বাংলা সিনেমার জনপ্রিয় কৌতুক অভিনেতা কাঞ্চন মল্লিকের (Kanchan Mallick) সাথে টেলি অভিনীত শ্রীময়ী চট্টরাজের (Sreemoyee Chattaraj) সম্পর্ক এখন বিনোদন জগতের অন্যতম হট টপিক। বিগত প্রায় ২ বছরেরও বেশি সময় ধরে তাদের সম্পর্ক নিয়ে জোর গুঞ্জন রয়েছে ইন্ডাস্ট্রিতে। যদিও এখনো পর্যন্ত এই সম্পর্কে সিলমোহর দেননি কাঞ্চন কিংবা শ্রীময়ী দুজনের কেউই।
প্রসঙ্গত ‘কৃষ্ণকলি’ খ্যাত রাধা অভিনেত্রী শ্রীময়ীকে বেশীরভাগ সময়েই দর্শক দেখেছেন খলচরিত্রে। টেলিভিশনের পর্দায় শেষবার তাকে দেখা গিয়েছে স্টার জলসার জনপ্রিয় মেগা সিরিয়াল ‘খুকুমণি হোম ডেলিভারি’তে। দেখতে দেখতে ৮ মাস হয়ে গেল টিভির পর্দায় শেষ হয়ে গিয়েছে এই সিরিয়াল। তবে এই সিরিয়ালের পর থেকে এখনও পর্যন্ত টিভির পর্দায় দেখা যায়নি অভিনেত্রী কে।
কাজ না পেয়ে এখন বাড়িতেই বসে আছেন নায়িকা। কিন্তু কেন তিনি কাজ পাচ্ছেন না? কাঞ্চনের সঙ্গে বিশেষ বন্ধুত্বই কি তার কারণ? কারণ টা জানা জানা নেই শ্রীতমার নিজেরও। এপ্রসঙ্গে জানার জন্য সম্প্রতি আনন্দ বাজার অনলাইনের তরফে যোগাযোগ করা হয়েছিল শ্রীময়ীর সাথে। উত্তরে অভিনেত্রী বলেছেন ‘এক বছর হয়ে গেল কাজ পাচ্ছি না। কারণটাই এখনও বুঝতে পারছি না।’ যদিও হিসাব অনুযায়ী বিধায়ক কাঞ্চন মল্লিকের বান্ধবী হওয়ার সুবাদে তো ইন্ডাস্ট্রিতে বেশি কাজ পাওয়ার কথা।
এ প্রসঙ্গে অভিনেত্রীর সপাট জবাব ‘এক বছর আগের ঝামেলার অনেক আগে থেকেই কিন্তু কাঞ্চনদার সঙ্গে আমার ভাল সম্পর্ক ছিল। তখন কিন্তু কাঞ্চন মল্লিকের নাম নিয়ে কখনও কাজ চাইনি। ওঁর নাম নিয়ে কাজ পাওয়ার থেকে সিরিয়াল না করে বাড়িতে বসে থাকা ভাল’।
প্রসঙ্গত বিগত প্রায় ২ বছর ধরে সোশ্যাল মিডিয়ায় দারুন জনপ্রিয় কাঞ্চন-শ্রীময়ী জুটি। কখনও ফেসবুক তো কখনও ইনস্টাগ্রাম মাঝে মধ্যেই কাঞ্চন-শ্রীময়ী জুটির অনুরাগীদের পেজে দেখা যায় ম্যাচিং পোশাকে ‘কাপল গোল’ সেট করছেন এই জুটি। ছবির ক্যাপশনে দেখা যায় ‘আমার ভালবাসা’। এসব দেখে শ্রীময়ীর প্রতিক্রিয়া ‘যা ইচ্ছে বলুক। আমার আর কিছু মনে হয় না। এই সব লেখা দেখে এখন আর আমি একটুও অবাক হই না।’
সেই সাথে অভিনেত্রী এদিন এও বলেন ‘ আমার সঙ্গে ওর সম্পর্কটা ঠিক কী, তা এত দিনে মানুষের বুঝে যাওয়া উচিত। তার পরেও যদি আমাদের নিয়ে এমন লেখা হয়, তা হলে আর কিছু বলার নেই।’