টলিউড হোক কিংবা বলিউড বিনোদন জগতে অভিনেতা অভিনেত্রীদের মধ্যে রেষারেষির ঘটনা নতুন কিছু নয়। তাই রুপোলি পর্দার অভিনেতা অভিনেত্রীদের রেষারেষির কথা কমবেশি সকলেই জানেন। টলিউডের এমনই দুজন জনপ্রিয় বাঙালি অভিনেত্রী হলেন ঋতুপর্ণা সেনগুপ্ত এবং অভিনেত্রী শ্রীলেখা মিত্র।
বাংলা ইন্ডাস্ট্রিতে অন্যতম স্পষ্টবাদী অভিনেত্রী হিসাবে যথেষ্ট নামডাক রয়েছে শ্রীলেখা মিত্রের। অভিনয় হোক কিংবা রাজনীতি নানা বিষয়ে মন্তব্য থেকে পোস্ট শেয়ার করে থাকেন শ্রীলেখা। তাঁর সাথে টালিউড ইন্ডাস্ট্রির দিদি অর্থাৎ ঋতুপর্ণা সেনগুপ্তের রেষারেষির কথা ওপেন সিক্রেট।
প্রসঙ্গত বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা। তার আগে প্রত্যেক বছর মহালয়া হয়ে যায়, দুর্গা সাজার প্রতিযোগিতা। ব্যতিক্রম হয়নি এ বছরও। কালার্স বাংলার তরফে সবার প্রথমেই জানিয়ে দেওয়া হয়েছিল এবার তাদের চ্যানেলে মা দুর্গা হচ্ছেন টলিউড অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। সম্প্রতি ঋতুপর্ণার মহালয়ার একটি ভিডিও ক্লিপিং সোশ্যাল মিডিয়ার নিজের থেকে শেয়ার করে নিয়েছেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র।
ব্যঙ্গ করেই ক্যাপশনে তিনি লিখেছেন ‘আহা দুপুরটা জাস্ট জমে গেল। আহা কি হেরিলাম সত্যি বলছি দারুন, আমি বাকরুদ্ধ। আমায় কেন কাজ দেবে টালিগঞ্জ? স্বাভাবিকভাবেই অভিনেত্রীর এই পোস্টটি ফের একবার উস্কে দিয়েছে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির নেপোটিজমের মত বিষয়। সেইসাথে কমেন্ট সেকশনে উপচে পড়েছে মন্ত্যব্যের ঝড়।
একজন লিখেছেন ‘যত সব গাঁজাখুরি গল্প। রাজ্যের অগ্নি এবং বিদ্যুৎ দপ্তরকে হাওয়াই চটি চেটে বিনা খরচে দেখানো হচ্ছে। এইসব গল্প নিয়ে এবং অ্যানিমেশন লাগিয়ে কেন উপস্থাপন করে জানিনা’। আবার একজন লিখেছেন ‘ফ্রুট নিনজা গেম অযাপ ফ্রুট নিনজা গেম অ্যাপে যেমন ফ্রুট স্লাইস করে সেভাবে অসুর স্লাইস করে দিল রে বাবা’।