বাঙালি দর্শকদের কাছে বাংলা সিরিয়ালের জনপ্রিয়তা ব্যাপক। তেমনি সিরিয়ালের অভিনেতা অভিনেত্রীরায় বেশ জনপ্রিয় দর্শক মহলে। পর্দায় দেখে বাস্তবেও তাদের নিয়ে চর্চায় ব্যস্ত থাকেন সকলেই। সিরিয়াল শেষ হয়ে গেলেও পছন্দের তারকাদের ফেরার অপেক্ষায় থাকেন সকলেই। এমনই জনপ্রিয় দুই তারকা হলেন শ্রীময়ীর (Sreemoyee) বর অভিনেতা সুদীপ মুখার্জি (Sudip Mukherjee) ও শ্রীময়ীর ছেলে ডিঙ্কা অভিনেতা সপ্তর্ষি মৌলিক (Saptarshi Moulik)।
শ্রীময়ী সিরিয়ালে বাবা ছেলের চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছে দুজনকে। বাংলা মেগা সিরিয়ালের মধ্যে অন্যতম এই সিরিয়াল বহুদিন হল শেষ হয়েছে। একে একে সমস্ত চরিত্ররাই নতুন সিরিয়ালের মধ্যে দিয়ে পর্দায় ফিরছেন। সম্প্রতি খবর মিলেছে সুদীপ মুখার্জী ও সপ্তর্ষি মৌলিক দুজনেই পর্দায় ফিরছেন। তবে শুধু কামব্যাক নয় বরং বাবা-ছেলে জুটিতেই পর্দায় দেখা যাবে তাদের।
ভাবছেন কোন সিরিয়ালে আবারও বাবা-ছেলে হয়ে ফিরছেন জনপ্রিয় অভিনেতারা? তাহলে বলি সম্প্রতি জানা গিয়েছে ষ্টার জলসার (Star Jalsha) পর্দায় আসছে নতুন ধারাবাহিক, ‘এক্কা দোক্কা’ (Ekka Dokka)। সিরিয়ালে মুখ্য চরিত্রে থাকবেন সপ্তর্ষি মৌলিক, তার চরিত্রের নাম হতে চলেছে পোখরাজ। আর তাঁর বিপরীতে দেখা যাবে মোহর খ্যাত অভিনেত্রী সোনামণি সাহাকে (Sonamoni Saha)। সোনামণির চরিত্রের নাম এখানে রাধিকা। আর এখানেই সপ্তর্ষির বাবার চরিত্রে দেখা যাবে সুদীপ মুখার্জীকে।
ইতিমধ্যেই নতুন এই সিরিয়ালের প্রোমো ভিডিও প্রকাশ্যে এসেছে। মূলত পারিবারিক এবং হসপিটাল ড্রামা কেন্দ্রিক এই সিরিয়ালের গল্প আধারিত হবে সেন এবং মজুমদার নামের দুই বাঙালি পরিবারকে কেন্দ্র করে। প্রকাশ্যে আসা প্রমো দেখে জানা যাচ্ছে সেন বাড়ির বর্তমান প্রজন্ম পোখরাজ সেন এবং মজুমদার বাড়ির বর্তমান প্রজন্ম রাধিকা মজুমদার হলেন এই সিরিয়ালের নায়ক নায়িকা। তার দুজনেই এম বি বি এস ফাইনাল ইয়ারের ছাত্র-ছাত্রী।
সিরিয়ালের কাহিনী অনুযায়ী, দুজনেই বাড়ির মান রাখতে পরীক্ষায় একে অপরকে টেক্কা দেওয়ার চেষ্টা করবে। আর শেষ পর্যন্ত পোখরাজ টপার হবে। অন্যদিকে রাধিকা প্রথম না হতে পেরে মন খারাপ করবে। সেই সময়েই বাবা বুঝিয়ে বলেন ‘নম্বরটা বড় কথা নয়, আসল কথা হল ভালো ডাক্তার হওয়া।’ তবে সিরিয়ালের শুরুটা নায়ক নায়িকার ঝগড়া দিয়ে হলেও পরে তারাই কীভাবে একে অপরের কাছাকাছি আসে তাই দেখা যাবে এই সিরিয়ালে।