বাংলা বিনোদন জগতের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী শ্রীলেখা মিত্র (Sreelekha Mitra) । বরাবরই মনের কথা মুখের ওপর বলতে ভালোবাসেন অভিনেত্রী। যার জেরে তাকে নিয়ে সমালোচনাও কম হয় না। কিন্তু কখনও কারও কথার ধার ধারেন না স্পষ্টবাদী শ্রীলেখা মিত্র। সম্প্রতি বং সন্মানপ্রদান করা হয়েছে বাংলা ইন্ডাস্ট্রিরএকাধিক তারকাদের। কিন্তু সেখানে বঞ্চিত রয়ে গিয়েছেন সুপারস্টার জিৎ। এবার সেই নিয়েই কটাক্ষ শানিয়েছেন অভিনেত্রী।
বিনোদন জগতের হলেও আজ খুব একটা পর্দায় দেখা মেলে না অভিনেত্রীর। এর জন্য বিনোদনের সাথে রাজনীতির মিশে যাওয়াকেই দুষেছেন তিনি। অভিনেত্রীর মন্তব্য ‘পেয়ারের মন্ত্রী’ নেই বলে নতুন ছবি তৈরীর জন্য টাকা মিলছে না। এমনকি রাজনীতি করেন না বলে কাজও জোটেনা ঠিক মত।
কিছুদিন আগেই ‘এবং ছাদ’ ছবির জন্য পুরস্কার জিতেছেন শ্রীলেখা মিত্র। শ্রীলেখার পরিচালিত এই ছবিটি একেরপর এক পুরস্কার জিতেই চলেছে। সম্প্রতি রোশনি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ২০২২ এ বিদেশী শর্ট ফিল্ম হিসাবে সেরা অভিনেত্রী ও স্পেশ্যাল জুড়ি অ্যাওয়ার্ড পেয়েছে ছবিটি।
এমন একটা খুশির খবর উচ্ছসিত হয়ে সোশ্যাল মিডিয়াতেও শেয়ার করেছিলেন তিনি। তবে সাথে ছিল খানিক আক্ষেপের সুরও। অভিনেত্রী লেখেন, ‘এত কিছুর পরেও ২-৫ লক্ষ টাকা কেউ বিনিয়োগ করবেন না তাও জানি। আমার পেয়ারের কোনো মন্ত্রী শান্ত্রী নেই।’
অভিনেত্রীর ক্ষোভ প্রকাশ পেয়েছে সংবাদ মাধ্যমের কাছেও। যেখানে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে যেখানে কাজ স্বীকৃতি পাকছে সেখানে বাংলা ইন্ডাষ্ট্রিতেই কোনো কদর নেই। কাজ পাওয়া তো দুরস্ত, হাতে তিনটি ছবি থাকলেও তাঁর জন্য কোনো ইনভেস্টর মিলছে না। ‘এবং ছাদ’ ছবির পরে ‘এরপর বারান্দা’, ‘তারপর বেডরুম’, ‘অতঃপর বাথরুম’ এই তিনটি ছবির জন্য বিনিয়োগকারীর খোঁজ চালাচ্ছেন অভিনেত্রী।
প্রসঙ্গত, বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে বেশ কয়েক বছর কাটিয়ে ফেলেছেন শ্রীলেখা। তবে অনেকেই এখনো কাজ করলেও তার হাতে কাজ নেই। এই প্রসঙ্গে অভিনেত্রীর স্পষ্ট মন্তব্য, কারোর বাগানবাড়িতে গিয়ে সময় কাটাতে পারবো না। ভাল কাজ করব বলে টাকার দরকার। তবে কারোর পায়ের তলায় বসতে পারবো না।