• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

সুদীপাদের খুব ভালোভাবে চেনা আছে! গয়না বিতর্কে ‘রান্নাঘর’ সঞ্চালিকাকে ধুয়ে দিলেন শ্রীলেখা মিত্র

ডেলিভারি বয় বিতর্ক থেকে শুরু হয়েছিল, এরপর থেকে একের পর এক বিতর্কে জড়িয়েছেন ’রান্নাঘর’ সঞ্চালিকা সুদীপা চট্টোপাধ্যায় (Sudipa Chatterjee)। জনপ্রিয় অভিনেতা অরিত্র দত্ত বণিকের সঙ্গে বিতর্কে জড়ানোর রেশ কাটতে না কাটতেই এবার গয়না বিতর্কে (Jewellery controversy)  জড়িয়েছেন তিনি। যা নিয়ে হইচই পড়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়।

আসলে ধনতেরাসের আগে নিজের বুটিকে বিভিন্ন জিনিসের বিজ্ঞাপন করছিলেন সুদীপা। আর সেখানেই একটি বেফাঁস মন্তব্য করে বসেন তিনি। আর এরপর থেকেই তা নিয়ে শুনতে হচ্ছে কটাক্ষ। এবার এই গয়না বিতর্কে এক নামী সংবাদমাধ্যমের কাছে মুখ খুলেছেন টলিউডের (Tollywood) নামী নায়িকা শ্রীলেখা মিত্র (Sreelekha Mitra)।

   

Sudipa Chatterjee

দুর্গা পুজোর নবমীর দিন সুদীপা নিজের সাজ শেয়ার করেছিলেন সোশ্যাল মিডিয়ায়। সেখানেই নিজের গলায় পরে থাকা নেকলেসের সম্বন্ধে বলতে গিয়ে ‘রান্নাঘর’ সঞ্চালিকা বলেন সেটি দেখতে খুব সুন্দর হলেও বেশ দামি। সেই জন্য তাঁর ক্রেতাদের জন্য একই রকমের নকশার নেকলেস এনেছেন তিনি। ব্রোঞ্জ এবং তামা দিয়ে পালিশ করা সেগুলি। দামও সাধ্যের মধ্যেই।

সুদীপার এই বক্তব্য শোনার পরই বেশ চটে যান নেটিজেনদের একাংশ। তাঁর কমেন্ট বক্স খুললেই চোখে পড়বে কত কথা শুনতে হয়েছে তাঁকে। এবার এই নিয়ে এক নামী সংবাদমাধ্যমের তরফ থেকে টলি সুন্দরী শ্রীলেখা মিত্রের কাছে প্রশ্ন রাখা হয়। যার জবাবে নিজের স্বভাবসিদ্ধ ধরণে সুদীপাকে কার্যত ধুয়ে দেন তিনি।

Sreelekha Mitra

সংশ্লিষ্ট সংবাদমাধ্যমের তরফে শ্রীলেখাকে জিজ্ঞেস করা হয়, চলতি বছর ধনতেরাসে কি তিনি সোনা কিনবেন? জবাবে অভিনেত্রী বলেন, ‘আমার কাছে যদি টাকা থাকত তাহলে দামি সোনার গয়না কিনতাম না। বরং আমার বাচ্চাগুলোর জন্য জমি কিনতাম’। টলি অভিনেত্রী এরপর এও স্পষ্ট করে জানিয়ে দেন যে, বাচ্চা বলতে তিনি তাঁর পোষ্যদের কথা বলছেন।

এরপরই শ্রীলেখার সামনে সুদীপার কথা উঠলে স্পষ্টভাবে বলে দেন তিনি সেই বিষয়ে কোনও কথাই বলতে চান না। অভিনেত্রীর কথায়, ‘ওঁদের বিষয়ে কোনও মন্তব্য করার মত সময় আমার হাতে নেই ওঁদের সবাইকে আমি খুব ভালো করে চিনি’।