• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

‘নিজের বাড়িতে নিজের পয়সায় খেয়েছি, বেশ করেছি’ জন্মদিনে মদ্যপান নিয়ে মুখ খুললেন শ্রীলেখা

টলিউডের ঠোঁট কাটা অভিনেত্রী শ্রীলেখা মিত্র (Sreelekha Mitra)। নিজের অভিনয়ের জন্য তো বটেই, তবে ইন্ডাস্ট্রির স্পষ্টবাদী অভিনেত্রী হিসাবেও তাঁর খ্যাতি কিছু কম নয়। মাঝে মধ্যেই বিতর্কে জড়িয়ে পড়েন তিনি। তবে সোশ্যাল মিডিয়াতে কিন্তু বেশ সক্রিয় তিনি। সম্প্রতি নিজের ৫০তম জন্মদিনের একাধিক ছবি ও ভিডিও পোস্ট করেছিলেন অভিনেত্রী।

জন্মদিনের সেলিব্রেশনের (Birthday Celebration) ভিডিও শেয়ার করে জানিয়েছিলেন, হ্যাঁ আমার বয়স ৫০। তবে বয়স যে শুধুই সংখ্যা মাত্র সেটাও বুঝিয়ে দিয়েছিলেন তিনি। এদিন মধ্যরাত থেকেই বাড়িতে সেলিব্রেশন চলেছে। মেয়ে মাইয়‍্যা, বন্ধু বান্ধবী তো ছিলই সাথে ছিল জিম পার্টনার ত্র‍্যম্বক রায়চৌধুরী সহ বেশ কয়েকজন।

   

Sreelekha Mitra Bold statement on 50th Birthday

এদিন মেয়ের সাথে ‘উ আনটাভা’ গানে নাচতেও দেখা গিয়েছে শ্রীলেখাকে। এরপর সেলিব্রেশনে কেক কাটা থেকে খাওয়া দাওয়া এমনকি পানীয় সমস্ত ব্যবস্থায় ছিল। এমনকি একটি লাইভ ভিডিও শেয়ার করেছিলেন অভিনেত্রী। যেখানে বন্ধুদের সাথে গোল করে বসে টাকিলা শট নিতে দেখা গিয়েছিল তাঁকে। ভিডিওটি ভাইরাল হয়ে পরে ও অনেকেই কটাক্ষ করতে শুরু করেন অভিনেত্রীকে।

Sreelekha Mitra reply to netizens on drinking on her birthday

এবার নিন্দুকদের জবাব দিতে মুখ খুললেন শ্রীলেখা। ফেসবুকে অভিনেত্রী লিখেছেন, আমার টাকিলা শটস খাওয়ার ভিডিও তৃণমূলের ছানাপোনারা ভাইরাল করেছে। বেচারাদের চুরির পয়সা, সস্তা বাংলা খেতে হয় বলে খুব কষ্ট পেয়েছে আমার দামি মদ খাওয়া দেখে। আহারে! নিজের বাড়িতে নিজের পয়সায় নিজের জন্মদিনে খেয়েছি, বেশ করেছি।’

প্রসঙ্গত, জন্মদিনে শ্রীলেখাকে দেখে বোঝা মুশকিল ছিল যে তিনি ৫০ এ পা দিচ্ছেন। তারপর এক ভিডিওতে অভিনেত্রী নিজেই ৫০ এর বেলুন হাতে নিয়ে বলেন, হ্যাঁ আমার বয়স ৫০। ১৯৭২ এ জন্ম আমার। আমি ৫০ এ পা দিলাম, এজ শেমিং করার থাকলে করতে পারো কিছু যায় আসে না।

শুধু তাই নয়, এরপর অভিনেত্রী বলেন, আমার মেয়েকে যতগুলো ছেলে দেখবে তার থেকে একটা হলেও বেশি ছেলে আমায় দেখবে। তারপর আরও বলেন, আগে বলা হাত মেয়েরা কুড়িতেই বুড়ি। আমরা বয়সের বাঁধা অনেক শুরে সারিয়ে দিয়েছি। বয়স তো শুধু একটা সংখ্যা, এটা আমাদের মনেই শুধু রয়েছে।