• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

প্রেমিকা বয়সে বড়? সমস্যা নেই! কি করবেন পরামর্শ দিচ্ছেন স্বয়ং শ্রীলেখা মিত্র

Published on:

Sreelekha Mitra love tips instagram video,Sreelekha Mitra,Love Tips,Different age lovers,শ্রীলেখা মিত্র,প্রেমের টিপস,টলিউড,Tollywood

বিগত কয়েকদিন ধরেই সোশ্যাল মিডিয়ায় এক মজার প্রশ্নোত্তর পর্বের খেলায় মেতেছেন টলিউড অভিনেত্রী শ্রীলেখা মিত্র (Sreelekha Mitra)। সম্প্রতি এক ভিডিয়ো বার্তায় অভিনেত্রী জানিয়েছিলেন, এবার থেকে ফ্যানেদের প্রশ্নের উত্তর দেবেন তিনি। তবে ভক্তদের অসংখ্য প্রশ্নের মধ্যে থেকে নিজের যেটা মনে হয় সেই প্রশ্নটাই বেছে নেন অভিনেত্রী। সেই প্রশ্ন যদি উত্তর দেওয়ার মতো হয়ে থাকে তবেই তার উত্তর দেন শ্রীলেখা।

সম্প্রতি ইনস্টাগ্রামে (Instagram) এমনই এক প্রশ্নোত্তর পর্বে শ্রীলেখার এক অনুরাগী তাঁকে প্রশ্ন করেন, ‘যদি আমি আমার থেকে বয়সে বড় কারও প্রেমে পড়ি তবে কি করা উচিত আমার?’ অনুরাগীর করা প্রশ্নের উত্তর নিয়ে হাজির হয়েছিলেন অভিনেত্রী। উত্তরপর্বের শুরুটা নিজের ছবির গান, ‘প্রেমে পড়া বারণ, কারণে অকারণ’ দিয়ে করলেও পরক্ষণেই শুধরে দিয়ে অভিনেত্রী বলেন ‘সেটা সবসময় খাটে না।’

Sreelekha Mitra

সেইসাথে অনুরাগীকে শ্রীলেখার পরামর্শ, ‘তোমার থেকে বয়সে বড় কারও প্রেমে পড়েছ তো কী হয়েছে? প্রেমে পড়েছ। প্রেমে পড়ে ওঠ। কী হয়েছে সে তোমার থেকে বয়সে বড় তো? কোথায় লেখা আছে মেয়েদেরকে বয়সে ছোট হতে হবে? তুমি তো ভালবাসছ, কারোর ক্ষতি তো করছ না।’

Sreelekha Mitra love tips instagram video,Sreelekha Mitra,Love Tips,Different age lovers,শ্রীলেখা মিত্র,প্রেমের টিপস,টলিউড,Tollywood

এমনই এক প্রশ্নোত্তর পর্বে কিছুদিন আগেই এক ভক্ত শ্রীলেখার কাছে জানতে চেয়েছিলেন ‘এই মুহূর্তে কেন আপনাকে মুভি করতে দেখা যাচ্ছে না? আপনি কি টলিউডকে বিদায় জানিয়েছেন নাকি রয়েছে অন্য কোনও কারণ?’ উত্তরে শ্রীলেখা জানিয়েছিলেন ‘আমি একজন শিল্পী। আমার কাজটা ৯ টা থেকে ৫ টার নয়। আর সব সময় যদি আমাকে দেখা যায় তবে দেখতে চাওয়ার আগ্রহ কমে যাবে বলে আমার মনে হয়।’

সেইসাথে অভিনেত্রীর আরও বলেছিলেন ‘আমার মধ্যে চিরকালই ভালো কাজ করার আকাঙ্খা রয়েছে। আর এই ভাল কাজ করার জন্য একজন অভিনেতার প্রস্তুতির প্রয়োজন পড়ে। অনেককেই রুজির জন্য কাজ করতে হয়, কিন্তু আমি সেই অধ্যায় পেরিয়ে এসেছি টাচউড। খুব শীঘ্রই নতুন প্রজেক্টে দেখা যাবে আমাকে।’

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥