বলিউড হোক কিংবা টলিউড শীত পড়তেই একের পর এক বিয়ে সারছেন একাধিক সেলিব্রেটি জুটি। বাংলা টেলিভিশন জগতে এই তালিকায় যুক্ত হয়েছে আরও এক নতুন নাম। তিনি হলেন স্টার জলসার জনপ্রিয় সিরিয়াল ‘শ্রীময়ী’ খ্যাত অভিনেত্রী পৌষ্মিতা গোস্বামী (Poushmita Goswami)। গত বছরের আগস্টেই নিজের মনের মানুষের সাথে আইনি বিয়ে সেরে রেখেছিলেন অভিনেত্রী।
আর এবার এই ভরা মাঘে তার সাথেই সামাজিক বিয়েটাও সেরে ফেললেন অভিনেত্রী। উল্লেখ্য ছোটপর্দার এই জনপ্রিয় অভিনেত্রী শ্রীময়ী (Sreemoye) সিরিয়ালে একেবারে শেষ পর্যায়ে এন্ট্রি নিয়েছিলেন। সিরিয়ালে শ্রীময়ীর জা পরমার ভূমিকায় দেখা গিয়েছিল পৌষ্মিতাকে। উল্লেখ্য শ্রীময়ী ছাড়াও আরও একাধিক জনপ্রিয় সিরিয়ালে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছিলেন পৌষ্মিতা।
বাঘ বন্দি খেলা, ওগো নিরুপমা, সাঁঝের বাতি, রিমলির মতো একাধিক ধারাবাহিকে চুটিয়ে অভিনয় করেছেন পৌষ্মিতার। জানা যাচ্ছে এই টেলিভিশন অভিনেত্রীর বরও আসলে বিনোদন জগতের মানুষ। বাংলা টেলিভিশনের অন্যতম চর্চিত প্রযোজনা সংস্থা অ্যাক্রোপলিস এন্টারটেইনমেন্ট-এর কার্যনিবাহী প্রযোজক অর্ণব রায়ের (Arnab Roy) সাথেই এদিন গাঁটছড়া বেঁধেছেন পৌষ্মিতা।
সূত্রের খবর স্টার জলসার জনপ্রিয় সিরিয়াল ‘সাঁঝের বাতি’ (Sanjher Bati)-র হাত ধরেই আলাপ হয় এই জুটির। শুরুটা শুধু বন্ধুত্ব দিয়ে হলেও ধীরে ধীরে তা প্রেমে রুপান্তরিত হয়। এরপর গতবছরেই আইনি বিয়ে সরার ছয় মাসের মধ্যে এবার অগ্নি সাক্ষী রেখে সামাজিক বিয়েটাও সেরে ফেললেন অর্ণব-পৌষ্মিতা।
পরিবার ও একদম ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে একেবারে সাদামাটাভাবে বিয়ে সেরেছেন এই জুটি। তবে এদিন নজর কাড়ল বিয়ের কনে পৌষ্মিতার অভিনব সাজ। লাল শাড়ি আর সোনালি ব্লাউজের সাথেই নজর কেড়েছিল অভিনেত্রীর পরনে থাকাজাঙ্ক জুলেয়ারি। অন্যদিকে বিয়ের আসরে বসেই পুষ্পা সিনেমার জনপ্রিয় ডায়লগে এক্সপ্রেশন দিতেও দেখা গেল নবদম্পতি কে।