• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

গরমেও ২৪ বছরের ছোট স্ত্রীর সাথে রোমান্টিক, শ্রীময়ী’র অনিন্দ্য অভিনেতা সুদীপ মুখার্জী

Published on:

Sreemoyee Anindya Actor Sudip Mukherjee with wife Pritha Chakraborty

শ্রীময়ী (Sreemoyee) সিরিয়ালের জেরে বেশ জনপ্রিয় টেলিপাড়ার অভিনেতা সুদীপ মুখার্জী (Sudip Mukherjee)। সিরিয়ালে শ্রীময়ী এর বড় অনিন্দ্য সেনগুপ্তের চরিত্রে অভিনয় করেছেন তিনি। পর্দায় দীর্ঘদিন ধরেই অভিনয় করলেও শ্রীময়ীর বিপুল জনপ্রিয়তার কারণে সকলের কাছে তিনি এখনও অনিন্দ্য সেনগুপ্ত নামেই পরিচিত। সিরিয়ালে শ্রীময়ীকে ছেড়ে জুন আন্টির সাথে থাকলেও বাস্তবে কিন্তু একেবারে ‘পত্নীনিষ্ঠ ভদ্রলোক’ তিনি।

অভিনেতা বিয়ে করেছেন পৃথা চক্রবর্তীকে (Pritha Chakraborty)। দুজনের মধ্যে বয়সের তফাৎ রয়েছে অনেকটাই, তবে তাতে দুজনের সুখী দাম্পত্যে বিন্দুমাত্র প্রভাব পড়েনি। বরং পর্দায় বেরসিক ভিলেন হলেও বাস্তবে কিন্তু দিব্যি রোমান্টিক অভিনেতা। দুজনের রোমান্সের ছবি সোশ্যাল মিডিয়াতে বেশ দেখতে পাওয়া যায়। একাধিক অন্তরঙ্গ মুহূর্তের ছবি শেয়ার করেন দুজনেই।

Sreemoyee Anindya Actor Sudip Mukherjee

যেখানে তীব্র গরমে সবার অবস্থা খারাপ হওয়ার দোষ সেখানে দিব্যি প্রেমে মজেছেন দুজনে। অভিনেতা সুদীপ মুখার্জীর দুটি বিয়ে। প্রথম স্ত্রী ছিলেন দামিনী বেণী বসু। তাদের একটি কন্যা সন্তানও রয়েছে, কিন্তু সেই সম্পর্কটা টেকেনি। বিচ্ছেদ হওয়ার পর যখন বিরহ যন্ত্রণায় ছিলেন সেই সময়েই আলাপ হয় পৃথার সাথে। দুজনের মধ্যে বয়সের পার্থক্য ২৪ বছরের তবে মনের মিল হয়েছিল, তাই আজ স্বামী স্ত্রী তাঁরা।

Sreemoyee,Sudip Mukherjee,Pritha Chakraborty,Sreemoyee Anindya,শ্রীময়ী,অনিন্দ্য,সুদীপ মুখার্জী,পৃথা চক্রবর্তী,সিরিয়াল অভিনেতা

পৃথা একজন ওড়িশি নৃত্যশিল্পী, ফেসবুকের মাধ্যমেই তাদের প্রথম আলাপ হয়েছিল। এরপর বন্ধুত্ব হয় যেটা প্রেমে পরিণত হয়। পৃথাই প্রস্তাব দিয়েছিল সুদীপকে। শুরুতে বাড়ির লোক মেনে নেয়নি এমন অসম বয়সের প্রেম। অভিনেতার প্রথম স্ত্রীর সাথেও কথা বলেছিলেন পৃথার মা। শেষে মেয়ের পছন্দকেই হ্যাঁ বলেন আর ধুমধাম করেই বিয়ে হয় দুজনের।

Sreemoyee,Sudip Mukherjee,Pritha Chakraborty,Sreemoyee Anindya,শ্রীময়ী,অনিন্দ্য,সুদীপ মুখার্জী,পৃথা চক্রবর্তী,সিরিয়াল অভিনেতা

দ্বিতীয় বিয়ের পর দুই পুত্র সন্তান হয়েছে তাদের একজন ঋদ্ধি ও অন্যজন বালি। প্রথমপক্ষের মেয়ের সাথেও পৃথার সম্পর্ক ভালোই, এবাড়িতে মাঝে মাঝেই আসে সে। দেখতে দেখতে ৬টা বছর হয়ে গিয়েছে দুজনের বিয়ের। দিব্যি সুখের সংসার করছেন সুদীপ-পৃথা। আর তাদের সুখী দাম্পত্যের উদহারণ ছড়িয়ে রয়েছে সোশ্যাল মিডিয়ার পাতায়।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥