• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

শ্রীময়ীর খেয়াল রাখেন না স্বামী! নালিশ করে গান ধরলেন অভিনেত্রী ইন্দ্রানী হালদার

বাঙালি আর বাংলা সিরিয়াল শব্দ দুটো যুগেরপর যুগ একসাথে জড়িত। সন্ধ্যে হলেই বাঙালির বাড়িতে বাড়িতে টিভির সামনে এসে হাজির হন বাড়ির মেয়ে বউরা। এমনকি কিছু পুরুষও অফিস থেকে ফিরে সিরিয়াল দকেহতে শুরু করেন। বাংলা টেলিভিশনের জনপ্রিয় একটি বাংলা সিরিয়াল হল ‘শ্রীময়ী (Sreemoyee)’। সিরিয়ালে মুখ্য চরিত্র শ্রীময়ীর ভূমিকায় অভিনয় করছেন বিখ্যাত অভিনেত্রী ইন্দ্রানী হালদার (Indrani Haldar)। আর তার সাথে তার স্বামীর অনিন্দের চরিত্রে অভিনয়  করছেন অভিনেতা সুদীপ মুখার্জী (Sudip Mukherjee)।

সিরিয়ালে শ্রীময়ীর নিজের ইচ্ছার আগে তার নিজের ফ্যামিলির কথা চিন্তা করে। নিজের সমস্ত প্রয়োজনের আগে ফ্যামিলির লোকেদের প্রয়োজনকে প্রাধান্য দেয়। কিন্তু পরিবারের জন্য এতো কিছু করার পরেও শ্রীময়ীর কপালে দুঃখের শেষ নেই। তাই শেষমেশ নিজের একটা পরিচয় বানাতে সচেষ্ট হয় শ্রীময়ী। আর একজন গৃহবধূ হয়ে নিজের পরিচিতি গড়ে তোলার গল্পই হল শ্রীময়ী।

   

শ্রীময়ী sreemoyee serial viral video Indrani Haldar ইন্দ্রানী হালদার

যেমনটা আগে বলেছি শ্রীময়ী পরিবারের সকলের খেয়াল রাখে। নিজের ইচ্ছার কথা লুকিয়ে হলেও বাকিদের ইচ্ছা পূরণ করে। এ ক্ষেত্রে কোনো  ব্যতিক্রম নেই শ্রীময়ীর এমনকি সিরিয়ালের শ্রীময়ীর স্বামীও তার ইচ্ছার সেভাবে গুরুত্ব দেয় না। যার জন্য শ্রীময়ীর মনে জমেছে অভিমান। এবার সেই অভিমানের জেরেই গান গেয়ে স্বামী অনিন্দের নামে নালিশ করে গান ধরেছেন শ্রীময়ী। তও আবার হিন্দি গান। ভাইরাল হিন্দি গান ‘টু তো সাডি কেয়ার নি করতা’ আর সেই ভিডিও শেয়ার হতেই ব্যাপক ভাইরাল হয়ে পড়েছে সোশ্যাল মিডিয়াতে।

শ্রীময়ী sreemoyee serial viral video সুদীপ মুখার্জী Sudip Mukherjee

আসল ব্যাপারটা হল সবই রাজ কুমার বিশ্বাস নামক এক এডিটরের কীর্তি। তিনি সোশ্যাল মিডিয়ায় বেশ জনপ্রিয় এডিটিং-এর দৌলতেই। রাজ কুমার বিশ্বাস নামক এক এডিটরের কীর্তি এই ভিডিও। সোশ্যাল মিডিয়াতে তিনি বেশ জনপ্রিয় এডিটিং-এর দৌলতেই। আর এবার শ্রীময়ী সিরিয়ালের দৃশ্য নিয়েই বানিয়ে ফেললেন এই মজার ভিডিওটি।

 

View this post on Instagram

 

A post shared by Raj Kumar Biswas (@yourrajlekha)

site