• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

দেব টাকা ঢালছে তাই রুক্মিণী বিনোদিনী হয়েছে! বিস্ফোরক মন্তব্য শ্রীলেখার

টলিপাড়ার (Tollywood) নামী নায়িকা রুক্মিণী মৈত্র (Rukmini Maitra) এবার নটি বিনোদিনী (Noti Binodini) রূপে আসছেন। রামকমল মুখোপাধ্যায়ের (Ramkamal Mukherjee) ছবিতে বিনোদিনী হিসেবে তাঁর লুক আগেই প্রকাশ্যে এসেছে। আর এরপর থেকেই শুরু হয়েছে বিতর্ক। কেউ বলছেন, রুক্মিণীকে বিনোদিনী হিসেবে দারুণ দেখতে লাগছে, কারোর আবার দাবি, একেবারেই মানাচ্ছে না। তাঁদের মধ্যে অন্যতম হলেন টলিপাড়ার আর এক নামী অভিনেত্রী শ্রীলেখা মিত্র (Sreelekha Mitra)।

বিনোদিনী (Binodini) হিসেবে রুক্মিণীর প্রথম লুক প্রকাশ্যে আসতেই শ্রীলেখা ফেসবুকে (Facebook) লিখেছিলেন, ‘বিনোদিনী কি রোগা ছিলেন? ক্যাজুয়াল প্রশ্ন। শুধু জ্ঞান বাড়ানোর জন্য’। সেই পোস্টেই অভিনেত্রীর সংযোজন, ‘এমনিতেই শত্রুর অভাব নেই। তাই কেউ ব্যক্তিগতভাবে নেবেন না’। অভিনেত্রীর এই পোস্ট দেখার পর থেকে উত্তাল সোশ্যাল মিডিয়া।

   

Sreelekha Mitra and Rukmini Maitra

নেটিজেনদের একাংশ শ্রীলেখাকে ‘হিংসুটে’, ‘কুচুটে’ বলে সম্বোধন করতেও দ্বিধা বোধ করেননি। অভিনেত্রীর বয়ানে টলিপাড়ার অন্দরে যে বিতর্কের ঝড় উঠেছে তা যে সহজে থামবে না তা বেশ বোঝা যাচ্ছে। সম্প্রতি আবার একটি নামী সংবাদমাধ্যমের তরফ থেকে এই বিষয়ে বিস্তারিত কথা বলার জন্য শ্রীলেখার সঙ্গে  যোগাযোগ করা হয়।

‘স্পষ্টবাদী’ হিসেবে পরিচিত শ্রীলেখা বলেন, ‘আমি রুক্মিণী মৈত্রকে একটুও হিংসে করি না। ও ফুটফুটে একটা বাচ্চা মেয়ে। ওঁর প্রেমিক দেব অধিকারীকে খুশি করার জন্য ওঁকে নেওয়া হয়েছে। কারণ দেব পয়সা দিচ্ছে, এতে ওঁর কীই বা করার আছে! কিন্তু তাই বলে যোগ্য অভিনেতা থাকা সত্ত্বেও যাকে বিনোদিনী মানাচ্ছে না তাঁকে প্রস্থেটিক মেক আপ করে বিনোদিনী সাজাতে হবে?’

Sreelekha Mitra Noti Binodini controversy

উল্লেখ্য, শ্রীলেখাকে ‘কাদম্বরী’ ছবিতে বিনোদিনী দাসীর ভূমিকায় দেখা গিয়েছিল। খুব সামান্য সময় হলেও, নিজের দুর্দান্ত অভিনয়ে নজর কেড়েছিলেন তিনি। এই প্রসঙ্গে অভিনেত্রী বলেন, ‘আমাকে নিতে হবে না। তবে অনন্যা চট্টোপাধ্যায় আছেন, ওঁকে নেওয়া যেত। আমি তখন একটুও সমালোচনা করতাম না। তাতে সত্যি সত্যি বাংলা সিনেমার পাশেও দাঁড়ানো হতো’।

শ্রীলেখা যখন বিনোদিনীর চরিত্রে রুক্মিণীকে নেওয়া নিয়ে একের পর এক মন্তব্য করছেন, তখন পিছিয়ে থাকেননি ছবির প্রযোজক অরিত্র দাসও। ‘রোগা বিনোদিনী’ বিতর্কে তিনি বলেন, এই বিষয়ে শ্রীলেখা একটু বেশিই চিন্তিত হয়ে পড়েছেন। তাঁর কথায়, বায়োপিকে যে অভিনেতা-অভিনেত্রী অভিনয় করুন না কেন তাঁদের সবসময় দেখতে একরকম হয় না। তা সে ভগৎ সিংয়ের ভূমিকায় অজয় দেবগণের অভিনয় করা হোক বা রানী লক্ষ্মীবাঈয়ের চরিত্রে কঙ্গনা।