বাংলা সিরিয়ালের (Bengali Serial) জগতে বেশ পরিচিত মুখ টেলি অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজ (Sreemoyee Chattaraj)। তবে বিগত প্রায় ২ বছরেরও বেশি সময় ধরে অভিনয়ের তুলনায় অনেক বেশি চর্চায় থেকেছে শ্রীময়ীর ব্যক্তিগত জীবন (Personal Life)। যার অন্যতম আকর্ষণ হলেন টলিউডের (Tollywood) জনপ্রিয় কৌতুক অভিনেতা (Comedian) তথা তৃণমূল বিধায়ক কাঞ্চন মল্লিক (Kanchan Mullick)।
কাঞ্চন-শ্রীময়ীর সম্পর্ক এখন বিনোদন জগতের অন্যতম হট টপিক। তাদের সম্পর্ক নিয়ে জোর গুঞ্জন রয়েছে ইন্ডাস্ট্রিতে। যদিও এখনো পর্যন্ত এই সম্পর্কে সিলমোহর দেননি কাঞ্চন কিংবা শ্রীময়ী দুজনের কেউই। প্রসঙ্গত বেশিরভাগ বাংলা সিরিয়ালেই শ্রীময়ীকে দেখা যায় খলনায়িকার চরিত্রে।
জি বাংলার ‘কৃষ্ণকলি’ সিরিয়ালে রাধারাণীর চরিত্রে অভিনয় করে পেয়েছিলেন দারুন জনপ্রিয়তা। তবে টেলিভিশনের পর্দায় অভিনেত্রীকে শেষবার দেখা গিয়েছে স্টার জলসার জনপ্রিয় মেগা সিরিয়াল ‘খুকুমণি হোম ডেলিভারি’তে। দেখতে দেখতে ৯ মাস হয়ে গেল টিভির পর্দায় শেষ হয়ে গিয়েছে এই সিরিয়াল। তারপর থেকে সিরিয়ালের শুটিং ফ্লোর থেকে দূরেই রয়েছেন অভিনেত্রী।
তাই বহুদিন ধরেই শ্রীময়ীর অনুরাগীরা তাঁর কামব্যাক করার অপেক্ষায় ছিলেন। অবশেষে শেষ হতে চলেছে সেই অপেক্ষা। এই মুহূর্তে টেলিপাড়ায় জোর গুঞ্জন খুব তাড়াতাড়ি একটি নতুন সিরিয়ালে (New Serial) কামব্যাক (Comeback) করছেন অভিনেত্রী। শুধু তাই নয় জানা যাচ্ছে এই নতুন সিরিয়ালে শ্রীময়ীর সাথেই দেখা যাবে অভিনেতা কাঞ্চন মল্লিককেও।
বাংলা সিরিয়ালে এই প্রথমবার একসাথে পর্দা ভাগ করবেন এই চর্চিত জুটি। জানা যাচ্ছে স্টার জলসার নতুন সিরিয়াল ‘কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ’ সিরিয়ালে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি চরিত্রে থাকবেন শ্রীময়ী। এবিষয়ে বিস্তারিত জানতে চেয়ে আনন্দবাজার অনলাইনের তরফে যোগাযোগ করা হয়েছিল অভিনেত্রীর সাথে। কিন্তু এখনই এবিষয়ে কোনো কিছুই খোলসা করে বলতে চাননি অভিনেত্রী। শ্রীময়ীর কথায় ‘এখনই কিছু বলতে পারব না। সময় আসলে সব কিছু জানাব।’
উল্লেখ্য কিছুদিন আগেই সিরিয়ালে কাজ না পাওয়ার বিষয়ে সংবাদ মাধ্যমে অভিনেত্রী নিজেই বলেছিলেন ‘এক বছর হয়ে গেল কাজ পাচ্ছি না। কারণটাই এখনও বুঝতে পারছি না।’ যদিও বিধায়ক কাঞ্চন মল্লিকের বান্ধবী হওয়ার সুবাদে তো ইন্ডাস্ট্রিতে বেশি কাজ পাওয়ার কথা। এ প্রসঙ্গে অভিনেত্রীর সপাট জবাব দিয়ে বলেছিলেন ‘এক বছর আগের ঝামেলার অনেক আগে থেকেই কিন্তু কাঞ্চনদার সঙ্গে আমার ভাল সম্পর্ক ছিল। তখন কিন্তু কাঞ্চন মল্লিকের নাম নিয়ে কখনও কাজ চাইনি। ওঁর নাম নিয়ে কাজ পাওয়ার থেকে সিরিয়াল না করে বাড়িতে বসে থাকা ভাল’।