• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

স্বল্প পোশাকে বেলি ডান্স করে নেটজনতাকে তাক লাগালেন শ্রীদেবী কন্যা জাহ্নবী! নেটপাড়ায় ভাইরাল ভিডিও

Published on:

একসময় বলিউডে একচেটিয়া রাজ করেছেন শ্রীদেবী। যেমন নাচ, তেমন অভিনয়, তেমন তার রূপ -সব মিলিয়ে বি-টাউনের সর্বকালের সেরা অভিনেত্রীদের তালিকায় নিজের নাম পাকা করেছিলেন শ্রীদেবী। দিয়েছেন একের পর এক হিট সিনেমা। এবার তারই যোগ্য কন্যা হিসেবে নিজেকে প্রমাণ করল জাহ্নবী।

অসাধারণ বেলি ডান্স করে নেট পাড়ায় ঝড় তুলেছেন শ্রীদেবী কন্যা। ভিডিওটি শেয়ার করেছিলেন জাহ্নবীর নৃত্য গুরু সঞ্জনা মুথরেজা। সাদা হট প্যান্ট আর গোলাপি ক্রপ টপে জাহ্নবীর অনবদ্য বেলি ডান্স মনকেড়েছে নেট জনতার। আজ শ্রীদেবী আমাদের মধ্যে নেই, কিন্তু তারই যেন প্রতিফলন জাহ্নবী।

জাহ্নবীকে নিয়ে সিনে প্রেমীদের আশা তিনিও একদিন তার মায়ের মতোই পর্দা কাঁপাবেন। ইতিমধ্যেই বেশ কয়েকটি ছবিও করে ফেলেছেন জাহ্নবী কাপুর। এবার অপেক্ষা কবে বড় পর্দা জুড়ে নাচে, গানে অভিনয়ে দর্শকদের মাত করেন শ্রীদেবীর কন্যা জাহ্নবী।

https://www.instagram.com/p/CEd5QVvFg7E/?utm_source=ig_embed

 

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥