• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

প্রসেনজিৎ এর বিরুদ্ধে নেপোটিজমের অভিযোগ এনেছিলেন শ্রীলেখা, এবার মুখ খুললেন অভিনেতা, দেখুন ভিডিও

সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর থেকেই উত্তাল গোটা সিনে দুনিয়া৷ একে একে সামনে এসেছে বলিউডের অন্ধকার দিক৷ নেপোটিজম বা স্বজনপোষণের অভিযোগে বিদ্ধ হয়েছেন বি-টাউনের তাবড়-তাবড় তারকারা৷ এবার সেই রেশ এসে পড়ল টলি পাড়াতেও। এর আগেই জুন মাস নাগাদ টলি ইন্ডাস্ট্রির দুই প্রথম সারির অভিনেতা অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত এবং প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে স্বজনপোষণের গুরুতর অভিযোগ এনেছিলেন শ্রীলেখা।

তার সেই ভিডিও নিয়ে উত্তাল হয়েছিল টলিপাড়া। ভিডিওতে শ্রীলেখা বলেছিলেন, “ইন্ডাস্ট্রিতে গডফাদার খুব গুরুত্বপূর্ণ। যারা কোনও কিছুর বিনিময়ে কাজ পাইয়ে দেন। আমার সেই কোনও গডফাদার ছিল না। সেসময় প্রসেনজিৎ, চিরঞ্জিত, তাপস দা রাই ইন্ডাস্ট্রি চালাত। কিন্তু বুম্বাদা ছিলেন নাম্বার ওয়ান।” শ্রীলেখা অভিযোগ করেছিলেন, সেইসময় তার যোগ্যতা থাকা সত্ত্বেও তাকে নায়িকার চরিত্র না দিয়ে দেওয়া হত ঋতুপর্ণা সেনগুপ্তকে।কারণ সেইসময় প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে ঋতুপর্ণার প্রেম ছিল। তাই ঋতুপর্ণা পরে এসেও নাকি কাজ পেয়ে যেতেন।

শ্রীলেখার এই বিস্ফোরক মন্তব্যের পরেও চুপই ছিলেন অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। অবশেষে প্রায় দীর্ঘ ৪মাস পর এই ব্যাপারে মুখ খুললেন অভিনেতা। অভিনেতা জয়জিৎ বন্দোপাধ্যায়ের সঙ্গে একটি লাইভে কারোর নাম উল্লেখ না করেই এই যাবতীয় অভিযোগের উত্তর দেন বুম্বা দা।

সঞ্চালক জয়জিৎ অভিনেতাকে জিজ্ঞেস করেন, “আমি ইন্ডাস্ট্রি! তুমি অনেককে কাজ দিয়েছ বুম্বা দা, কিন্তু এখন অন্য কথাও শোনা যাচ্ছে কী বলতে চাও?” প্রসেনজিৎ বলেন, ” সিনেমা জগতটা গোটা পৃথিবী জুড়ে একই রকম। কেউ যদি আমার ভুল প্রমান করতে পারেন আমি মাথা পেতে নেব। তুমি সবকিছু করতে পারো। কিন্তু দর্শক টিকিট কেটে সিনেমা দেখবে কিনা সেটা তোমার হাতে নেই। তুমি জোর করে তাদের টিকিট কাটাতে পারবে?”অভিনেতা আরও বলেন, “ঈশ্বরের আশীর্বাদে বাংলার মানুষ আমার সিনেমা দেখেন, এতে আমার কোনো দোষ বা অন্যায় নেই।”

https://www.facebook.com/joyjitbanerjeeofficial/videos/1041664496275868/

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥