• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

জটিল হচ্ছে সম্পর্ক! শ্রীময়ী সিরিয়ালে হঠাৎ কিয়ার অদ্ভুত আচরণে হতবাক পরিবারের সদস্যরা!

Updated on:

টিআরপির দৌড়ে সবসময়ই এক থেকে পাঁচের মধ্যে থাকে স্টার জলসার বহুল জনপ্রিয় ধারাবাহিক ‘শ্রীময়ী’। সন্ধ্যে হতে না হতেই এই ধারাবাহিক দেখতে নিয়ম করে টিভির সামনে ভিড় জমায় ‘শ্রীময়ী প্রেমী’রা। টলিপাড়ার তাবড়-তাবড় অভিনেতা অভিনেত্রীদের সমাগম এই শ্রীময়ী। গল্পের প্রতিনিয়ত মোড় বদলই দর্শকদের আকর্ষণের মূল কারণ।

গুরুতর অসুস্থতা কাটিয়ে শ্রীময়ী সদ্য বাড়ি ফিরেছে। তারপর থেকেই শ্রীময়ীর পরিবারে অন্দরে দেখা দিয়েছে নানান উত্থান পতন। শ্রীময়ীর সর্বশেষ পর্বে, অঙ্কিতার এই সিদ্ধান্ত পরিবারের সদস্যদের স্তম্ভিত করেছে। এরফলে কান্নায় কার্যত ভেঙে পড়েছে শ্রীময়ী ।এরফলে, ডিঙ্কাও অসহায় বোধ করতে শুরু করে। আর এই সবের জন্য অরিন্দম তার দুর্ভাগ্যকে দায়ী করেছেন যেভাবে তার পরিবার ভাগ হয়ে যাচ্ছে। অঙ্কিতার বক্তব্য শ্রীময়ী আরও উন্নত জীবন ডিজার্ভ করে এবং সেই কারণে তার অনিন্দ্যর থেকে দূরে সরে যাওয়া উচিৎ।

এদিকে অঙ্কিতার এই কথায় মিঠুও আবেগাপ্লুত হয়। তিনি শ্রীময়ীকে তাঁর পরিবার হিসাবে বিবেচনা করে এবং অঙ্কিতা খুব শীঘ্রই যে পরিবার ছেড়ে চলে যাবে সে এই সত্যটি মেনে নিতে পারে না। মিঠু কান্নায় ভেঙে পড়ে। অঙ্কিতা মিঠুকে সান্ত্বনা দেয় এবং তাকে শ্রীময়ীর যত্ন নিতে বলে।

অঙ্কিতা চলে যাওয়ার ইচ্ছে প্রকাশ করতেই, আসরে নামে কিয়া। তিনি অভিযোগ শুরু করেন যেহেতু ডিঙ্কা তার জায়গায় না গিয়ে তাকে বাড়ি ফিরিয়ে দিয়েছে। তিনি এর জন্য শ্রীময়ীকে আক্রমণ করা শুরু করেন এবং ডিঙ্কা শ্রীময়ীর চাকরকে ডাকেন। ডিঙ্কা গর্বের সাথে কিয়ার সমস্ত অভিযোগ গ্রহণ করে, কিয়াকে একটি উপযুক্ত উত্তর দেয়। কিয়া থামেনি এবং নির্দেশ করে যে শ্রীময়ীর পাশে রয়েছে অনেক লোক। এর মাধ্যমে, তিনি রোহিতের প্রতি ইঙ্গিত করলেন এবং পরিবারের সদস্যরা বুঝতে পারছেন যে তিনি আসলে কী বোঝাতে চেয়েছিলেন। অঙ্কিতা এই জাতীয় আচরণের প্রতিবাদ করে এবং তার অসুস্থ শাশুড়ির যত্ন নিতে বলে। কিয়ার আচরণে ডিঙ্কাও ভীষণ রেগে যায়।

এদিকে, রোহিতও কিয়ার এই ব্যবহারের বিরোধিতা করে। ডিঙ্কা জানান যে, রোহিত তার কাছে খুব গুরুত্বপূর্ণ এবং কিয়ার সেটা বোঝা উচিৎ।
কিয়ার মতে, শ্রীময়ী চান না যে দিনকা এবং কিয়া খুশি হোক। কিন্তু শ্রীময়ী এই অভিযোগ আর মেনে নিতে পারছেন না। এখন দেখার পরবর্তী পর্বে কী হয়।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥