• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

সিরিয়াল ছাড়তে বাধ্য করা হয়েছিল! আসল সত্যি জানিয়ে বিস্ফোরক শ্রীলেখা

Published on:

টলিউড,Tollywood,শ্রীলেখা মিত্র,Sreelekha Mitra,বাংলা সিরিয়াল,Bengali Serial,বিস্ফোরক মন্তব্য,Explosive Comment

টলিউড (Tollywood) ইন্ডাস্ট্রিতে স্পষ্টবাদী হিসাবে বেশ জনপ্রিয় অভিনেত্রী শ্রীলেখা মিত্র (Sreelekha Mitra)। বরাবরই মনে যা মুখেই তাই থাকে অভিনেত্রীর। তাই সত্যি কথা মুখের ওপর বলতে দু’বার ভাবেন না তিনি। যার জন্য মাঝেমধ্যেই শিরোনামে উঠে আসেন অভিনেত্রী। আজ থেকে বছর পাঁচেক আগে তেমনই একবার সিরিয়ালে (Serial) অভিনয় ছাড়ার কারণ জানিয়ে বিস্ফোরক মন্তব্য (Explosive Comment ) করেছিলেন অভিনেত্রী।

প্রসঙ্গত একটা সময় টেলিভিশনের পর্দায় চুটিয়ে অভিনয় করেছেন শ্রীলেখা। উপহার দিয়েছেন একাধিক হিট সিরিয়াল। তালিকায় রয়েছে ‘এই তো জীবন’,‘প্রতিবিম্ব’,’বন্ধন’ এর মতো একাধিক জনপ্রিয় সব মেগা  সিরিয়াল। এমনকি একটা সময় জি বাংলার জনপ্রিয় নন ফিকশন রিয়ালিটি শো মীরাক্কেলের প্রত্যেক সিজনে বিচারকের আসনে দেখা যেত অভিনেত্রীকে।

Sreelekha Mitra Sarcastic reply to netizens Virgin calling

তবে বেশ অনেক বছর হয়ে গেল ইদানিং আর ছোট পর্দায় দেখা যায় না শ্রীলেখাকে। তবে একবার অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায় সঞ্চালিত জি বাংলার জনপ্রিয় রিয়ালিটি শো আপুর সংসারের মঞ্চে এসে সিরিয়াল নিয়ে নিজের জীবনের এক তিক্ত অভিজ্ঞতার কথা জানিয়েছিলেন অভিনেত্রী।

টলিউড,Tollywood,শ্রীলেখা মিত্র,Sreelekha Mitra,বাংলা সিরিয়াল,Bengali Serial,বিস্ফোরক মন্তব্য,Explosive Comment

আসলে সেবার শ্রীলেখা আসার কিছুদিন আগেই এই শোতে এসে জনপ্রিয় টেলি অভিনেত্রী অঞ্জনা বসু শাশ্বত চ্যাটার্জীকে বলেছিলেন শ্রীলেখা মিত্র তাঁর নাম বাজে কথা বলেন কেন? অভিনেত্রীর কথায় , ‘আমি জানি না কেন, শ্রীলেখাদির আমার উপর অসন্তোষ, রাগ আছে’। এই প্রসঙ্গে শ্রীলেখার কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন ‘প্রথমত আমি ভদ্রমহিলাকে চিনি না। খুব অল্প চিনি। তিনি আমার জীবনের এতটাও গুরুত্বপূর্ণ কেউ নন, যে তাঁকে আমি বাজে কথা বলব’।

এরপরেই বিস্ফোরক অভিযোগ এনে অভিনেত্রীর সংযোজন ‘আমি বাজে কথা বলার মানুষ নই। তাঁর সঙ্গে খুব বেশি কাজ করিনি, একটিই সিরিয়াল করেছিলাম, যেটা আমায় ছাড়তে বাধ্য করা হয়েছিল। এটা একটা বাজে ঘটনা, তার জন্য আমি ভদ্রমহিলার সম্পর্কে বাজে কথা বলে বেড়াই না। আমি জানতাম না ওর জীবনে আমি এত গুরুত্বপূর্ণ মানুষ’।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥