• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

বৃষ্টি হতেই প্রেম জাগল শ্রীলেখার মনে! হাওয়া গায়ে মেখে ‘তুমি বলো’ গেয়ে বাইকে চড়তে চান অভিনেত্রী

শ্রীলেখা মিত্র,শখ,বাইক রাইড,এই পথ যদিনা শেষ হয়,Sreelekha mitra,bike ride,ei poth jodi na sesh hoy,tollywood

৪৬ বছরে পা দিয়েও এখনও এক্কেবারে ফুরফুরে এবং এভারগ্রীণ তিনি। কথা হচ্ছে, টলিউডের অন্যতম চর্চিত অভিনেত্রী শ্রীলেখা মিত্রকে (Sreelekha Mitra) নিয়ে। সোশ্যাল মিডিয়ায় নিয়মিত অ্যাক্টিভ থাকেন তিনি। মূলত সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই প্রতিনিয়ত অনুরাগীদের সাথে সারাক্ষণ যোগাযোগ রাখতে ভালোবাসেন এই অভিনেত্রী।জীবনের নানা ভালো লাগা খারাপ লাগা সবটাই ভাগ করে নেন অনুরাগীদের সাথে।

আজ মুসলিমদের পরব খুশির ঈদ আবার হিন্দুদের অক্ষয় তৃতীয়াও। সকাল থেকেই শহর জুড়ে বৃষ্টি, ঠান্ডা ঠান্ডা আবহ কয়েকদিনের কাঠফাটা গরম একেবারে হাওয়া। সকলেরই এমন দিনে কাছের মানুষকে কাছে পেলে মন্দ লাগেনা। এবার ৫০ এর কোঠার শ্রীলেখারও জীবনে প্রেমের হাওয়া। বৃষ্টি পড়ে মাটি ভিজতেই তার মন আনচান।

শ্রীলেখা মিত্র,শখ,বাইক রাইড,এই পথ যদিনা শেষ হয়,Sreelekha mitra,bike ride,ei poth jodi na sesh hoy,tollywood

এর আগে মেঘলা দিনে, “এই মেঘলা দিনে একলা ” গেয়ে নিজের অবস্থার কথা জানিয়েছিলেন অভিনেত্রী৷ তবে আজ আর কোনোও রাখঢাক রাখলেন না অভিনেত্রী। এমনিতেই তিনি প্রেমিক মানুষ। তার সোশ্যাল মিডিয়ায় চোখ রাখলেই দেখা যায় প্রেম নিয়ে তার নানান রকম ফ্যান্টাসির কথা।

শ্রীলেখা মিত্র,শখ,বাইক রাইড,এই পথ যদিনা শেষ হয়,Sreelekha mitra,bike ride,ei poth jodi na sesh hoy,tollywood

তাই এমন এক ছুটির দিনে বৃষ্টিভেজা হাওয়া গায়ে মেখে একদিনের জন্য সুচিত্রা সেন হয়ে রোমান্টিক নায়ক উত্তম কুমারকে খোঁজ করলেন অভিনেত্রী৷ সোশ‍্যাল মিডিয়ায় শ্রীলেখা লিখলেন, ‘এই আবহাওয়ায় ‘তুমি বলো’ গাইতে গাইতে বাইক রাইড নিতে ইচ্ছে করছে। বহুদিন কারোর বাইকে উঠিনি। শখের প্রাণ গড়ের মাঠ আর কী!’ শ্রীলেখার প্রস্তাব দেখে তো অনুরাগীরা এক পায়ে খাঁড়া। তাদের মতে বাইক নেই, শ্রীলেখা রাজি হলে টোটো, সাইকেলেও বেড়াতে নিয়ে যেতে পারেন তারা।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥