আমাদের সকলের প্রিয় ইন্দ্রানী হালদার (Indrani Haldar) বর্তমানে যার আর একটি পরিচয় হয়েছে, তিনি এখন সকলের কাছে শ্রীময়ী (Sreemoyee) হিসাবে পরিচিত। দীর্ধদিন ধরেই সিরিয়ালের মূল চরিত্রে অভিনয় করে আসছেন অভিনেত্রী। তবে সেই প্রথম থেকে শুরু করে আজও সিরিয়ালের জনপ্রিয়তা কিন্তু এতটুকুও কমে যায়নি। এখনো বহু বাড়িতে সন্ধ্যে মানেই শ্রীময়ী। গল্পে জুন আন্টি আর শ্রীময়ীর লড়াই কোনোমতেই মিস করতে রাজি নন দর্শকেরা।
বর্তমানে শ্রীময়ীর জীবনে ‘রোহিত সেন’ আসবে কিনা সেই নিয়েই চলছে টানাটানি। সিরিয়ালে রোহিত সেনের ভূমিকায় অভিনয় করছেন বিখ্যাত অভিনেতা টোটা রায়চৌধুরী (Tota Roychowdhury)। আজ দেখতে দেখতে সিরিয়ালের ৬০০ তম পর্ব পেরিয়ে গেল। আর এতদিনের পথ চলাটাকে সেলেব্রেটি করল শ্রীময়ীর গোটা টিম মিলে।
ছয়শো পর্বের সেলেব্রেশনে শ্রীময়ী অর্থাৎ অভিনেত্রী ইন্দ্রানী হালদার অবশ্য মজার চলে বলেই ফেলেছেন, কবে যে রোহিতকে এনে দেবেন সত্যি করে! সেই অপেক্ষাতেই বসে আছি। তবে এটা মজায় মজায় বলা। কারণ রোহিত সেন তথা টোটা রায়ের জন্য কিন্তু ইতিমধ্যেই দু-দুটি বিয়ের সন্মন্ধে হাজির হয়েছে।
সেলেব্রেশনে সিরিয়ালের মূল চরিত্র শ্রীময়ী ছাড়াও উপস্থিত ছিলেন লেখিকা লীনা গাঙ্গুলী (Leena Ganguly)। টোটা রায়চৌধুরী, শৈবাল বন্দ্যোপাধ্যায়, ঊষসী চক্রবর্তী (Ushashi chakraborty), সুদীপ মুখার্জী,সপ্তর্ষি মৌলিক, ঐশী ভট্টাচার্য প্রমুখ অভিনেতা অভিনেত্রীরাও।