• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

শিলাজিৎ এর সাথে বিছানায় ঘনিষ্ঠ শ্রীলেখা! ভাইরাল ‘১২ সেকেন্ডের’ উত্তেজক ভিডিও

এখনতো পরকীয়াও আইনি স্বীকৃতি পেয়েই গেছে। এবার এই বিবাহ বহির্ভূত অন্যসম্পর্কে জড়ালেন স্বয়ং শ্রীলেখা মিত্র। নিজের স্বামীকে ছেড়ে পর পুরুষের সঙ্গে পরকীয়ায় মজেছেন তিনি। শুধু তাই নয় তার এই কুকীর্তির কথা জেনে ফেলেছেন অভিনেত্রীর স্বামীও।এই নিয়ে ইতিমধ্যেই গুঞ্জন উঠেছে নেটপাড়ায়। তবে সব কৌতুহলের অবসান ঘটিয়ে এবার একটু খোলসা করে বলা যাক? রিয়েল নয় রিল লাইফে পরকীয়ায় জড়িয়ে পড়েছেন শ্রীলেখা মিত্র। পরিচালক অংশুমান ব্যানার্জির শর্ট ফিল্ম ১২’সেকেন্ডে এবার শ্রীলেখার সঙ্গে জুটি বাঁধতে চলেছেন বিখ্যাত গায়ক তথা অভিনেতা শিলাজিৎ মজুমদার। আর কাহানি মে টুইস্ট হল ছবিতে শ্রীলেখার স্বামীর ভূমিকায় দেখা যাবে শিলাজিৎকে।

শিলাজিৎ এবং শ্রীলেখা উভয়েই টলিউডের প্রতিষ্ঠিত অভিনেতা অভিনেত্রী কিন্তু কোনোদিন একসাথে দেখা মেলেনি তাদের। তবে এই প্রথম ছবিতেই যে তারা উষ্ণতার পারদ চড়াতে চলেছেন তা ছবির কিছু অংশ দেখলেই আন্দাজ করা সম্ভব। ছবির ট্রেলারেই খোলামেলা পোশাকে ক্যামেরায় ধরা দেন অভিনেত্রী। আসলে সবসময়ই নিজের ‘বোল্ড’ ভাব ভঙ্গিমার জন্য শিরোনামে থাকেন শ্রীলেখা।

   

Sreelekha Mitra (4)

এই ছবিতে শ্রীলেখার স্বামী শিলাজিৎ দেখতে পারবেন তার স্ত্রীর শরীরে অন্য পুরুষের আদরের চিহ্ন। তার ছেলে কোকেনের নেশায় আসক্ত, আর মেয়ে বয়সে অনেক বড় এক পুরুষের প্রেমে হাবুডুবু খাচ্ছেন। এতসব দেখে শিলাজিৎ এর মনে প্রতিশোধ স্পৃহা জন্মায়, তিনি মেরে ফেলতে চান সকলকে। এই সব নিয়েই এগোবে ছবির সাসপেন্স।

Sreelekha mitra,shilajit Majumder,12 sec,১২ সেকেন্ড,শিলাজিৎ মজুমদার,শ্রীলেখা মিত্র,শর্ট ফিল্ম

ছবিতে অভিনয়ের পাশাপাশি গানও গেয়েছেন শিলাজিৎ। গানের কথাতেও রয়েছে অশ্লীলতার ছাপ। শ্রীলেখা-শিলাজিৎ ছাড়াও ছবির অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন এনাক্ষী চৌধুরী এবং অরূপ দেব। ছবির সঙ্গীত পরিচালনা করেছেন রুদ্র সরকার, এবং চিত্রনাট্য লিখেছেন সুপর্ণা ঘোষ।

এই বয়সেও শ্রীলেখার গ্ল্যামার আর অভিনয়ের দক্ষতায় ঘায়েল বহু পুরুষ। নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলেও নয়া নয়া অবতারে হাজির হন এই অভিনেত্রী। শাড়ি অথবা ওয়েস্টার্ন আজও সব পোশাকে মোহময়ী তিনি, তাই তাকে নিয়ে দর্শকদের কৌতুহলের শেষ নেই। কাজের ক্ষেত্রে কোনোও কম্প্রোমাইজ এক্কেবারে না পসন্দ অভিনেত্রীর, আর তেমনই তার ব্যক্তিত্ব। নিজের ব্যক্তিত্বর সাথে সায় না দিলে তিনি কাজ ছাড়তেও ভাবেননা।