে নতুন সিরিয়াল ‘মেয়েবেলা’ (Meyebela)। সেখানেই রূপা গাঙ্গুলীর শাশুড়ির চরিত্রে দেখা যাবে তাঁকে। ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে সেই ধারাবাহিকের ঝলক। সেখানেই কয়েক সেকেন্ডের জন্য দেখা গিয়েছে জুন আন্টির মাসিকে।

Sreemoyee's mother in law

মেয়েরা কি সত্যিই মেয়েদের শত্রু? চিরাচরিত এই ধারণাকে কেন্দ্র করেই শুরু হচ্ছে ‘মেয়েবেলা’। এই সিরিয়ালে রূপা গাঙ্গুলীর ছেলের বৌয়ের চরিত্রে দেখা যাবে ‘খেলাঘর’ ধারাবাহিক খ্যাত স্বীকৃতি মজুমদারকে। অপরদিকে রূপার শাশুড়ির চরিত্রে দেখা যাবে চিত্রাদেবীকে। ‘মেয়েবেলা’র প্রোমোয় তাঁর সংলাপ শুনে মনে হয়েছে, ‘শ্রীময়ী’র মতো এখানেও বৌমার হাড় জ্বালাতেই দেখা যাবে তাঁকে।

Chitra Sen in Meyebela

স্টার জলসার নতুন ধারাবাহিকের প্রোমোয় দেখানো হয়েছে, অসুস্থ মা এবং বাড়ির সকলের দায়িত্ব বৌয়ের কাঁধে ছেড়ে ঘুরতে যাচ্ছেন রূপার স্বামী। তা দেখে সে যাওয়ার কথা বললে স্বামী বলে, বাড়িতে অসুস্থ মা’কে ফেলে যাওয়ার কথা বলতে লজ্জা করছে না? ছেলে-বৌমার অশান্তি দেখে চিত্রাদেবী বলে ওঠেন, সারা জীবন শুধু অভিযোগ করে গেলে স্বামীর মন পাওয়া যায় না। প্রসঙ্গত, ‘শ্রীময়ী’র থেকে একেবারে ভিন্ন লুকে ‘মেয়েবেলা’য় দেখা যাচ্ছে বর্ষীয়ান অভিনেত্রীকে। কিন্তু তাঁর অভিনীত চরিত্রের ধরণ যে এক থাকছে তা বেশ আন্দাজ করতে পারছে দর্শকরা।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥