• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

জন্মদিনে বুকভরা ভালোবাসা! সোশ্যাল মিডিয়ায় কাঞ্চনকে উষ্ণ শুভেচ্ছা শ্রীময়ীর

Published on:

টলিউড,Tollywood,কাঞ্চন মল্লিক,Kanchan Mullick,শ্রীময়ী চট্টরাজ,Shreemoyee Chattaraj,জন্মদিন,Birthday,শুভেচ্ছা,Wish,সোশ্যাল মিডিয়া,Social Media

টলিউডের (Tollywood) জনপ্রিয় অভিনেতা কাঞ্চন মল্লিকের (Kanchan Mullick) সাথে জনপ্রিয় টেলি অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজের (Sreemoyee Chattoraj) প্রেমের গুঞ্জন পেজ থ্রীর পাতার অন্যতম হট টপিক। বিগত প্রায় দু বছরের বেশি সময় ধরে তাঁদের নিয়ে সংবাদপত্রের পাতায় তো বটেই এমনকি সোশ্যাল মিডিয়াতেও কম আলোচনা হয়নি।

প্রেমটা খোলাখুলি করলেও সম্পর্কের কথা নিজের মুখে স্বীকার করেননি দুজনের কেউই। প্রসঙ্গত  অভিনেত্রী পিংকি সাথে প্রসঙ্গত শনিবার ছিল অভিনেতার জন্মদিন সোশ্যাল মিডিয়ায় জন্মদিন পালনের অভিনেতা দু-দুটি কেক কেটে দিলেন তিনি একটি কেটেছিলেন পার্টি অফিসে এবং আরেকটি নিজের

Kanchan Mullick and Pinky Banerjee

প্রসঙ্গত একসময় অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল তাঁর জন্যই নাকি কাঞ্চন মল্লিকের সংসার ভেঙেছে। আজ থেকে দু’বছর আগে ২০২১ সালে কাঞ্চন মল্লিকের প্রাক্তন স্ত্রী তথা অভিনেত্রী পিংকি থানায় অভিযোগ করেছিলেন কাঞ্চন মল্লিক এবং তার বান্ধবী চট্টরাজের বিরুদ্ধে। সেই থেকেই পিংকির ঘর  ভাঙায় শ্রীময়ীকে নিয়ে লাগাতার সমালোচনা চলছে সোশ্যাল মিডিয়ায়।

বর্তমানে আদালতে আদালতে চলছে পিংকি আর কাঞ্চনের ডিভোর্সের মামলা। অন্যদিকে পিংকি এখন ছেলেকে নিয়ে রয়েছে নিজের বাপের বাড়িতে। ছেলেকে নিয়ে শান্তিতে দিন কাটানোর পাশাপাশি এই মুহূর্তে ছোট পর্দার পাশাপাশি বড় পর্দাতেও একের পর এক কাজ করে চলেছেন তিনি।

টলিউড,Tollywood,কাঞ্চন মল্লিক,Kanchan Mullick,শ্রীময়ী চট্টরাজ,Shreemoyee Chattaraj,জন্মদিন,Birthday,শুভেচ্ছা,Wish,সোশ্যাল মিডিয়া,Social Media

প্রসঙ্গত ৬ মে শনিবার ছিল কাঞ্চন মল্লিকের জন্মদিন। এদিন ৫৩ বছরে পা দিয়েছিলেন অভিনেতা। বিশেষ দিনে বেশ অনেকগুলি কেক খেটেছিলেন কাঞ্চন। প্রত্যেকটির ছবি নিজেই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নিয়েছিলেন অভিনেতা।

যার মধ্যে একটি ছিল পার্টি অফিসে আর একটি ছিল অভিনেতার কাছের মানুষদের সাথে। সেই ছবির ক্যাপশনে অভিনেতা লিখেছিলেন ‘কাছের মানুষদের সাথে অভিনেত্রী শ্রী চট্টরাজের।কাছের বন্ধুদের সাথে আজ সন্ধ্যায় জন্মদিনের উদযাপনের কিছু সুন্দর মুহূর্ত’। তবে ফ্রেম জুড়ে কাঞ্চনের কাছের মানুষরা থাকলেও দেখা মেলেনি শ্রীময়ীর

টলিউড,Tollywood,কাঞ্চন মল্লিক,Kanchan Mullick,শ্রীময়ী চট্টরাজ,Shreemoyee Chattaraj,জন্মদিন,Birthday,শুভেচ্ছা,Wish,সোশ্যাল মিডিয়া,Social Media
এইভাবে গোটা একটা দিন চুপচাপ কাটানোর পর শনিবার মাঝরাতে সমাজ মাধ্যমে ফুটে ওঠে কাঞ্চনের উদ্দেশ্যে শ্রীময়ীর দেওয়া শুভেচ্ছা বার্তা। একসাথে দুজনেরদুটি ছবি দিয়ে ক্যাপশনে অভিনেত্রী লিখেছিলেন ‘শুভ জন্মদিন!আনন্দে থাকো এবং নিরাপদে থাকো।’

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥