• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

‘এত সহজে শ্রীলেখা মিত্র মরবে না, এখনও জ্বালানো বাকি’! অসুস্থ শরীরেও খোশ মেজাজে নায়িকা

Published on:

শ্রীলেখা,Sreelekha,করোনা পজিটিভ,Corona Positive,ফেসবুক পোস্ট,Facebook Post,শ্রীলেখার মেয়ে,Sreelekhas Daughter

বিনোদন জগতে ক্রমশ চওড়া হচ্ছে করোনার থাবা। একের পর এক করোনা আক্রান্ত হচ্ছেন একাধিক অভিনেতা অভিনেত্রী। এবার সেই তালিকায় যুক্ত হয়েছেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র (Sreelekha Mitra)। সোশ্যাল মিডিয়ায় নিয়মিত অ্যাক্টিভ শ্রীলেখা নিজেই পোস্ট করে জানিয়েছেন সেকথা। গতকাল অর্থাৎ শুক্রবার সন্ধ্যা বেলাতেই ফেসবুক পোস্টে করোনা পরীক্ষার ফলাফল জানিয়েছেন অভিনেত্রী।

উল্লেখ্য বিগত বেশ কিছুদিন ধরেই ভুগছিলেন অভিনেত্রী। শ্রীলেখা জানান দুই দিন দুই ধরে জ্বর, গলাব্যথা, কাশি, গা-হাত-পা মাথায় প্রচণ্ড যন্ত্রণা নিয়ে ভুগছিলেন তিনি। তবে অসুস্থ শরীর নিয়েই দিব্যি ছিলেন তিনি। মাঝে মধ্যেই অনুরাগীদের উদ্দেশ্যে পোস্ট করে, গান গেয়েছেন অভিনেত্রী। যার জেরে কটাক্ষের মুখে পড়ে পাল্টা কটাক্ষ করতেও ছাড়েনননি তিনি।

শ্রীলেখা,Sreelekha,করোনা পজিটিভ,Corona Positive,ফেসবুক পোস্ট,Facebook Post,শ্রীলেখার মেয়ে,Sreelekhas Daughter

বুধবারই নিজের করোনা পরীক্ষা করার কথা জনিয়েছিলেন শ্রীলেখা। এরপর শুক্রবার সন্ধেবেলা সোশ্যাল মিডিয়ায় নিজের একটি সেল্ফি শেয়ার করে অভিনেত্রী লিখেছিলেন, ‘আমার রিপোর্টের জন্য অপেক্ষা করছি। এরকম অপেক্ষা বোধহয় কোনওদিন কোনও প্রেমিকের জন্য করিনি।’

শ্রীলেখা,Sreelekha,করোনা পজিটিভ,Corona Positive,ফেসবুক পোস্ট,Facebook Post,শ্রীলেখার মেয়ে,Sreelekhas Daughter

এই পোস্ট করার কিছুক্ষণ পরেই অপর একটি পোস্টে শ্রীলেখা লিখলেন একটাই শব্দ,সেটা হল‘পজিটিভ’। তারপরেই হঠাৎ করে একদিন ফেসবুক লাইভে এসে আড্ডা দিতে বসে পড়েন অভিনেত্রী। অনুরাগীদের কাছে তিনি নিজেই জানতে চান ‘কোন অ্যাঙ্গেলে আমাকে কোভিড পজিটিভ বলে মনে হচ্ছে?’

শ্রীলেখা,Sreelekha,করোনা পজিটিভ,Corona Positive,ফেসবুক পোস্ট,Facebook Post,শ্রীলেখার মেয়ে,Sreelekhas Daughter

নিজের করোনা সংক্রমণের উৎস জানিয়ে এক অনুরাগীর কথার উত্তরে শ্রীলেখা নিজেই জানান ‘মোটেই ইউরোপ ঘুরে হয়নি। খুব সম্ভবত মেয়ের থেকে করোনা হয়েছে আমার। ও ৩১ তারিখ বন্ধুদের সাথে পার্টি করেছিল। সেখানে যাঁরা এসেছিল, তাঁদের মধ্যে করোনা জীবাণু ছিল।’ সেইসাথে অনুরাগীদের উদ্দেশ্যে অভিনেত্রী জানিয়েছেন ‘আমি চিন্তা করছি না। ডবল ভ্যাকসিন নেওয়া। আর এত সহজে শ্রীলেখা মিত্র মরবে না। এখনও অনেক জ্বালানো বাকি আছে।’

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥