• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

গোঁফ দিয়ে যায় চেনা! এদিকে শ্রীলেখার কান্ড দেখে চক্ষু চড়কগাছ নেটিজেনদের

Published on:

Sreelekha Mitra

বয়সের কোনোদিনই ধারধারেন না শ্রীলেখা মিত্র (Sreelekha Mitra)। এই বয়সেও তার দৃপ্ততা, ব্যক্তিত্ব, অভিনয়, ঠোঁটকাটা স্বভাব সবই চর্চার বিষয়। বয়স বাড়লেও তিনি একফোঁটাও বাড়তে দেননা তার মনের বয়স। সপাটে স্পষ্ট কথা স্পষ্ট ভাবে মুখের উপর বলার জন্য একাধিকবার সমালোচিতও হয়েছেন তিনি। কিন্তু কোনোকিছুই তাকে দমিয়ে রাখতে পারেনি।

কখনো মেয়ের জন্মদিনে ‘টুম্পা’গানে উত্তাল নাচ তো কখনো জিমে গিয়ে বয়স কমানোর চেষ্টা, এসব ছেলেমানুষী করতেই দেখা যায় তাকে। আদরের মেয়ে আর অনেকগুলি পোষ্য নিয়েই সংসার শ্রীলেখার। তাদের নিয়েই দিন কেটে যায় অভিনেত্রীর। তবে যে যাই বলুক না কেন বাঙালিদের হৃদয়ে শ্রীলেখার আলাদাই একটা জায়গা রয়েছে।

Sreelekha Mitra

সোশ্যাল মিডিয়াতেও বেশ সক্রিয় অভিনেত্রী। ইনস্টাগ্রামে লক্ষাধিক অনুগামী রয়েছে তার। সেখানে মাঝে মধ্যেই নানান ছবি ও ভিডিও শেয়ার করে থাকে অভিনেত্রী। যা শেয়ার হবার পর ভাইরাল হতে খুব বেশি সময় লাগে না। সম্প্রতি অভিনেত্রী নিজের একটি ছবি শেয়ার করেছেন ইনস্টাগ্রামে। ছবিতে দেখা যাচ্ছে গোঁফ গজিয়েছে অভিনেত্রীর। ছবিটি শেয়ার করে অভিনেত্রী ক্যাপশনে লিখেছেন, ‘মুচমুচে’।

Sreelekha Mitra

আসলে গোঁফটি যে নকল গোফ তা বলার অপেক্ষা রাখে না। শুটিংয়ের ক্ষেত্রে এমন গোফ ব্যবহার করা হয় অনেক সময়। হয়তো সেই নকল গোঁফই ব্যবহার করেছেন অভিনেত্রী। আবার তার ছবিটির নিচে কিছু ফিল্টার দেখতে পাওয়া যাচ্ছে, যার মানে কোনো সফটওয়ারের দাড়াও নিজের এই গোঁফ আনতে পারেন অভিনেত্রী।

Sreelekha Mitra Comments

তবে অভিনেত্রীর এই ছবি কিন্তু বেশ পছন্দ হয়েছে নেটিজেনদের। এক নেটিজেন অভিনেত্রীর ছবিতে মন্তব্য করেছেন, ‘মন্দ নয়, নোসপিনটা সরালে। আর শুধু মুখ টুকু রাখলে বোঝা মুশকিল হয়ে যেত’। তো কেউ বলেছেন আরো একটু বড় করে বায়ুসেনার পাইলট অভিনন্দনের মত করে ফেলুন। বলাই যায় অভিনেত্রী শ্রীলেখার এই ছবিটি বর্তমানে ভাইরাল নেটপাড়ায়।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥