টলিউডের (Tollywood) অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায়ের (Abhishek Chattopadhyay) প্রয়াণের পর কেটে গিয়েছে একটা মাস। অভিনেতার চলে যাওয়ায় যে শূন্যতা তৈরী হয়েছিল সেটা পূরণ কখনোই সম্ভব নয় তবে কাজ তো আর থেমে থাকে না! তাই আবারো নিজের ছন্দে ফিরেছে টেলি ইন্ডাস্ট্রি। তবে এখনো অনেকেই অভিনেতার চলে যাওয়ার শোক এখনো কাটিয়ে উঠতে পারেননি। সম্প্রতি অভিনেত্রী শ্রীলেখা মিত্র (Sreelekha Mitra) নিজেও অভিষেকের সাথে নিজের একটি স্মৃতি শেয়ার করে নিয়েছেন সকলের সাথে।
শ্রীলেখা মিত্র সোশ্যাল মিডিয়াতে বরাবরই বেশ সক্রিয়। মাঝে মধ্যেই ছবি থেকে ভিডিও বার্তা শেয়ার করেন অভিনেত্রী নিজের লক্ষাধিক অনুরাগীদের সাথে। এবার অভিনেত্রী সোশ্যাল মিডিয়াতে দেখা মিলল পুরোনো এক ছবির ঝলক। একসময়ের জনপ্রিয় বাংলা ছবি ‘আপন হল পর’ ছবির টুকরো মুহূর্ত শেয়ার করেছেন অভিনেত্রী।
ছবিতে শ্রীলেখা মিত্র অভিষেক চট্টোপাধ্যায় ছাড়াও সৌমিত্র চট্টোপাধ্যায়, বিপ্লব চট্টোপাধ্যায়, প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও ইন্দ্রানী হালদারের মত তারকারা অভিনয় করেছিলেন। দুদশক আগে ২০০০ সালে রিলিজ হওয়া ছবিটি আজও জনপ্রিয় দর্শকদের কাছে। বছর দুয়েক আগেই অভিনেত্রী এই সিনেমার একটি ভিডিও রেকর্ড করে শেয়ার করেছিলেন নিজের ফেসবুকে। সেই ভিডিওই নতুন করে ভাইরাল হয়ে পড়েছে নেটপাড়ায়।
অভিনেত্রীর শেয়ার করা ভিডিওতে দেখা যাচ্ছে, শ্রীলেখাকে পকেটমারের অভিযোগে জেলে পারছেন পুলিশ অফিসার অভিষেক চট্টোপাধ্যায়। ভিডিওটি পুনরায় নিজের ফেসবুকে শেয়ার করে শ্রীলেখা লিখেছেন, ‘স্মৃতিতে ফিরে এলো মিঠুদা।’ সাথে ট্যাগ করেছেন অভিনেতার স্ত্রী সংযুক্তা চট্টোপাধ্যায়কেও।
আসলে অভিনেতার মৃত্যুর পর টলিউড ইন্ডাস্ট্রি নিয়ে নিজের ক্ষোভ উগরে দিয়েছিলেন অভিনেত্রী। স্পষ্ট কথাতেই জানিয়েছিলেন, বেঁচে থাকলে কেউ খোঁজ নেয় না। আর মারা যাওয়ার পর বাড়িতে ইন্ডাস্ট্রির সমস্ত লোক ও মিডিয়ার ভিড়। বেঁচে থাকলেই খারাপ আর চোখ বুজলেই অমনি তিনি ভালো হয়ে যান। এমনটা নিজের সাথে হোক মোটেও চাই না।
শ্রীলেখা স্পষ্ট জানান, ‘আমি মরলে যেন ইন্ডাস্ট্রির আর মিডিয়ার সার্কাস না হয়’। অর্থাৎ শান্তিতে মরতে চান তিনি, একজন চলে যাওয়ার পর এই সমস্ত সার্কাস বড্ড বিরক্তিকর লাগে তাঁর কাছে। শুধু তাই নয়, ইন্ডাস্ট্রির ‘দাদা-দিদিদেরকেও’ ছেড়ে কথা বলেননি অভিনেত্রী। নাম না করেই তীব্র কটাক্ষ করেছেন তাদের।