• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

‘একটু শরীর চর্চা করুন’! ৪৬ বছরে পুষ্পার ‘সামি সামি’তে উত্তাল নাচ শ্রীলেখার, ভিডিও হুহু করে ভাইরাল

৪৬ বছরে পা দিয়েও এখনও এক্কেবারে ফুরফুরে এবং এভারগ্রীণ তিনি। কথা হচ্ছে, টলিউডের অন্যতম চর্চিত অভিনেত্রী শ্রীলেখা মিত্রকে (Sreelekha Mitra) নিয়ে। সোশ্যাল মিডিয়ায় নিয়মিত অ্যাক্টিভ থাকেন তিনি। মূলত সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই প্রতিনিয়ত অনুরাগীদের সাথে সারাক্ষণ যোগাযোগ রাখতে ভালোবাসেন এই অভিনেত্রী।জীবনের নানা ভালো লাগা খারাপ লাগা সবটাই ভাগ করে নেন অনুরাগীদের সাথে।

যার জেরে ব্যাক্তিগত জীবন থেকে শুরু করে,নানা বিতর্কিত মন্তব্য এমনই একাধিক বিষয়কে কেন্দ্র করে মাঝেমধ্যেই শিরোনামে উঠে আসেন এই অভিনেত্রী। এই বয়সেও সর্বক্ষণই ট্রেন্ডে থাকেন শ্রীলেখা। যা কিছু ট্রেন্ডিং তা কখনই মিস করেন না অভিনেত্রী।

   

শ্রীলেখা মিত্র,পুষ্পা,সামি সামি,ভাইরাল নাচ,Sreelekha mitra,pushpa,saami saami

এই যেমন এখন সোশ্যাল মিডিয়ায় তুমুল ভাইরাল ‘পুষ্পা’ ছবির বিভিন্ন গান। শুধু গানই বা বলছি কেন আল্লু অর্জুনের এই সিনেমার গান, সংলাপ, দৃশ্য, নায়কের হাঁটার স্টাইল সবই এখন সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং। বলাই বাহুল্য আল্লু অর্জুনের এই ছবি সারা দেশ জুড়ে রমরমিয়ে চলছে। গত বছরের শেষেই অর্থাৎ ডিসেম্বরের ১৭ তারিখ মুক্তির পর থেকেই একের পর এক রেকর্ড গড়ে চলেছে সুকুমার পরিচালিত এই সিনেমা। তামিল, তেলেগু, কন্নড়, মালয়ালম ও হিন্দি -এই ৫ টি ভাষায় ইতিমধ্যেই মুক্তি পেয়েছে ‘পুষ্পা: দ্য রাইজ পার্ট ওয়ান’।

শ্রীলেখা মিত্র,পুষ্পা,সামি সামি,ভাইরাল নাচ,Sreelekha mitra,pushpa,saami saami

এই ছবির ‘শ্রীভাল্লি’ বলুন বা ‘উ আন্তাভা মামা’ কিংবা ‘সামি সামি’ সবই সোশ্যাল মিডিয়ায় দুর্দান্ত ট্রেন্ডিং এই মুহুর্তে। বিশেষত ‘বালামসামে’ গানটি মহিলাদের মধ্যে বেশ জনপ্রিয়। রশ্মিকা মান্দানার আইকনিক স্টেপে রিল বানাচ্ছেন ইনফ্লুয়েন্সাররা। ইন্সটাগ্রাম বা ফেসবুক খুললে এই গানে প্রায় ৮ ১০ টা রিল চোখে পড়বেই পড়বে।

শ্রীলেখা মিত্র,পুষ্পা,সামি সামি,ভাইরাল নাচ,Sreelekha mitra,pushpa,saami saami

এবার পুষ্পা ছবির এই ‘সামি সামি’ গানেই তুমুল নাচলেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র। ডেনিম প্যান্ট, টিশার্ট আর তার উপর শার্ট চাপিয়ে একেবারে সাদামাটা ঘরোয়া পোশাকেই এই নাচ করলেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র। নেটিজেনদের একাংশ নাচের জন্য তাকে উৎসাহ যেমন দিয়েছেন আরেক দল আবার তার ওজন এবং বয়স নিয়ে কটাক্ষও করতে ছাড়েননি। তবে এসবে থোড়াই কেয়ার করেন শ্রীলেখা, বরং বয়সের সাথে সাথে পাল্লা দিয়ে বাড়ছে তার গ্ল্যামার।