• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

আপনার ব্রা-য়ের স্ট্র‍্যাপ দেখা যাচ্ছে! ডোন্ট কেয়ার অ্যাটিটিউড নিয়ে মুখ ভেঙিয়ে দিলেন শ্রীলেখা মিত্র

Sreelekha Mitra,Tollywood,Instagram,Social Media,শ্রীলেখা মিত্র,টলিউড,সামাজিক মাধ্যম,ইনস্টাগ্রাম,বডিশেমিং,Body shaming,রিমঝিম মিত্র,Rimjhim Mitra,bra,viral video,bra strap,ব্রা

শ্রীলেখা মিত্র (Sreelekha Mitra) নামটা টলিউডপ্রেমীদের কাছে বেশ পরিচিত একটি নাম। টলিউডের নানা সুন্দরী অভিনেত্রী থাকলেও শ্রীলেখার ফ্যানবেস রয়েছে আলাদাই। অভিনেত্রীর বয়স চল্লিশ পেরোলেও এখনো কিন্তু সমান পরিমান আকর্ষণীয় অভিনেত্রী দর্শকদের কাছে। বাকি অভিনেত্রীদের থেকে একটু বেশি স্বাস্থ্যবান শ্রীলেখা। নিজের শরীর কন্ট্রোলে রাখার জন্য যথেষ্ট পরিশ্রমও করেন। জিম থেকে শুরু করে ডায়েট কন্ট্রোল সবটাই রয়েছে তার প্রতিদিনের রুটিনে।

সোশ্যাল মিডিয়াতে বেশ সক্রিয় অভিনেত্রী। নিজের নানান ছবি ও ভিডিও শেয়ার করে অনুরাগীদের সাথে যোগাযোগ বজায় রাখেন সেখানে। তাছাড়া শরীর ফিট রাখতে জিমে কতটা কসরত করছেন অভিনেত্রী সেই ছবিও শেয়ার করেন মাঝে মধ্যেই। স্বাস্থ্যবান বলে সাহসীকতার কোনো অভাব নেই শ্রীলেখার। এই বয়সেও তার ‘বোল্ডনেসে’ ঘায়েল ৮ থেকে ৮০।

Sreelekha Mitra,Tollywood,Instagram,Social Media,শ্রীলেখা মিত্র,টলিউড,সামাজিক মাধ্যম,ইনস্টাগ্রাম,বডিশেমিং,Body shaming,রিমঝিম মিত্র,Rimjhim Mitra,bra,viral video,bra strap,ব্রা

কিন্তু তার অনুরাগী সংখ্যার যেমন অভাব নেই তেমনই তার হেটার্স সংখ্যাও কম নয়। ছবি পোস্ট করা মাত্রেই বডি শেমিং এর শিকার হন অভিনেত্রী। কখনও ‘থলথলে বৌদি’, কখনও ‘মুটকি ‘ এহেন নানান বিদ্রুপ সহ্য করতে হয় তাকে। দিন দুয়েক আগেই, শ্রীলেখা গান ধরেছিলেন, ‘মেঘলা দিনে একলা ঘরে থাকেনা তো মন’। ভিডিওতে গানের শেষে অনুরাগীদের উদ্দেশ্যে অভিনেত্রী ছুঁড়ে দিয়েছিলেন উড়ন্ত চুমু। তার গানের প্রশংসায় পঞ্চমুখ হয়েছিলেন অনেকেই। কারোর কারোর কথায়, ‘আপনার গলাটা তো বেশ’।

Sreelekha Mitra,Tollywood,Instagram,Social Media,শ্রীলেখা মিত্র,টলিউড,সামাজিক মাধ্যম,ইনস্টাগ্রাম,বডিশেমিং,Body shaming,রিমঝিম মিত্র,Rimjhim Mitra,bra,viral video,bra strap,ব্রা

কিন্তু সেখানে এক জনৈক নেটিজেন লিখেছিলেন, ‘স্ট্র‍্যাপটা খুলে ফেলো আরও ভালো লাগবে, আরও ভালো শো-অফ করবে। ‘ ফের বডি শেমিং এর শিকার হতেই, উত্তরে অভিনেত্রী লিখেছিলেন, ‘ কেন বলুন তো, পরতে ইচ্ছা করছে বুঝি কিন্তু পারছেন না? জ্বালাটা বুঝি। ‘

 

সম্প্রতি নিজের ইন্সটাগ্রাম হ্যান্ডেলে তাদের জবাব দিতেই যেন এই নতুন ভিডিও বানালেন অভিনেত্রী। যেখানে শাড়ি ঠিক করতে দেখা যাচ্ছে অভিনেত্রীকে। তখন কেউ তাকে ধরিয়ে দেন তার ‘ব্রায়ের স্ট্র‍্যাপ বেরিয়ে আছে’। এইকথা শোনা মাত্রেই প্রথমে সে স্ট্র‍্যাপ ঠিক করতে গেলেও, পরবর্তীতেও ইচ্ছে করে আরও খানিক বের করে দেন নিজের স্ট্র‍্যাপ সাথে মুখ ও ভেঙিয়ে দেন। এই ভিডিও ঝড়ের গতিতে ভাইরাল নেটপাড়ায়।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥