• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

নতুন রুপে ফিরছেন শ্রীময়ীর জাঁদরেল শ্বাশুড়ি! চিত্রা সেনের নতুন লুক দেখে চমকে গেলেন দর্শকেরা

Published on:

Sreemoyee actress Chitra Sen comeback in new serial Meyebela

স্টার জলসা হোক কিংবা জি বাংলা সব চ্যানেলে এখন নতুন সিরিয়ালের আনাগোনা। প্রায় প্রতি মাসেই আসছে ভিন্ন স্বাদের সব সিরিয়াল।এরই মধ্যে সম্প্রতি প্রকাশ্যে এসেছে স্টার জলসার নতুন সিরিয়াল ‘মেয়েবেলা’ (Meyebela)-র প্রমো।যা দেখেই বোঝা যাচ্ছে আর পাঁচটা সিরিয়ালের থেকে একেবারে আলাদা হতে চলেছে এই সিরিয়ালের গল্প।

সংসারের জাঁতাকলে সারাজীবন পিষে থাকা মেয়েদের জীবনের না বলা কথাগুলোই দেখা যাবে এই সিরিয়ালে। সংসার ছাড়াও বাড়ির চার দেওয়ালের বাইরে যে একটা জীবন আছে এই সিরিয়ালের হাত ধরে তারই স্বাদ নেবেন বাড়ির মেয়ে বৌ-রা। জল্পনা কে সত্যি করে এই নতুন সিরিয়াল (New Serial) কামব্যাক (Comeback) করেছেন বি আর চোপড়ার মহাভারতের দ্রৌপদী তথা বাংলার জনপ্রিয় অভিনেত্রী রূপা গাঙ্গুলী (Rupa Ganguly)।

নতুন সিরিয়াল,New Serial,কামব্যাক,Comeback,রূপা গাঙ্গুলী,Rupa Ganguly,মেয়েবেলা,Meyebela,চিত্রা সেন,Chitra Sen,বাংলা সিরিয়াল,নতুন বাংলা সিরিয়াল,New Bengali Serial,Target Rating Point

ধারাবাহিকের প্রমো দেখে জানা গিয়েছে এই সিরিয়ালে নায়িকার চরিত্রে দেখা যাবে স্টার জলসার খেলাঘর সিরিয়ালের পূর্ণা  অভিনেত্রী স্বীকৃতি মজুমদার (Swikriti Majumder) এবং সিরিয়ালে নায়কের চরিত্রে রয়েছেন  কালার্স বাংলার ‘বসন্ত বিলাস মেসবাড়ি’  ধারাবাহিকের অভিনেতা অর্পণ ঘোষাল (Arpan Ghoshal)।

নতুন সিরিয়াল,New Serial,কামব্যাক,Comeback,রূপা গাঙ্গুলী,Rupa Ganguly,মেয়েবেলা,Meyebela,চিত্রা সেন,Chitra Sen,বাংলা সিরিয়াল,নতুন বাংলা সিরিয়াল,New Bengali Serial,Target Rating Point

এখানেই শেষ নয়, চমক রয়েছে আরও। এই সিরিয়ালে রুপা গাঙ্গুলীর শাশুড়ির চরিত্রে দেখা যাচ্ছে স্টার জলসার জনপ্রিয় সিরিয়াল ‘শ্রীময়ী’ খ্যাত পত্রলেখা অর্থাৎ শ্রীময়ীর জাঁদরেল শাশুড়ি চরিত্রের অভিনেত্রী চিত্রা সেন। এই সিরিয়ালে তাকে এমন এক বয়স্ক বৃদ্ধা লুক  দেওয়া হয়েছে, যা দেখে এক নজরে চিনতে পারেননি কেউই।

নতুন সিরিয়াল,New Serial,কামব্যাক,Comeback,রূপা গাঙ্গুলী,Rupa Ganguly,মেয়েবেলা,Meyebela,চিত্রা সেন,Chitra Sen,বাংলা সিরিয়াল,নতুন বাংলা সিরিয়াল,New Bengali Serial,Target Rating Point

তবে প্রথম ঝলকেই চিত্রা সেনের লুক দেখে দারুন প্রশংসা করেছেন দর্শকরা। প্রসঙ্গত চিত্রা সেন হলেন বাংলার জনপ্রিয় অভিনেতা কৌশিক সেনের মা। প্রসঙ্গত কৌশিক সেন এই মুহূর্তে স্টার জলসার ‘গোধূলি আলাপ’ সিরিয়ালে অভিনয় করছেন। তাই চিত্রা সেন নতুন সিরিয়ালে কামব্যাক করায় এবার থেকে একই চ্যানেলে মা-ছেলেকে অভিনয় করতে দেখা যাবে।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥