• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

নকল ‘শ্রীময়ী’ অভিনয় করেই লাখটাকা পারিশ্রমিক! TRP বাড়তেই দাম বাড়ালেন ‘অনুপমা’ অভিনেত্রী রূপালী

Published on:

Sreemoyee Hindi Remake Anupama Actress Rupali Ganguly doubles her fees

গতবছর শেষ হয়েছে বাংলা দর্শকমহলের কাছে বিপুল জনপ্রিয় সিরিয়াল ‘শ্রীময়ী (Sreemoyee)’। তবে সিরিয়াল শেষ হয়ে গেলেও দর্শকদের কাছে আজও জনপ্রিয় সিরিয়ালের শ্রীময়ী ও রোহিত সেন। তাছাড়া বাংলায় শেষ হয়ে গেলেও হিন্দিতে কিন্তু বেশ ভালোই জনপ্রিয়তা অর্জন করে দিব্যি চলছে ‘অনুপমা (Anupama)’। হ্যাঁ হিন্দি এই সিরিয়ালটি শ্রীময়ী সিরিয়ালের রিমেক। যেখানে শ্রীময়ী চরিত্রে ইন্দ্রানী হালদারের বদলে অনুপমা চরিত্রে অভিনয় করছেন রূপালী গাঙ্গুলী (Rupali Ganguly)।

বাঙালি দর্শকদের মন জয় করার পর হিন্দি দর্শকের মনেও পাকাপাকি জায়গা করে নিতে পেরেছে ‘অনুপমা’। একাধিক হিন্দি সিরিয়ালের ভিড়ে TRP লিস্টে বেশ ভালো পারফর্মেন্স সিরিয়ালের। সিরিয়াল হিট হওয়ায় অভিনেত্রীও হিট, সাথে পাচ্ছেন মোটা টাকা পারিশ্রমিক। যেমনটা জানা যাচ্ছে সিরিয়ালের জনপ্রিয়তা বাড়তেই নিজের ফিস বাড়িয়ে দিয়েছেন অভিনেত্রীর রূপালী। বর্তমানে হিন্দি টেলিভিশন ইন্ডাস্ট্রির সবচাইতে বেশি পারিশ্রমিক পান তিনি।

Sreemoyee,Indrani Haldar,Rupali Ganguly,শ্রীময়ী,ইন্দ্রানী হালদার,রুপালী গাঙ্গুলী,অনুপমা,Anupama,Anupama actress fees,অনুপমা অভিনেত্রীর পারিশ্রমিক

আগে প্রতিটি পর্বের  জন্য দেড় লক্ষ টাকা করে পারিশ্রমিক নিতে অভিনেত্রী। তবে সেসব এখন অতীত, জনপ্রিয়তা বাড়তেই নিজের পারিশ্রমিক দ্বিগুন করে দিয়েছেন তিনি। এক লাফে পারিশ্রমিক বাড়িয়ে ৩ লক্ষ টাকা করে দিয়েছেন রূপালী গাঙ্গুলী। যেটা হিন্দি টেলিভিশন ইন্ডাস্ট্রির প্রথমসারির শিল্পীদের থেকেও বেশি।

Anupama Actress Rupali Ganguly

এমনকি সিরিয়ালের বাকি অভিনেতা যেমন র্যাম কাপুর, রণিত রায়ের থেকেও অনেকটাই বেশি এই পারিশ্রমিক। জানা গিয়েছে অনুপমা সিরিয়ালের গৌরব খান্না ও সুধাংশু খান্নারা দেড় লক্ষ টাকা করেই পারিশ্রমিক পান। এমনকি সিরিয়ালে অনুপমার  ‘রোহিত সেন’ চরিত্রের অভিনেতা অনুজ কাপাডিয়াও তাঁর থেকে কম পারিশ্রমিক পান। সুতরাং বুঝতেই পারছেন, জনপ্রিয়তা বাড়তেই হু হু করে বেড়েছে দর। আর বাংলার শ্রীময়ী যে হিন্দিতেও হিট সে ব্যাপারে আর কোনো সন্দেহও রইল না।

প্রসঙ্গত, শ্রীময়ী ও অনুপমা এই দুই সিরিয়াল প্রায় হুবহু কপি বলা যেতে পারে। শ্রীময়ীর মতই সাধারণ এক গৃহবধূর কাহিনী সিরিয়াল। যেখানে স্বামী সন্তানের ভালোবাসা থেকে বঞ্চিত অনুপমা। সকলের মন জুগিয়ে চলে সবাইকে খুশি করার চেষ্টা করলেও সবাই তাকে দূরে ঠেলে দিত। বাংলার জুন আন্টির মত হিন্দিতেও তৃতীয় ব্যক্তি প্রবেশ করে অনুপমা ও তার স্বামীর জীবনে।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥