বয়সের কোনোদিনই ধারধারেন না শ্রীলেখা মিত্র (Sreelekha Mitra)। এই বয়সেও তার দৃপ্ততা, ব্যক্তিত্ব, অভিনয়, ঠোঁটকাটা স্বভাব সবই চর্চার বিষয়। বয়স বাড়লেও তিনি একফোঁটাও বাড়তে দেননা তার মনের বয়স। সপাটে স্পষ্ট কথা স্পষ্ট ভাবে মুখের উপর বলার জন্য একাধিকবার সমালোচিতও হয়েছেন তিনি। কিন্তু কোনোকিছুই তাকে দমিয়ে রাখতে পারেনি।
তার বোল্ডনেসে এখনো ঘুম ওড়ে পুরুষভক্তদের। বয়স বা স্থূলকায় চেহারার ধার না ধেরেই খোলামেলা পোশাকে ইন্সটাগ্রামে নিয়মিত ছবি আপলোড করেন অভিনেত্রী। অভিনেত্রীর ইন্সটা হ্যান্ডেল ঘুরে এলেই দেখা যাবে, শরীরচর্চার বিভিন্ন ছবি প্রায়শই তিনি শেয়ার করে থাকেন তিনি। এখন তিনি মরিয়া বাড়তি ওজন কমাতে।
আর তার জন্যই লাগাতার কসরত করে চলেছেন শ্রীলেখা। এদিন শরীরচর্চা করে ওঠার পরেই একটি হট প্যান্ট এবং ইনারে বেশ সাহসী ছবি শেয়ার করে শ্রীলেখা লিখেছেন, “কিছুটা ওজন কমেছে, আরও কমাবো”। তবে সেই ছবিতেই ধেয়ে এসেছে কুরুচিপূর্ণ মন্তব্য। একজন স্পষ্টতই লিখেছেন, ” কিছু মনে করবেন না যতটা ভালোলাগবে ভেবেছিলাম, ততটা ভালো লাগছেনা”।
এই প্রথম নয়। টলিউডে বহুবারই ‘বডিশেমিং’ এর শিকার হয়েছেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র। ইন্ডাস্ট্রিতে কাজ করার সময়ও অনেকেই তাকে ‘মোটা’ বলে দাগিয়ে দিতে দুবার ভাবেননি।
গত কয়েকদিন আগেই বিধানসভা নির্বাচনের সময়, একদম সামনের সারিতে থেকেই বাম দলের প্রচার চালাচ্ছিলেন শ্রীলেখা মিত্র, অন্যদিকে রিমঝিম মিত্র তার বিরোধী দল বিজেপির (BJP) সমর্থক। তখনই খুব অশ্লীল ভাষায় শ্রীলেখাকে আক্রমণ করে রিমঝিম লিখেছিলেন, “থলথলে বৌদি আমায় ব্লকিয়েছেন, কমরেট মাংস পিণ্ড কি এটা ঠিক করল আমার সঙ্গে?” যদিও সেই অপমানের যথাযথ উত্তরও দিয়েছিলেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র।