বাংলা সিরিয়ালের (Bengali Serial) জগতে অত্যন্ত জনপ্রিয় একজন টেলি অভিনেত্রী হলেন শ্রীময়ী চট্টরাজ (Sreemoyee Chattaraj)। তবে বিগত প্রায় ২ বছরেরও বেশি সময় ধরে অভিনয়ের তুলনায় অনেক বেশি চর্চায় থেকেছে শ্রীময়ীর ব্যক্তিগত জীবন (Personal Life)। আর এক্ষেত্রে তাঁর সাথে একেবারে ওতপ্রোতভাবেজড়িয়ে রয়েছে একটাই নাম।
তিনি হলেন টলিউডের (Tollywood) জনপ্রিয় কৌতুক অভিনেতা (Comedian) তথা তৃণমূল বিধায়ক কাঞ্চন মল্লিক (Kanchan Mullick)। কাঞ্চন-শ্রীময়ীর সম্পর্ক বরাবরই বিনোদন জগতের অন্যতম হট টপিক। তাদের সম্পর্ক নিয়ে জোর গুঞ্জন রয়েছে ইন্ডাস্ট্রিতে। যদিও এখনো পর্যন্ত এই সম্পর্কে সিলমোহর দেননি কাঞ্চন কিংবা শ্রীময়ী দুজনের কেউই।
প্রসঙ্গত বেশিরভাগ বাংলা সিরিয়ালেই শ্রীময়ীকে দেখা গিয়েছে খলনায়িকার চরিত্রে। তবে আজ পর্যন্ত শ্রীময়ী অভিনীত রাধারাণীর (Radharani) চরিত্র রয়েছে সবার শীর্ষে। জি বাংলার ‘কৃষ্ণকলি’ (Krishnakali) সিরিয়ালে রাধারাণীর চরিত্রে তাঁর অভিনয় আজও চোখে লেগে রয়েছে দর্শকদের। তবে টেলিভিশনের পর্দায় অভিনেত্রীকে শেষবার দেখা গিয়েছে স্টার জলসার জনপ্রিয় মেগা সিরিয়াল ‘খুকুমণি হোম ডেলিভারি’তে।
দেখতে দেখতে প্রায় ১০ মাস অতিক্রান্ত টিভির পর্দায় শেষ হয়ে গিয়েছে এই সিরিয়াল। তারপর থেকে সিরিয়ালের শুটিং ফ্লোর থেকে দূরেই ছিলেন অভিনেত্রী। তাই বহুদিন ধরেই শ্রীময়ীর অনুরাগীরা তাঁর কামব্যাক করার অপেক্ষায় ছিলেন। অবশেষে শেষ হতে চলেছে সেই অপেক্ষা। এমনিতে বেশ কিছুদিন ধরে টেলিপাড়ায় জোর গুঞ্জন ছিলই।
এবার জল্পনাকে সত্যি করেই সদ্য বাংলা সিরিয়ালে কামব্যাক করেছেন অভিনেত্রী। কালার্স বাংলার (Colors Bangla) জনপ্রিয় সিরিয়াল’ তুমিই যে আমার মা’তে (Tumi Je Amar Ma) এন্ট্রি নিয়েছেন শ্রীময়ী। ধারাবাহিকে তাঁর অভিনীত চরিত্রের নাম হয়েছে মালবিকা সাহা। ইতিপূর্বে কৃষ্ণকলী, ছাড়াও কে আপন কে পর, খুকুমণি হোম ডেলিভারি তে অভিনয় করেছেন শ্রীময়ী।
View this post on Instagram
এদিন নতুন সিরিয়ালে কামব্যাক করার খবর দিয়েছেন অভিনেত্রী নিজেই। ইনস্টাগ্রামে সিরিয়ালে নিজের লুকের এক গুচ্ছ ছবি শেয়ার করে অভিনেত্রী লিখেছেন ‘আজ থেকে আমি থাকছি মালবিকা সাহা রূপে প্রত্যেক সব থেকে রবি ঠিক রাট ৯ টায় কলার্স বাংলায় ‘তুমি যে আমার’ তে। কেমন লাগছে জানিও’।