মা হল এমন একটা শব্দ যেটার মধ্যে একটা আস্ত পৃথিবী রয়েছে। সন্তানদের যেমন আগলে রাখে তেমনি সংসারকেও এক সুতোয় বেঁধে রাখে মায়েরা। ছোট থেকে বড় হলেও মায়ের ভালোবাসা কিন্তু থাকে একইরকম অমলিন আর অমূল্য। কিন্তু সকলের মায়ের ভালোবাসা সারাজীবন পাওয়া হয় না। অনেকেই মাকে হারিয়ে বিশাল এই পৃথিবীতে একা হয়ে পড়েন। টলিউডের অভিনেত্রী শ্রীলেখা মিত্রও (Sreelekha Mitra) তাদের মধ্যে একজন।
টলিউডের অভিনেত্রীদের মধ্যে বেশ পরিচিত ও চর্চিত অভিনেত্রী শ্রীলেখা। একাধিক ছবিতে অভিনয় করে দর্শকের মনে নিজের স্থান পাকা করেছেন অনেক আগেই। বর্তমানে খুব একটা দেখা মেলে না অভিনয়ের পর্দায় তবে সোশ্যাল মিডিয়াতে বেশ সক্রিয় অভিনেত্রী। লক্ষ লক্ষ অনুগামীদের সাথে জীবনের টুকরো থেকে বিশেষ মুহূর্ত শেয়ার করেন শ্রীলেখা। সাথে নানা বিষয়ে মন্তব্য করে মাঝে মধ্যেই শিরোনামে উঠে আসেন অভিনেত্রী।
সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে একটি আবেগঘন পোস্ট করেছেন শ্রীলেখা। যেটা ইতিমধ্যেই নজরে এসেছে অভিনেত্রীর অনুগামীদের। আজ পাঁচ বছর হল মাতৃহারা অভিনেত্রী। আজকের দিনে অর্থাৎ ১২ই অগাস্ট মাকে হারিয়েছিলেন অভিনেত্রী। এদিন সোশ্যাল মিডিয়াতে মায়ের একটি ছবি শেয়ার করে শ্রীলেখা লিখেছেন, ‘মা ডাক আর মায়ের বুকে মাথা দেওয়া দুটোই খুব মিস করি’।
মায়ের মৃত্যুবার্ষিকীতে অভিনেত্রীর এই আবেগঘন বার্তায় সমবেদনা জানিয়েছেন নেটিজেনরাও। আসলে মা এমনই হয়, মায়ের আদর মায়ের ভালোবাসা সত্যিই অতুলনীয়। আর মা চলে গেলে যে চরম শুন্যতা তৈরী হয় সেটা পূরণ হওয়া খুবই কঠিন। শ্রীলেখা নিজেও একজন মা। বিয়ের পর ডিভোর্স হয়ে গেলেও মেয়েকে নিয়েই দিব্যি সুখে আছেন অভিনেত্রী।
প্রসঙ্গত, মাঝে দীর্ঘদিন অভিনয়ে দেখা না গেলেও সম্প্রতি খুশির খবর মিলেছে। সুশান্ত রায়ের পরিচালিত ‘ন্যায়’ ছবিতে দেখা মিলবে শ্রীলেখার। ইতিমধ্যেই ছবিতে শ্রীলেখার চরিত্রের কিছু ছবি প্রকাশ্যে এসেছে। যা শেয়ার হবার পরেই ব্যাপকভাবের ভাইরাল হয়ে পড়েছে। ছবিতে বেশ খানিকটা ইন্দিরা গান্ধীর মত লুকে দেখা যাচ্ছে অভিনেত্রীকে।