• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

পরনে শাড়ি, চোখে রাগ, হাতে বন্দুক, কাকে মেরে দেবেন শ্রীলেখা? ভাইরাল ছবি ঘিরে শুরু জল্পনা

শ্রীলেখা মিত্র,শাড়ি,নতুন ছবি,টলিউড,Sreelekha mitra,saree,new photo,tollywood

টলিউডের ঠোঁট কাটা অভিনেত্রী শ্রীলেখা মিত্র (Sreelekha Mitra)। নিজের অভিনয়ের জন্য তো বটেই, তবে ইন্ডাস্ট্রির স্পষ্টবাদী অভিনেত্রী হিসাবেও তাঁর খ্যাতি কিছু কম নয়। মাঝে মধ্যেই বিতর্কে জড়িয়ে পড়েন তিনি। তবে নিজের ব্যস্ত শিডিউলের মধ্যেও বরাবরই সোশ্যাল মিডিয়ায় দারুন অ্যাক্টিভ থাকেন অভিনেত্রী। মূলত সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই প্রতিনিয়ত অনুরাগীদের সাথে সারাক্ষণ যোগাযোগ রাখতে ভালোবাসেন এই অভিনেত্রী।জীবনের নানা ভালো লাগা খারাপ লাগা সবটাই ভাগ করে নেন অনুরাগীদের সাথে।

বর্তমানে ৪৬ বছরে পা দিয়েছেন অভিনেত্রী। এই বয়সেও শ্রীলেখার গ্ল্যামার আর অভিনয়ের দক্ষতায় ঘায়েল বহু পুরুষ। নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলেও নয়া নয়া অবতারে হাজির হন এই অভিনেত্রী। শাড়ি অথবা ওয়েস্টার্ন আজও সব পোশাকে মোহময়ী তিনি, তাই তাকে নিয়ে দর্শকদের কৌতুহলের শেষ নেই।জীবনের নানা ভালো লাগা খারাপ লাগা সবটাই ভাগ করে নেন অনুরাগীদের সাথে।

শ্রীলেখা মিত্র,শাড়ি,নতুন ছবি,টলিউড,Sreelekha mitra,saree,new photo,tollywood

এবার আবার অভিনেত্রী নতুন ছবি পোস্ট করা মাত্রই তা নিয়ে চর্চা শুরু হয়। কেননা এক্কেবারে হটকে লুকে ধরা দিয়েছেন তিনি। তার পরনে শাড়ি, হাতে বন্দুক এবং চোখে রাগ। এর আগে এই ধরণের চরিত্রে তাকে কখনোই দেখা যায়নি।

শ্রীলেখা মিত্র,শাড়ি,নতুন ছবি,টলিউড,Sreelekha mitra,saree,new photo,tollywood

অনেকেই মনে করছেন অভিনেত্রী নিজের আসন্ন ছবির ফার্স্টলুক শেয়ার করেছেন, যেখানে তিনি খুব শক্তিশালী একটি চরিত্রে হয়ত অভিনয় করছেন। অনেকের মতে, অ্যাকশনধর্মী কোনোও ছবিতে নিশ্চিত তাকে দেখা যাবে। তবে এই বিষয়ে শ্রীলেখাকে কোনোও মন্তব্য করতে দেখা যায়নি। তবে এই লুকে তাকে যে বেশ কনফিডেন্ট লাগছে তা বলাই বাহুল্য।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥