• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

জামাকাপড় নিলাম করছেন শ্রীলেখা, চারপেয়ে সন্তানদের জন্য নায়িকার উদ্যোগ দেখে মুগ্ধ নেটিজেনরা

Published on:

Sreelekha Mitra,Sreelekha Mitra clothes auction,Tollywood,entertainment,শ্রীলেখা মিত্র,শ্রীলেখা মিত্র পোশাকের নিলাম,টলিউড,বিনোদন

পুজোর আগেই আলমারি ফাঁকা শ্রীলেখা মিত্রের (Sreelekha Mitra)! মা দুর্গার আগমনের আগে যেখানে পোশাক কিনে সকলে আলমারি ভর্তি করতে থাকেন, সেখানে হঠাৎ কেন উল্টো পথে হাঁটলেন টলি সুন্দরী? ফেসবুকে পোস্ট করে নিজেই ফাঁস করেছেন কারণও।

আলমারি ফাঁকা করে সব জামাকাপড় বিছানায় রেখে ছবি তুলে তুলে বৃহস্পতিবার তা ফেসবুকে পোস্ট করেন টলিউডের এই নামী নায়িকা। সেই সঙ্গেই জানান, তিনি তাঁর চারপেয়ে সন্তানদের জন্য ফান্ড সংগ্রহ করছেন। আর ঠিক সেই কারণেই নিজের সব জামা কাপড় নিলামে (Auction) তুলেছেন তিনি।

Sreelekha Mitra with her pets

শ্রীলেখা ছবির ক্যাপশনে লিখেছেন, ‘অনেক ভেবে দেখলাম এত জামাকাপড়ের আমারার প্রয়োজন নেই। কিছু কিছু অকশন (নিলাম) করব, কেমন হবে? একবার পরা, একবারও না পরা অনেক ড্রেসেস, শাড়ি আছে। যে টাকাটা উঠবে (যদি ওঠে) সেটা দিয়ে চারপেয়ে বাচ্চাগুলোর জন্য একটা ফান্ড তৈরি করব। ভাবনাটা ঠিক ভাবলাম কি? জানাবেন’।

Sreelekha Mitra clothes for auction

ফেসবুক পোস্টের ক্যাপশনের শেষে অভিনেত্রী এও জানিয়েছেন, তিনি কিছু জামাকাপড় ‘স্বপ্নের পাঠশালা’কে দিচ্ছেন। টলি সুন্দরীর এই অভিনব উদ্যোগ দেখে একেবারে মুগ্ধ হয়ে গিয়েছেন নেটিজেনরা। পশু-পাখিদের জন্য শ্রীলেখার ভালোবাসা দেখে বেশ ভালোলেগেছে তাঁদের।

একজন নেটাগরিক অভিনেত্রীর পোস্টে কমেন্ট করেছেন, ‘খুবই ভালো উদ্যোগ’। একজন আবার এই উদ্যোগে শামিল হওয়ার ইচ্ছাপ্রকাশ করে লিখেছেন, ‘খুব ভালো উদ্যোগ দিদি। কখনো এরম উদ্যোগে আমিও শামিল হতে পারলে ভালোলাগবে’। এমনই বহু কমেন্ট করে নেটিজেনরা শ্রীলেখাকে তাঁর এই উদ্যোগের জন্য সাধুবাদ জানিয়েছেন।

Sreelekha Mitra,Sreelekha Mitra clothes auction,Tollywood,entertainment,শ্রীলেখা মিত্র,শ্রীলেখা মিত্র পোশাকের নিলাম,টলিউড,বিনোদন

সারমেয়দের প্রতি শ্রীলেখার ভালোবাসার কথা অনুরাগীদের অজানা নয়। অনেক দিন ধরে তাদের হয়ে লড়াই চালিয়ে যাচ্ছেন অভিনেত্রী। শ্রীলেখা যেখানে থাকেন, সেই আবাসনে সারমেয়দের খেতে দেওয়া নিয়ে বহুবার আপত্তি উঠেছে। প্রচুর কটুক্তিও শুনেছেন টলি সুন্দরী। তবুও তিনি থামেননি। নিজের লড়াইটা চালিয়ে গিয়েছেন। এবার নিজের সেই চারপেয়ে সন্তানদের জন্যই আরও একটি অভিনব উদ্যোগ গ্রহণ করলেন নায়িকা।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥