গত কয়েকদিন ধরেই বিভিন্ন ক্ষেত্রে মন্তব্য করে শিরোনামে উঠে এসেছেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র (Sreelekha Mitra)। ঠোঁটকাটা বামসমর্থক অভিনেত্রী নিজের মত প্রকাশ করতে কখনোই পিছ-পা হননা। সম্প্রতি, বিজেপি সমর্থক অভিনেত্রী রিমঝিম মিত্রের (Rimjhim Mitra) এক অন্য চেহারা নেটমাধ্যমে তুলে ধরলেন শ্রীলেখা।
টলিউডে বহুবারই ‘বডিশেমিং’ এর শিকার হয়েছেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র। ইন্ডাস্ট্রিতে কাজ করার সময়ও অনেকেই তাকে ‘মোটা’ বলে দাগিয়ে দিতে দুবার ভাবেননি। গত কয়েকদিন আগেই বিধানসভা নির্বাচনের সময়, একদম সামনের সারিতে থেকেই বাম দলের প্রচার চালাচ্ছিলেন শ্রীলেখা মিত্র, অন্যদিকে রিমঝিম মিত্র তার বিরোধী দল বিজেপির (BJP) সমর্থক।
তখনই খুব অশ্লীল ভাষায় শ্রীলেখাকে আক্রমণ করে রিমঝিম লিখেছিলেন, “থলথলে বৌদি আমায় ব্লকিয়েছেন, কমরেট মাংস পিণ্ড কি এটা ঠিক করল আমার সঙ্গে?” এবার সেই অপমানেরই উত্তর দিলেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র।
বুধবার একটি পুরোনো জামা পরে ছবি তুলে রিমঝিমের সেই পুরোনো মন্তব্য শেয়ার করে শ্রীলেখা লেখেন, “এই পোশাকের ট্যাগটা এখনও রয়ে গিয়েছে। বাইরে কখনও পরিনি। দিনের পর দিন ইন্ডাস্ট্রির এবং সাধারণ মানুষরা বডি শেমিং করেছে তথাকথিত ‘মোটা’ হওয়ার জন্য। দিদি এত জিম করেন কমেনি একটুও। আমার থেকে বেশি যেন বাকিদের বারোমাসের সমস্যা এটা। আমি তো স্বঘোষিত ফুডি এবং জিন বা খাবার হজম করার শক্তি যাই বলুন না কেন আমি জানি আমি গোলগাল। যাক গে আমি নিয়মিত শরীরচর্চা করি আর জোর গলায় বলতে পারি ৪০ বছরের মাঝামাঝি এসে ২০ বছর বয়সের থেকেও বেশি ফিট আছি। তখন কাজ হারাবার ভয়ে হাঁটুর ব্যথা পর্যন্ত লুকিয়ে কাজ করতাম। এখন তা আর নেই। সবশেষে এখন একটাই কথা বলতে চাই আমার এই পোশাকটি ফিট হয়েছে আর এ শরীরের প্রত্যেকটা ভাঁজ একান্ত আমার। বিষয়টা ফিট থাকার ফ্যাট নয়। ঘূর্ণিঝড় যশ থেকে সুরক্ষিত থাকুন।” পরে অবশ্য শ্রীলেখা জানান, যারাই তার দৈহিক গঠন নিয়ে কুমন্তব্য করেন এই পোস্ট তাদের জন্যেই।