• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

বৃষ্টির দিনে চরম রোমান্টিক মুডে শ্রীলেখা, ‘চুমুতে মেপে নেব কলিশন’ বললেন অভিনেত্রী

টলিউডের সেক্সী অভিনেত্রীদের  তালিকায় অন্যতম অভিনেত্রী শ্রীলেখা মিত্র (sreelekha mitra)। বয়সের কোনোদিনই ধারধারেন না শ্রীলেখা। এই বয়সেও তার দৃপ্ততা, ব্যক্তিত্ব, অভিনয়, ঠোঁটকাটা স্বভাব সবই চর্চার বিষয়। বয়স বাড়লেও তিনি একফোঁটাও বাড়তে দেননা তার মনের বয়স। সপাটে স্পষ্ট কথা স্পষ্ট ভাবে মুখের উপর বলার জন্য একাধিকবার সমালোচিতও হয়েছেন তিনি। কিন্তু কোনোকিছুই তাকে দমিয়ে রাখতে পারেনি।

তার বোল্ডনেসে এখনো ঘুম ওড়ে পুরুষভক্তদের। বয়স বা স্থূলকায় চেহারার ধার না ধেরেই খোলামেলা পোশাকে ইন্সটাগ্রামে নিয়মিত ছবি আপলোড করেন অভিনেত্রী। অভিনেত্রীর ইন্সটা হ্যান্ডেল ঘুরে এলেই দেখা যাবে, শরীরচর্চার বিভিন্ন ছবি প্রায়শই তিনি শেয়ার করে থাকেন তিনি। তবে এবার বর্ষার মরশুমে খানিক প্রেমের অনুভূতির উদয় হয়েছে অভিনেত্রীর মনে।

   

Sreelekha Mitra

অভিনেত্রীর সোশ্যাল মিডিয়া সে কথাই বলছে। সম্প্রতি নিজের ফেসবুকে একটি ছবি শেয়ার করেছেন অভিনেত্রী। ছবিতে হালকা পোশাক পরিহিত ছবিতে দেখতে পাওয়া যাচ্ছে অভিনেত্রীকে। ছবিতেই লেখা রয়েছে একটি চার লাইনের কবিতা, ‘ সে দেশ খুঁজে পেলে জানিও , যেখানে প্যারালাল দৃষ্টিপথ অ্যাসপিরেশন। তোমাকে ভাবাবোই ভাববো, চুমুতে মেপে নেব কলিশন’।

শ্রীলেখা মিত্র Sreelekha Mitra

যে ছবিটি শেয়ার করে এই চার পংক্তি লিখেছেন শ্রীলেখা সেটি কিছুদিন আগের এক ফটোশুটে তোলা। চিত্রগ্রাহক রাণা বসুকে এর জন্য সৌরভ মিত্রকে কৃতজ্ঞতাও জানিয়েছেন অভিনেত্রী। শ্রীলেখার এই ছবিটি মাত্র কয়েক ঘন্টা হয়েছে শেয়ার  করে। এরই মধ্যেই হাজারো লাইক এসে পড়েছে ছবিতে।

প্রসঙ্গত, একসময় একাধিক ছবিতে দেখা গেলেও বর্তমানে তাকে খুব কমই দেখা যায়। শেষ দেখা গিয়েছিল ‘১২ সেকেন্ড’ নামের একটি শর্ট ফিল্মে। তবে অভিনেত্রীর হাতে রয়েছে আরো দুটি ছবি যার একটি হল অভিযান্ত্ৰিক ও অন্যটি হল অ্যাকোরিয়াম। অভিযান্ত্ৰিক ছবিতে দিতিপ্রিয়া রায়ের সাথে অভিনয় করবেন শ্রীলেখা।