বাঙালি অভিনেত্রী শ্রীলেখা মিত্র (Sreelekha Mitra)। টলিউড ইন্ডাস্ট্রিতে বহু পুরোনো এই অভিনেত্রীর গ্ল্যামার জগতে বেশ নাম রয়েছে। বর্তমানে ৪৫ বছরে পা দিয়েছেন অভিনেত্রী। এই বয়সেও শ্রীলেখার গ্ল্যামার আর অভিনয়ের দক্ষতায় ঘায়েল বহু পুরুষ। নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলেও নয়া নয়া অবতারে হাজির হন এই অভিনেত্রী। শাড়ি অথবা ওয়েস্টার্ন আজও সব পোশাকে মোহময়ী তিনি, তাই তাকে নিয়ে দর্শকদের কৌতুহলের শেষ নেই।
এবার অভিনেত্রী তার সোশ্যাল মিডিয়াতে একটি ভিডিও শেয়ার করেছেন। ভিডিওতে জনপ্রিয় ভাইরাল গান ‘টুম্পা সোনা, দুটো হাম্পি দেনা’ গানে মেয়ের সাথে উদ্যম নাচে নাচছেন শ্রীলেখা মিত্র। ভিডিও শেয়ার করে অভিনেত্রী ক্যাপশনে লিখেছেন, মেয়ের জন্মদিনের আগের সেলেব্রেশনের উদ্দ্যেশ্যেই এই নাচ। ভিডিওতে লাল রঙের টপ আর জিন্স পরে আছেন অভিনেত্রী শ্রীলেখা। প্রথমে মেয়ে মাইয়া সান্যাল (Maiya Sanyal) টুম্পা গানে নাচতে শুরু করেন, মাইয়ার পরনে রয়েছে কালো রঙের একটি টপ সাথে জিন্স।
মেয়ের নাচ দেখে ফোন ঘাঁটা ছেড়ে টুম্পা গানে উদ্যম নাচে মেতেছেন অভিনেত্রী। অভিনেত্রীর এই তুমুল নাচের ভিডিও ভাইরাল হয়ে পড়েছে নেটপাড়ায়। ভিডিও শেয়ার করার কিছুক্ষনের মধ্যেই হু হু করে বাড়ছে দর্শকের সংখ্যা। সাথে নেটিজনদের প্রশংসার ঝড় উঠেছে ভিডিওর মন্তব্যে। এক নেটিজেন তো ‘দারুন হয়েছে’ বলে মন্তব্য করেছেন। আবার কেউ ‘অসম’, তো কেউ ‘খুব ভালো হয়েছে’ বলে মন্তব্য করেছেন।
View this post on Instagram