• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

শ্রীময়ীর জন্য ভালোবাসা বাড়ছে অনিন্দ্যের, জুনের মিথ্যে নাটকে ঘুরল গল্পের মোড়

Published on:

শ্রীময়ী Sreemoyee

বাঙালির জনপ্রিয় সিরিয়ালের মধ্যে একটি হল শ্রীময়ী (Sreemoyee)। সন্ধ্যে নামলেই অনেকে শ্রীময়ী সিরিয়ালের জন্য অপেক্ষায় বসে থাকেন। এতদিন শ্রীময়ী ও অনিন্দ্যর মধ্যে সম্পর্ক খুব একটা ভালো ছিল না। বেশ কিছুদিন নিজের কাজ নিয়েই ব্যস্ত ছিল শ্রীময়ী, বলতে গেলে অনিন্দ্যর থেকে আলাদাই হয়ে গিয়েছিল সে। আর সাথে জুন তো ছিলই শ্রীময়ীর জীবন আরো যন্ত্রণাদায়ক করে তোলার জন্য। জুন চাইতো যাতে শ্রীময়ীর জীবন দুর্বিসহ হয়ে পড়ে, তাই সমস্ত সম্ভব্য চেষ্টা করে যেত।

শ্রীময়ী Sreemoyee

সিরিয়ালে শ্রীময়ীর প্রতি অনিন্দ্যর ভালোবাসা মোটে সহ্য করতে পারে না জুন। যার ফলে শ্রীময়ীর প্রতি হিংসাযা  ফুঁসতে থাকে জুন। এমনকি শ্রীময়ীকে অনিন্দ্যর থেকে দূরে সরানোর জন্য মিথ্যা নাটক জুড়েছিল জুন। মিথ্যা প্রেগনেন্সির নাটক শুরু করে জুন। আর তার গর্ভে থাকা বাচ্চা নষ্ট করার জন্য শ্রীময়ীকে দোষী বলে। এর সাপেক্ষে শ্রীময়ীর বিরুদ্ধে আইনি পদক্ষেপ পর্যন্ত নেই জুন।

শ্রীময়ী Sreemoyee

আইনি পদক্ষেপ নেবার ফলে শ্রীময়ীকে পুলিচে গ্রেফতার করে নিয়ে যায়। তবে জুন যে মিথ্যা অভিনয় করছিল সেটা খুবই স্পষ্ট ছিল দর্শকদের কাছে ,আর সেটাই ধীরে ধীরে প্রকাশ পাচ্ছে।

শ্রীময়ী Sreemoyee

বর্তমানে জুনের সন্তান নষ্ট করার অভিযোগে শ্রীময়ীকে আদালতে তোলা হয়েছে। আর আদালতের দৃশ্যই দেখানো হচ্ছে সিরিয়ালে। আদালতে শ্রীময়ীর পক্ষের আইনজীবী বেশ কড়া হাতেই সামলাচ্ছেন মামলাটি। যার ফলে শ্রীময়ী যে নির্দোষ সেটা প্রমাণ হয়ে যেতে পারে ও শ্রীময়ী মিথ্যা অপবাদের হাত থেকে রক্ষা পেতে পারে।

শ্রীময়ী Sreemoyee

এদিকে শ্রীময়ী নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য সংঘর্ষ করছে, অন্যদিকে অনিন্দ্যর মনে ধীর ধীরে সুর পাল্টাতে দেখা যাচ্ছে। জুনের সাথে দিনে দিনে দূরত্ব বাড়ছে অনিন্দ্যর। যার ফলে আপাতত মনে হচ্ছে সিরিয়ালে শ্রীময়ীর দিয়েই ভারী হচ্ছে পাল্লা।

শ্রীময়ী Sreemoyee

এখন অপেক্ষা আদালতের সিদ্ধান্তের, যে শ্রীময়ী কি জেল থেকে ছাড়া পাবে কি না! সাথে শ্রীময়ী যদি আদালতে নির্দোষ প্রমাণিত হয় তাহলে কিন্তু জুনের জন্য সময় খুবই খারাপ হতে চলেছে। সাথে দর্শকদের মনে এটা নিয়েও উত্তেজনা সৃষ্টি হচ্ছে যে, শ্রীময়ী নির্দোষ প্রমাণিত হলে কি অনিন্দ্য তার কাছে ফিরে যাবে!

শ্রীময়ী Sreemoyee

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥