সময়টা ইদানিং খুবই খারাপ যাচ্ছে টলিউডের অভিনেত্রী শ্রীলেখা মিত্রর (Sreelekha Mitra) জন্য। দুদিন আগেই রথযাত্রার মত একটা শুভ দিনে আঘাত পেয়েছেন অভিনেত্রী। আঘাত পাওয়ার পর হাসপাতালে যেতে হয়েছিল তাকে। সেখান থেকেই ছবি শেয়ার করেছেন অভিনেত্রী। কপালে ব্যান্ডেজ পরে দেখা যাচ্ছে অভিনেত্রীকে। এদিন ছবি শেয়ার করে নিজের স্বাস্থ্যের আপডেট দিয়েছেন শ্রীলেখা।
চোট লাগার জেরে অপারেশন পর্যন্ত করতে হয়েছে বলেই জানা যাচ্ছে। ছবিতে দেখা যাচ্ছে অভিনেত্রীর চোখেরঠিক ওপরেই রয়েছে ব্যান্ডেজ। সেই ব্যান্ডেজে চোখটাও প্রায় ঢাকা পরেই গিয়েছে ,হাত দিয়ে ব্যান্ডেজ ধরে থাকা অবস্থাতেই সেলফি তুলে শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়াতে। যা নিমেষের মধ্যে ভাইরাল হয়ে পরে। ভক্তরা তাঁর স্বাস্থ্যের কথা জানার জন্য উদগ্রীব হয়ে পড়েন এই ছবি দেখে।
ছবি শেয়ার করে শ্রীলেখা ক্যাপশনে লিখেছেন, ‘একটা সাময়িক বিপত্তি ঘটেছে। কিন্তু আরো ভয়ঙ্কর হতে পারত। আমার চোখটা বেঁচে গিয়েছে। তবে হয়তো দাগ থেকে যাবে। যদিও দাগ ভাল, এর অর্থ জীবনটা ভাল কেটেছে। ঈশ্বরকে অনেক ধন্যবাদ আরও ভয়াবহ কিছুর থেকে আমাকে রক্ষা করার জন্য। আর আমার বন্ধু ও অনুরাগীদের ধন্যবাদ শুভকামনায় ভরিয়ে দেওয়ার জন্য। জীবনে অনেক লড়াই লড়েছি, এই সময়টাও ঠিক কেটে যাবে।’
প্রসঙ্গত, যে দিন অভিনেত্রী আহত হয়েছিলেন সেদিনেই ছিল চিকিৎসক দিবস। হাসপাতালের বিছানায় শুয়েই একটি ছবি শেয়ার করেছিলেন। যেখানে অভিনেত্রীর পাশে দেখা গিয়েছিল হাসপাতালের নার্স, স্বাস্থ্যকর্মী ও চিকিৎসককে। হাতের মধ্যে ইঞ্জেকশনের জন্য চ্যানেল করা হয়েছিল। সেই ছবি শেয়ার করে অভিনেত্রী লিখেছিলেন, ‘ ছোট্ট দুর্ঘটনা, তার জন্য ছোট্ট অপারেশন। চিন্তা করবেন না, আমি দক্ষ হাতে রয়েছি।’