• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

কারোর বাগানবাড়িতে সময় কাটাতে পারব না! ইন্ডাস্ট্রি নিয়ে বিস্ফোরক শ্রীলেখা মিত্র

Published on:

Sreelekha Mitra opens up about not getting investor or work in industry

বাংলা বিনোদন জগতের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী শ্রীলেখা মিত্র (Sreelekha Mitra) । বরাবরই মনের কথা মুখের ওপর বলতে ভালোবাসেন অভিনেত্রী। যার জেরে তাকে নিয়ে সমালোচনাও কম হয় না। কিন্তু কখনও কারও কথার ধার ধারেন না স্পষ্টবাদী শ্রীলেখা মিত্র। সম্প্রতি বং সন্মানপ্রদান করা হয়েছে বাংলা ইন্ডাস্ট্রিরএকাধিক তারকাদের। কিন্তু সেখানে বঞ্চিত রয়ে গিয়েছেন সুপারস্টার জিৎ। এবার সেই নিয়েই কটাক্ষ শানিয়েছেন অভিনেত্রী।

বিনোদন জগতের হলেও আজ খুব একটা পর্দায় দেখা মেলে না অভিনেত্রীর। এর জন্য বিনোদনের সাথে রাজনীতির মিশে যাওয়াকেই দুষেছেন তিনি। অভিনেত্রীর মন্তব্য ‘পেয়ারের মন্ত্রী’ নেই বলে নতুন ছবি তৈরীর জন্য টাকা মিলছে না। এমনকি রাজনীতি করেন না বলে কাজও জোটেনা ঠিক মত।

Sreelekha Mitra,Tollywood Industry,Bengali Film Industry,শ্রীলেখা মিত্র,বাংলা ছবি ইন্ডাস্ট্রি,এবং ছাদ,Sreelekha Mitra about Film Industry

কিছুদিন আগেই ‘এবং ছাদ’ ছবির জন্য পুরস্কার জিতেছেন শ্রীলেখা মিত্র। শ্রীলেখার পরিচালিত এই ছবিটি একেরপর এক পুরস্কার জিতেই চলেছে। সম্প্রতি রোশনি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ২০২২ এ বিদেশী শর্ট ফিল্ম হিসাবে সেরা অভিনেত্রী ও স্পেশ্যাল জুড়ি অ্যাওয়ার্ড পেয়েছে ছবিটি।

এমন একটা খুশির খবর উচ্ছসিত হয়ে সোশ্যাল মিডিয়াতেও শেয়ার করেছিলেন তিনি। তবে সাথে ছিল খানিক আক্ষেপের সুরও। অভিনেত্রী লেখেন, ‘এত কিছুর পরেও ২-৫ লক্ষ টাকা কেউ বিনিয়োগ করবেন না তাও জানি। আমার পেয়ারের কোনো মন্ত্রী শান্ত্রী নেই।’

Sreelekha Mitra

অভিনেত্রীর ক্ষোভ প্রকাশ পেয়েছে সংবাদ মাধ্যমের কাছেও। যেখানে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে যেখানে কাজ স্বীকৃতি পাকছে সেখানে বাংলা ইন্ডাষ্ট্রিতেই কোনো কদর নেই। কাজ পাওয়া তো দুরস্ত, হাতে তিনটি ছবি থাকলেও তাঁর জন্য কোনো ইনভেস্টর মিলছে না। ‘এবং ছাদ’ ছবির পরে ‘এরপর বারান্দা’, ‘তারপর বেডরুম’, ‘অতঃপর বাথরুম’ এই তিনটি ছবির জন্য বিনিয়োগকারীর খোঁজ চালাচ্ছেন অভিনেত্রী।

প্রসঙ্গত, বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে বেশ কয়েক বছর কাটিয়ে ফেলেছেন শ্রীলেখা। তবে অনেকেই এখনো কাজ করলেও তার হাতে কাজ নেই। এই প্রসঙ্গে অভিনেত্রীর স্পষ্ট মন্তব্য, কারোর বাগানবাড়িতে গিয়ে সময় কাটাতে পারবো না। ভাল কাজ  করব বলে টাকার দরকার। তবে কারোর পায়ের তলায় বসতে পারবো না।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥