• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

‘ওরা আমায় এখনও বৌদি ডাকে’, বিচ্ছেদের পরেও শ্বশুরবাড়ির সাথে সম্পর্ক অটুট শ্রীলেখার

টলিউডের (Tollywood) জনপ্রিয় অভিনেত্রী শ্রীলেখা মিত্র (Sreelekha Mitra)। বরাবরই তাঁকে নিয়ে অনুরাগীদের চর্চার শেষ নেই। বাংলা বিনোদন জগতে স্পষ্টবাদী হিসাবে যথেষ্ট নাম রয়েছে এই টলি সুন্দরীর। যার ফলে মাঝে মধ্যেই শিরোনামে উঠে আসেন অভিনেত্রী।  শ্রীলেখা মানে বরাবরই স্রোতের বিপরীতে হাঁটা একজন মানুষ। বরাবরই জীবনটাকে চুটিয়ে উপভোগ করতে ভালোবাসেন তিনি।

প্রসঙ্গত চারদিকে এখন বিয়ের মরশুম। সাধারণ মানুষ থেকে সেলিব্রেটি একে একে বিয়ের পিঁড়িতে বসছেন সকলেই। সেই বিয়ের নেমতন্ন আসছে অভিনেত্রী শ্রীলেখা মিত্রের কাছেও। ব্যস্ত শিডিউলের মধ্যেই সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় অভিনেত্রী। নিয়মিতভাবেই ব্যক্তিগত জীবনের ঝলক শেয়ার করে নেন সোশ্যাল মিডিয়ায়।

   

শিলাদিত্য সান্যাল,Shiladitya Sannyal,টলিউড,Tollywood,টলিউড অভিনেত্রী,Tollywood Actress,শ্রীলেখা মিত্র,Sreelekha Mitra,প্রাক্তন দেওর,Ex Brother in Law,বিয়ে,Marriage,শশুরবাড়ি,In Laws House

এদিন তেমনই বিয়ে বাড়ির সাজে একগুচ্ছ ছবি শেয়ার করে ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন ‘বিয়ে বাড়ি। দেওরের বিয়ে, ও কিন্তু এক্স নয়’। শ্রীলেখার করা এই পোস্টে সকলের চোখ আটকেছে ক্যাপশনে। এতদিনে সকলেই নিশ্চই জানেন শ্রীলেখার সাথে শিলাদিত্য সান্যালের (Shiladitya Sannyal) বিবাহ বিচ্ছেদের কথা। কিন্তু ডিভোর্সের পরেও নাকি অটুট রয়েছে তাদের পুরনো বন্ধুত্ব।

তাই ডিভোর্সের পরেও যে শ্বশুরবাড়ি আর সেখানকার সম্পর্কগুলো পাল্টে যায় না এবার তেমনটাই প্রমাণ করলেন শ্রীলেখা। তাই বিচ্ছেদের এত বছর পরেও অভিনেত্রী সশরীরে হাজির হয়েছিলেন প্রাক্তন স্বামী শিলাদিত্যর মামাতো ভাইয়ের বিয়েতে। এপ্রসঙ্গে সংবাদমাধ্যমে অভিনেত্রী জানিয়েছেন,‘ওরা আমায় এখনও বৌদি বলেই ডাকে। আমাদের সম্পর্ক সেই আগের মতোই রয়ে গিয়েছে। তাই তো লিখলাম, এক্স নয়।’

শিলাদিত্য সান্যাল,Shiladitya Sannyal,টলিউড,Tollywood,টলিউড অভিনেত্রী,Tollywood Actress,শ্রীলেখা মিত্র,Sreelekha Mitra,প্রাক্তন দেওর,Ex Brother in Law,বিয়ে,Marriage,শশুরবাড়ি,In Laws House
বিয়েবাড়ির সাজে এদিন শ্রীলেখার পরনে ছিল এমব্রয়ডারি করা সাদা সিল্কের শাড়ি। সাথে মানানসই হালকা গয়না। প্রসঙ্গত আজ থেকে ১৯ বছর আগে শ্রীলেখার সাথে বিয়ে হয়েছিল শিলাদিত্য সান্যালের (Shiladitya Sannyal)। বিয়ের দু-বছর পরেই অভিনেত্রীর কোল আলো করে আসে তাঁদের একমাত্র মেয়ে ঐশী। কিন্তু সেই বিয়ে টেকেনি। আজ থেকে ৭ বছর আগে ২০১৩ সালে ডিভোর্স হয় শ্রীলেখার। তারপর আর বিয়ে করেননি অভিনেত্রী।

তবে বিচ্ছেদ হলেও প্রাক্তন স্বামীর সাথে এখনও বন্ধুত্ব আছে শ্রীলেখা। সদ্য মেয়ের জন্মদিনে একফ্রেমে ধরা দিয়েছিলেন দুজন। এপ্রসঙ্গে একবার সাক্ষাৎকারে অভিনেত্রী বলেছিলেন  ‘দু-জন ভালো মানুষ এক ছাদের তলায় নাই থাকতে পারে তাই বলে তিক্ততা কেন থাকবে?’

site